ETV Bharat / state

পাহাড় লকডাউনে সক্রিয় পুলিশ; চলল মাইকিং, দোকানে হানা

author img

By

Published : Mar 23, 2020, 7:44 PM IST

Updated : Mar 23, 2020, 7:49 PM IST

রবিবারের জনতা কারফিউয়ে অভাবনীয় সাড়া দিয়েছিল দার্জিলিং পাহাড় । এরপর সোমবার সকাল থেকে পাহাড়ের সবজি বাজার ও দোকানগুলিতে ক্রেতাদের ঢল নামে ।

lockdown-strated-in-darjeeling-hill-area
পাহাড় লকডাউনে

দার্জিলিং, 23 মার্চ: পাহাড়ে লকডাউনে সক্রিয় পুলিশ-প্রশাসন । মাইকিং থেকে শুরু করে দোকানে দোকানে গিয়ে ব্যবসা বন্ধ করার আবেদন, দার্জিলিং জেলা পুলিশের তরফে সবই করা হল ।

রবিবারের জনতা কারফিউয়ে অভাবনীয় সাড়া দিয়েছিল দার্জিলিং পাহাড় । এরপর সোমবার সকাল থেকে পাহাড়ের সবজি বাজার ও দোকানগুলিতে ক্রেতাদের ঢল নামে । ঘড়ির কাঁটায় পাঁচটা বাজতেই শুরু হয়ে যায় লকডাউনের তোড়জোড় । তবে তখনও ক্রেতাদের উপস্থিতি থাকায় কোনও কোনও দোকানদার দোকান বন্ধ করতে বিলম্ব করে । এরপরেই সক্রিয় হয় পুলিশ । মাইকিং করে সতর্ক করার পাশাপাশি দার্জিলিংয়ের সুপার মার্কেট, জজবাজার, মহাকাল মার্কেট সহ অন্যান্য এলাকায় পুলিশ দোকানে দোকানে যেতে শুরু করে । দ্রুত দোকান -বাজার বন্ধ করার আবেদন করা হয় পুলিশের পক্ষ থেকে । এরপর থেকেই বন্ধ হয়ে যায় দার্জিলিংয়ের দোকান-বাজার ।

শুধু খোলা রয়েছে ওষুধ, মুদি দোকান ও পেট্রোল পাম্প । জরুরি পরিষেবা বাদে সব বন্ধ হয়ে গিয়েছে । কোরোনা ঠেকাতে পাহাড় আপাতত লকডাউন ৷

পাহাড়ে লকডাউন
Last Updated : Mar 23, 2020, 7:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.