ETV Bharat / state

শিলিগুড়িতে চিতাবাঘের হামলা, জখম 3

author img

By

Published : May 17, 2021, 3:42 PM IST

শিলিগুড়িতে চিতাবাঘের হামলা
শিলিগুড়িতে চিতাবাঘের হামলা

শিলিগুড়িতে চিতাবাঘের হামলায় জখম তিন ব্যক্তি ৷ স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যাব বন দফতরের কর্মীরা ৷ ৷ সেখানে ঘুমপাড়ানি গুলি করা হয় চিতাবাঘটিকে ৷ পরে তিন ঘণ্টা পর সেটিকে জালবন্দি করা হয় ৷ পরে সেটিকে শুকনার রেঞ্জ এলাকায় ছেড়ে দেওয়া হয় ৷

শিলিগুড়ি, 17 মে : জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়ল একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ। চিতাবাঘের হামলায় জখম হয়েছেন তিন ব্যক্তি ৷ ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ি পৌরনিগমের 46 নম্বর ওয়ার্ড সংলগ্ন চম্পাসারির সমরনগর এলাকায়। আতদের উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয় ৷ আহতদের নাম জয়ন্ত ভট্টাচার্য , রাজেশ প্রসাদ ও জ্যোতি প্রসাদ। পরে বন দফতরে খবর দেওয়া হলে কর্মীরা এসে চিতাবাঘটিকে ঘুমপাড়ানি গুলি ছুড়ে উদ্ধার করে নিয়ে যান ৷

শিলিগুড়িতে চিতাবাঘের হামলা, কী বললেন স্থানীয়রা ?

স্থানীয় সূত্রে খবর, আজ সকালে আচমকাই বৈকুন্ঠপুর জঙ্গল থেকে একটি চিতাবাঘ সমরনগর এলাকায় ঢুকে পড়ে। সেখানে একটি ব্যক্তিকে প্রথমে আক্রমণ করে ৷ কোনওরকমে বেঁচে যান তিনি ৷ এরপরই চিতাবাঘটি ওই এলাকার একটি বহুতলে ঢুকে পড়ে ৷ সেইসময় উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে স্থানীয়রা বহুতলের একটি সিঁড়ি ঘরের মধ্যে আটকে ফেলে চিতাবাঘটিকে ৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় প্রধান নগর থানায় ও বন দফতরকে ৷

বন দফতর সূত্রে খবর, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট এলাকায় যাওয়া হয় ৷ সেখানে ঘুমপাড়ানি গুলি করা হয় চিতাবাঘটিকে ৷ তিন ঘণ্টা পর সেটিকে জালবন্দি করা হয় ৷ পরে সেটিকে শুকনার রেঞ্জ এলাকায় ছেড়ে দেওয়া হয় ৷

আরও পড়ুন : নারদকাণ্ডে রাজনৈতিক দোলাচলে শুভেন্দুকে নিয়ে চুপ শিশির ও দিব্যেন্দু

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.