ETV Bharat / state

Adani Group Crisis on LIC: আদানি নয়, উদ্বেগের কারণ বিকেন্দ্রীকরণ ! দাবি এলআইসি কর্মীদের

author img

By

Published : Mar 13, 2023, 3:56 PM IST

LIC workers are worried about Privatization but not about Adani Crisis
এলআইসির বিভাগীয় বিমা কর্মচারী সমিতির সাংবাদিক বৈঠক

ভারতীয় জীবন বিমা নিগম (Life Insurance Corporation of India) বা এলআইসির (LIC) বর্তমান পরিস্থিতি নিয়ে মানুষকে সচেতন করতে উদ্যোগী হল সংস্থার বিভাগীয় বিমা কর্মচারী সমিতি ৷ সমিতির সদস্যরা জানিয়েছেন, আদানি কাণ্ড (Adani Group Crisis) নিয়ে চিন্তিত হওয়ার কোনও কারণ নেই ৷ কিন্তু, এলআইসির বিকেন্দ্রীকরণ (Privatization) অবশ্যই চিন্তার বিষয় ৷

এলআইসি নিয়ে প্রচার শুরু

শিলিগুড়ি, 13 মার্চ: ভারতীয় জীবন বিমা নিগম (Life Insurance Corporation of India) বা এলআইসির (LIC) বর্তমান পরিস্থিতি ঠিক কেমন ? সেই সম্পর্কে সংস্থার গ্রাহক ও আমজনতাকে ওয়াকিবহাল করতে উদ্যোগী হল এলআইসির বিভাগীয় বিমা কর্মচারী সমিতি ৷ আদানি কাণ্ড থেকে শুরু করে এলআইসির আংশিক বেসরকারিকরণ, ইত্যদি সমস্ত বিষয় নিয়ে প্রচার শুরু করল তারা ৷ সোমবার থেকে শুরু হল সাতদিনের এই কর্মসূচি ৷ সেই উপলক্ষে এদিন শিলিগুড়িতে একটি সাংবাদিক সম্মেলন করেন সমিতির সদস্যরা ৷ তাঁরা জানান, আদানি কাণ্ডের জেরে এলআইসির সাধারণ গ্রাহকদের কোনও ক্ষতি হবে না ৷ আবার একইসঙ্গে, এলআইসির আংশিক বিকেন্দ্রীকরণেরও (Privatization) প্রতিবাদ করেন তাঁরা ৷

হিন্ডেনবার্গ রিসার্চের প্রকাশ করা রিপোর্টের (Hindenburg Research Report) গুঁতোয় এখনও বেসামাল আদানি গোষ্ঠী (Adani Group Crisis) ৷ এদিকে, আদানি গোষ্ঠীতে 36 হাজার কোটি টাকা বিনিয়োগ করে বসে আছে এলআইসি ৷ সাধারণ বিমাধারীদের একাংশের আশঙ্কা, আদানি গোষ্ঠীর পতন হলে বিপদে পড়বে এলআইসি ৷ আর তার জেরে ক্ষতিগ্রস্ত হবেন সাধারণ বিমাধারীরা ! কিন্তু, এলআইসির বিভাগীয় বিমা কর্মচারী সমিতি সদস্যরা বলছেন, এই চিন্তা একেবারেই অপ্রয়োজনীয় এবং অপ্রাসঙ্গিক ৷

এই প্রসঙ্গে বিভাগীয় বিমা কর্মচারী সমিতির সহকারী সম্পাদক রজত রায় জানান, এলআইসির বিনিয়োগ তহবিলের সামগ্রিক পরিমাণ 42 লক্ষ কোটি টাকা ৷ সেখানে আদানি গোষ্ঠীতে এলআইসি বিনিয়োগ করেছে 36 হাজার কোটি টাকা ৷ যা মোট তহবিলের 1 শতাংশেরও কম ৷ তাছাড়া, এলআইসির নিজস্ব যে পরিমাণ সম্পদ রয়েছে, তাতে তাদের পক্ষে বিনিয়োগকারীদের দেয় অর্থ মেটানো কোনও কঠিন বিষয় নয় ৷ উপরন্তু, এলআইসিতে যাঁরা বিনিয়োগ করেন এবং এলআইসি যেখানে বিনিয়োগ করে, তার অধিকাংশই দীর্ঘমেয়াদী ৷ ফলে আদানি গোষ্ঠীর শেয়ারদরে সাম্প্রতিক যে পতন হয়েছে, তাতে এলআইসির কোনও বিরাট ক্ষতি হবে না ৷ ফলত, সাধারণ বিমাধারীদের অর্থও সুরক্ষিত থাকবে ৷

আরও পড়ুন: আরবিআই আইনের জন্য রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলিতে আদানিদের ঋণ পরিমাণ জানাতে অস্বীকার কেন্দ্রের

অন্যদিকে, বিভাগীয় বিমা কর্মচারী সমিতির অন্যতম সদস্য প্রীতম চৌধুরী জানান, আদানি কাণ্ড নিয়ে তাঁরা খুব একটা চিন্তিত নন ৷ কিন্তু, তাঁদের আপত্তির জায়গা অন্য ৷ তাঁদের দাবি ছিল, এলআইসির সম্পূর্ণ রাষ্ট্রায়ত্ত চরিত্র অক্ষুণ্ণ রাখতে হবে ৷ কিন্তু, বর্তমান কেন্দ্রীয় সরকার সেই দাবি উপেক্ষা করে নতুন বিল এনেছে এবং এলআইসির আংশিক বিকেন্দ্রীকরণ করা হয়েছে ৷ সরকারের এই নীতির বিরুদ্ধে জনমত গড়ে তুলতে চায় বিভাগীয় বিমা কর্মচারী সমিতি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.