ETV Bharat / state

Jail Worker Arrested: উর্দির আড়ালে মাদকের কারবার! শিলিগুড়িতে গ্রেফতার কারাগার কর্মী

author img

By

Published : Aug 7, 2023, 10:13 PM IST

Drug Smuggling: মাদক কারবারে অভিযুক্ত এক যুবককে গ্রেফতারের পর উঠে আসে ওই কারাগার কর্মীর নাম ৷ সে কারাকর্মী হওয়ার সুবাদে নিজের প্রভাব খাটিয়ে বহুদিন ধরেই মাদকের কারবার করে আসছিল।

Jail Worker Arrested
শিলিগুড়িতে গ্রেফতার কারাগার কর্মী

শিলিগুড়ি, 7 অগস্ট: উর্দির আড়ালে মাদক পাচার! ঘটনায় গ্রেফতার এক কারাগার কর্মী। ঘটনাটি প্রকাশ্যে আসতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে শহরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম মোবারক আলি। সে নকশালবাড়ির বাসিন্দা। বর্তমানে শিলিগুড়ি বিশেষ সংশোধনাগারের অধীন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কারা বিভাগের দায়িত্ব সামলাচ্ছিল। গত ছয় মাস ধরে সেখানকার দায়িত্বে ছিল ওই মোবারক আলি।

প্রথমে পুলিশ ও কারা বিভাগের তরফে খবরটি প্রকাশ্যে আসতে না-দেওয়ার চেষ্টা করা হলেও, সোমবার তা প্রকাশ্যে চলে আসে। ধৃতকে শনিবারই নিজেদের হেজাফতে নিয়েছিল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এনজেপি থানার পুলিশ বলে, জানা গিয়েছে। এরপর ধৃতকে রবিবার আদালতে তোলা হলে বিচারক তার জামিনের আবেদন খারিজ করে 9 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। ওই বিষয়ে শিলিগুড়ির পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী বলেন, "মোবারক আলিকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।"

আরও পড়ুন: কোটি টাকার সোনার বিস্কুট, মাদক ও লক্ষাধিক নগদ উদ্ধার ; গ্রেফতার 5

শিলিগুড়ি বিশেষ সংশোধনাগারের সুপার দীপক কার্জি বলেন, "পুলিশের তরফে একটা অভিযোগ মিলেছে। সেইমতো বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। সেখান থেকে যেমন নির্দেশ আসবে সেইমতো পদক্ষেপ করা হবে।" সম্প্রতি শিলিগুড়ি সংলগ্ন কাওয়াখালি এলাকা থেকে মুক্তি আলি নামে এক যুবককে 600 গ্রাম মাদক ও 5 লক্ষ টাকা-সহ গ্রেফতার করে স্পেশাল অপারেশন গ্রুপ। এরপর তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে উঠে আসে কারাকর্মী মোবারক আলির নাম।

মোবারক আলি কারাকর্মী হওয়ার সুবাদে নিজের প্রভাব খাটিয়ে বহুদিন ধরেই মাদকের কারবার করে আসছিল। এমনকী মেডিক্যালে চিকিৎসার জন্য আসা আসামীদেরও রিপোর্ট প্রভাব খাটিয়ে পরিবর্তন করাত বলে অভিযোগ। এছাড়াও, কারাগারে থাকা বন্দিদের কাছে দ্বিগুন দামে মাদক সাপ্লাই করত ওই মোবারক আলি বলে, অভিযোগ উঠেছে। একজন কারাকর্মী কীভাবে মাদকের কারবার করছিল এবং বন্দিদের মাদক সাপ্লাই করছিল তা নিয়ে কারার নিরাপত্তা ও কারাগারের কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

আরও পড়ুন: সংশোধনাগারের ফলকে লেখা 'কারাগার', বিতর্ক মেদিনীপুরে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.