ETV Bharat / state

market close siliguri : শিলিগুড়িতে সংক্রমণ রুখতে সপ্তাহে একদিন বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত

author img

By

Published : Jul 26, 2021, 3:42 PM IST

শিলিগুড়িতে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে এবার বাজারগুলিকে সপ্তাহে একদিন করে বন্ধ রাখার সিদ্ধান্ত নিল জেলা প্রশাসন ৷ আজ দার্জিলিংয়ের জেলাশাসকের সঙ্গে এনিয়ে বৈঠক করে শিলিগুড়ি পৌরনিগম এবং শিলিগুড়ি বৃহত্তর খুচরো ব্যবসায়ী সমিতির সদস্যরা ৷ যেখানে শহরের 23টি বাজারকে দফায় দফায় একদিন করে বন্ধ রাখা হবে ৷

Market Close for One day in Siliguri to control the Covid-19 Infection
শিলিগুড়িতে সংক্রমণ রুখতে সপ্তাহে একদিন বাজার বন্ধ রাখা সিদ্ধান্ত

শিলিগুড়ি, 26 জুলাই : বাজার খোলা থাকার কারণেই বাড়ছে করোনা সংক্রমণের গ্রাফ । সেজন্য সপ্তাহে একদিন করে বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিল শিলিগুড়ি প্রশাসন । পাশাপাশি হকার ও ব্যবসায়ীদের মতো সুপার স্প্রেডারদের অবিলম্বে করোনার ভ্যাকসিনেশনের উদ্যোগ নিল জেলা প্রশাসন ও স্বাস্থ্য দফতর । জেলা প্রশাসন ও শিলিগুড়ি বৃহত্তর খুচরো ব্যবসায়ী সমিতি সূত্রে জানা গিয়েছে, সংক্রমণ ঠেকাতে পৌরনিগম এলাকার অধীনে থাকা 23টি বাজার সপ্তাহে একদিন করে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

সোমবার করে টাউন স্টেশন বাজার (বাগরাকোট), চম্পাসারী মোড়, চম্পাসারী এস.জে.ডি.এ. মার্কেট, নিবেদিতা রোড সবজি বাজার, ঝংকার মোড় সবজি বাজার, সুভাষপল্লি, রবীন্দ্রনগর ও রথখোলা বাজার বন্ধ থাকবে । মঙ্গলবার ডি.আই.ফান্ড. পুরাতন বাজার, ডি.আই.ফান্ড. শিবাজী মার্কেট (সবজি), জলপাইমোড় ও এন.জে.পি. স্টেশন মার্কেট বন্ধ থাকবে । বৃহস্পতিবার হায়দারপাড়া বাজার, ঘোগোমালি বাজার, গুরুংবস্তি বাজার, ডি.আই.ফান্ড. মার্কেট (কলাহাটি), ডি.আই.ফান্ড. মার্কেট (মুড়িহাটি ও চালহাটি), এন.জে.পি. গেটবাজার এবং সবজি বাজার বন্ধ থাকবে । শুক্রবার মহাবীরস্থান বাজার ও টিকিয়াপাড়া বাজার এবং শনিবার শান্তিনগর বৌ-বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। সেই দিনে বাজারগুলি পৌরনিগমের পক্ষ থেকে সম্পূর্ণ স্যানিটাইজ করা হবে ।

পৌরনিগম এলাকার পাশাপাশি মহকুমা এলাকার বাজারগুলি নিয়ে সোমবার শিলিগুড়ি স্টেট গেস্ট হাউজে বৈঠকে বসেন দার্জিলিংয়ের জেলাশাসক এস পুন্নমবলম । উপস্থিত ছিলেন বাজার কমিটির সদস্য এবং শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের আধিকারিকরা । জানা গিয়েছে, ব্যবসায়ী ও হকারদের সুপার স্প্রেডার বলা হলেও তাঁদের ভ্যাকসিনেশনের ব্যবস্থা করা হচ্ছে না । কোনও কেন্দ্রে ভ্যাকসিনেশনের ব্যবস্থা করা হলে, সেখানে সাধারণ মানুষ গিয়ে ভ্যাকসিন নিচ্ছেন । সেজন্য এদিনের বৈঠকে শহরে করোনা সংক্রমণ ঠেকাতে অবিলম্বে ব্যবসায়ীদের ভ্যাকসিনেশনের ব্যবস্থা করার দাবি জানায় শিলিগুড়ি বৃহত্তর খুচরো ব্যবসায়ী সমিতি । তার জন্য ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বেশ কিছু প্রস্তাব জেলা প্রশাসনের কাছে রাখা হয়েছে ৷

আরও পড়ুন : করোনা বিধিনিষেধ লঙ্ঘন করায় শিলিগুড়িতে গ্রেফতার 140 জন

দার্জিলিংয়ের জেলাশাসক এস পুন্নমবলম বলেন, ‘‘জেলায় করোনা বাড়ছে না । কিন্তু, সংক্রমণ কমছেও না ৷ সেজন্য সপ্তাহে একদিন করে বাজার বন্ধ থাকবে । ব্যবসায়ীদের দ্রুত ভ্যাকসিনেশনের ব্যবস্থা করা হচ্ছে । পাশাপাশি খোলা বাজারে যাতে স্বাস্থ্যবিধি বজায় রাখা যায়, তা নজরদারি করতে জোনভিত্তিক এনফোর্সমেন্ট কমিটি তৈরি করা হবে । বাজার কমিটিকেও স্বাস্থ্যবিধি বজায় রাখা দিকে নজর রাখতে বলা হয়েছে ৷’’ শিলিগুড়ির বৃহত্তর খুচরো ব্যবসায়ী সমিতির সভাপতি পরিমল মিত্র বলেন, ‘‘শহরে করোনার সংক্রমণে রাশ টানতে ব্যবসায়ীদের অবিলম্বে ভ্যাকসিনেশন ব্যবস্থার করতে আবেদন করেছি ৷’’ সংগঠনের সম্পাদক বিপ্লব রায় মুহুরি বলেন, ‘‘23টি বাজার দফায় দফায় বন্ধ রাখা হবে । বন্ধ থাকার দিনগুলিতে স্যানিটাইজেশন করা হবে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.