ETV Bharat / state

North Bengal Medical College: অ্যাম্বুল্যান্স চালকদের নিতে হবে নির্ধারিত ভাড়াই, জরুরি বৈঠকে সিদ্ধান্ত উত্তরবঙ্গ মেডিক্যালে

author img

By

Published : May 16, 2023, 10:46 PM IST

ETV Bharat
নর্থ বেঙ্গল মেডিক্যালে বৈঠক

সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশি ভাড়া চাইতে পারবেন না অ্যাম্বুল্যান্স চালকরা ৷ কড়া বার্তা হাসপাতাল কর্তৃপক্ষ ও প্রশাসনের ৷

দার্জিলিং, 16 মে : কালিয়াগঞ্জের ঘটনার পর উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অ্যাম্বুল্যান্সের দৌরাত্ম্যে রাশ টানতে তৎপর হাসপাতাল কর্তৃপক্ষ ও পরিবহণ বিভাগ । রবিবার সামনে এসেছিল এক অমানবিকতার ঘটনা, যার যেরে প্রশ্নের মুখে পড়েছে রাজ্যের সরকারি হাসপাতালগুলির অ্যাম্বুল্যান্স পরিষেবা ৷ অ্যাম্বুল্যান্স না-পেয়ে মৃত শিশুকে ব্যাগে করে কালিয়াগঞ্জে নিয়ে আসার ওই ঘটনায় আলোড়ন রাজ্য-রাজনীতিতে ৷ দিনমজুর অসীম দেবশর্মা দাবি মতো অ্যাম্বুল্যান্সের টাকা দিতে না-পারায় নিরুপায় হয়ে ব্যাগে সন্তানের নিথর দেহ নিয়ে ঘরে ফিরতে হয় ৷

ড্যামেজ কন্ট্রোলে মঙ্গলবার জরুরি বৈঠকে বসে জেলা পরিবহণ বিভাগ, পুলিশ, প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষ। মঙ্গলবার উত্তরবঙ্গ মেডিক্যালের কনফারেন্স হলে বৈঠকে বসে পুলিশ, প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষ । বৈঠকে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মহকুমাশাসক প্রিয়াঙ্কা সিং, পরিবহণ আধিকারিক সোনম লেপচা, এআরটিও মিল্টন দাস, হাসপাতালের অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহা, সুপার সঞ্জয় মল্লিক ও অ্যাম্বুল্যান্স চালক সংগঠনের প্রতিনিধিরা। বৈঠকে রাজ্যের নির্ধারিত ভাড়াতেই পরিষেবা দিতে হবে বলে অ্যাম্বুল্যান্স চালকদের সাফ জানিয়ে দেওয়া হয় প্রশাসনের তরফে । অন্যথা হলে হাসপাতালে কোনও অ্যাম্বুল্যান্স ঢুকতে দেওয়া হবে না বলেও জানানো হয়েছে ।

পাশাপাশি, ঠিক হয়েছে এখন থেকে হাসপাতালের ভিতরে অ্যাম্বুল্যান্সের চলাচলে রাশ টানতে ও অ্যাম্বুল্যান্সকে চিহ্নিত করতে দেওয়া হবে স্টিকার । হাসপাতালে চালু করা হবে সিঙ্গল পয়েন্ট উইন্ডো। মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহা এই প্রসঙ্গে বলেন, "এখন হাসপাতালের ভিতর 30টির বেশি অ্যাম্বুল্যান্স থাকতে দেওয়া হবে না । পাশাপাশি, মেডিক্যালে পরিষেবা প্রদানকারী অ্যাম্বুল্যান্সগুলির সমস্ত তথ্য নথিভুক্ত করবে হাসপাতাল কর্তৃপক্ষ । চিহ্নিত করতে হাসপাতালের তরফে দেওয়া হবে স্টিকার । রোগীদের সুবিধার্তে থাকবে সিঙ্গেল পয়েন্ট উইন্ডো সিস্টেম । যেখান থেকে একবারে অ্যাম্বুল্যান্স মিলবে ।" পরিষেবা দেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকারের নির্ধারণ করা ভাড়াতেই পরিষেবা দিতে হবে অ্যাম্বুলেন্সগুলিকে । এমনই কড়া হুঁশিয়ারি দিয়েছেন দার্জিলিংয়ের পরিবহণ আধিকারিক সোনম লেপচাও ।

আরও পড়ুন: অমানবিক ছবি ! অ্যাম্বুলেন্স না-পেয়ে মৃত শিশুকে ব্যাগে করে নিয়ে এলেন বাবা, ঘটনায় নিন্দার ঝড়

জেলা পরিবহণ বিভাগের আধিকারিক সোনম লেপচা এই প্রসঙ্গে বলেন, "শিলিগুড়ি শহর এলাকায় 22 কিলোমিটার পর্যন্ত 450 টাকা নন এসি ও 550 টাকা পর্যন্ত এসি অ্যাম্বুল্যান্স ভাড়া নেওয়া যাবে । পাশাপাশি 22 কিলোমিটারের বেশি হলে নন এসি'র ক্ষেত্রে প্রতি কিলোমিটারে 20 টাকা ও এসি অ্যাম্বুল্যান্সের ক্ষেত্রে 25 টাকা প্রতি কিলোমিটারে হিসেবে নিতে হবে চালকদের । তার থেকে বেশি কেউ ভাড়া চাইলে আইনি পদক্ষেপ করা হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.