ETV Bharat / state

21 অক্টোবর উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী

author img

By

Published : Oct 20, 2019, 10:06 PM IST

Updated : Oct 20, 2019, 11:08 PM IST

mamata

শিলিগুড়ির উত্তরকন্যায় আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বুধবার কার্সিয়াংয়ের কমিউনিটি হলে দার্জিলিং ও কালিম্পংয়ের জেলা প্রশাসন ও GTA-এর কর্তাদের নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী ।

শিলিগুড়ি , 20 অক্টোবর : 21 অক্টোবর উত্তরবঙ্গ সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ 22 অক্টোবর দার্জিলিং পৌঁছাবেন তিনি ৷ পরে কালিম্পং জেলায় তিনি প্রশাসনিক বৈঠক করবেন ৷

লোকসভা ভোটের পর প্রথমবার পাহাড়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী ৷ তবে এবার দার্জিলিং শহরে থাকছেন না তিনি । কার্সিয়াং-এ থাকবেন ৷ আজ দার্জিলিংয়ে গোর্খা জন মুক্তি মোর্চার সভাপতি বিনয় তামাং বলেন , "সোমবার উত্তরবঙ্গ সফরের প্রথম দিনেই শিলিগুড়িতে বিজয়া সম্মিলনীতে অংশ নেবেন মুখ্যমন্ত্রী । পুলিশের উদ্যোগে আয়োজিত হবে অনুষ্ঠানটি ৷ সেখানে GTA-এর প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান অনিত থাপাকেও আমন্ত্রণ জানানো হয়েছে । "

22 অক্টোবর শিলিগুড়ির উত্তরকন্যায় আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী ৷ বৈঠক শেষে কার্সিয়াং যাবেন । ওই দিন মুখমন্ত্রীর সঙ্গে দেখা করে পাহাড়ের পরিস্থিতি নিয়ে তাঁকে বিস্তারিত জানাবেন বিনয় তামাং ও অনিত থাপা । কার্সিয়াং সার্কিট হাউজ়ে সে রাত্রে থাকবেন মুখ্যমন্ত্রী ৷ 23 অক্টোবর কার্সিয়াংয়ের কমিউনিটি হলে দার্জিলিং ও কালিম্পংয়ের জেলা প্রশাসন ও GTA-এর কর্তাদের নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী ।

সূত্রের খবর , মুখ্যমন্ত্রীর এই সফরের লক্ষ্য আসন্ন পৌরসভা ও 2021 এর বিধানসভা নির্বাচন ৷ পাহাড়ে জোটসঙ্গীদের চাঙ্গা করার কৌশল নিয়ে আলোচনা হবে সেখানে । প্রশাসনিক বৈঠকে পাহাড়ের উন্নয়ন কর্মসূচির অগ্রগতি খতিয়ে দেখবেন তিনি ।

Intro:উত্তরবঙ্গ সফরে 22 তারিখেই পাহাড়ে মুখমন্ত্রী, 23 অক্টোবর দার্জিলিং, কালিম্পঙ জেলা নিয়ে করবেন প্রাসাশনিক বৈঠক


দার্জিলিং, 20 অক্টোবর: লোকসভা ভোটের পর ফের পাহাড়ে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ সফরের মধ্যেই তাঁর এই পাহাড় সফর। তবে এবার দার্জিলিং শহরে যাচ্ছেন না তিনি। জেলার আর এক পাহাড়ি শহর কার্সিয়াংয়ে রাত কাটানোর পাশাপাশি জিটিএ সহ দার্জিলিং ও কালিমপঙ জেলার প্রশাসনিক বৈঠকও সারবেন তিনি। মুখ্যমন্ত্রীর এই সফর ঘিরে সেজে উঠছে কার্সিয়াঙ। শুরু হয়েছে জোর তৎপরতা।






Body:রবিবার দার্জিলিংয়ে গোর্খা জন মুক্তি মোর্চার সভাপতি বিনয় তামাং বলেন, উত্তরবঙ্গ সফরের প্রথম দিনেই শিলিগুড়িতে সোমবার পুলিশের উদ্যোগে আয়োজিত বিজয়া সম্মেলনিতে অংশ নেবেন মুখ্যমন্ত্রী। ওই সম্মেলনিতে জিটিএ-এর প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান অনিত থাপা সহ তাঁকেও আমন্ত্রণ জানানো হয়েছে। পরদিন শিলিগুড়ির উত্তরকন্যায় আলিপুরদুয়ার, জলপাই গুড়ি ও কোচবিহারে জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক করে 22 অক্টোবরই কার্সিয়াং আসবেন। ওই দিনই মুখমন্ত্রীর সঙ্গে দেখা করে পাহাড় পরিস্থিতি নিয়ে তাঁকে বিস্তারিত জানাবেন বিনয় তামাং-অনিত থাপারা। কার্সিয়াং সার্কিট হাউসে রাত কাটিয়ে পরদিন, বুধবার কার্সিয়াংয়ের কমিউনিটি হলে দার্জিলিং ও কালিমপঙয়ের জেলা প্রশাসন ও জিটিএ-এর কর্তাদের নিয়ে বৈঠক করার কথা মুখ্যমন্ত্রীর।


Conclusion:মুখ্যমন্ত্রীর এই সফরে আসন্ন পৌরসভা ও 2021 এর বিধানসভা নির্বাচন লক্ষ্য রেখে পাহাড়ে দলীয় তথা জোট সঙ্গীদের চাঙ্গা করার কৌশল নিয়ে আলোচনা হবে। প্রশাসনিক বৈঠকে পাহাড়ের উন্নয়ন কর্মসূচির অগ্রগতি খতিয়ে দেখবেন তিনি। এমনটাই জল্পনা পাহাড়ের রাজনৈতিক মহলে।
Last Updated :Oct 20, 2019, 11:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.