ETV Bharat / state

School Renovation: দার্জিলিংয়ের শতাধিক বেহাল স্কুল মেরামতির উদ্যোগ জিটিএ ও শিলিগুড়ি মহকুমা পরিষদের

author img

By

Published : May 11, 2023, 5:04 PM IST

School Renovation
School Renovation

পাহাড় থেকে সমতল, দার্জিলিং জেলার অধীন বেহাল, জরাজীর্ণ, বিপজ্জনক শতাধিক স্কুল মেরামত ও সংস্কারের উদ্যোগ নিয়েছে জিটিএ ও শিলিগুড়ি মহকুমা পরিষদ ৷

দার্জিলিং, 11 মে: শতাধিক জরাজীর্ণ ও বিপজ্জনক বিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে দার্জিলিংয়ে । পাহাড়ের পাশাপাশি শিলিগুড়ি মহকুমা এলাকার স্কুলগুলিকেও ঢেলে সাজানোর পরিকল্পনা করা হয়েছে । পাহাড়ে ওই উন্নয়নের কাজ করবে জিটিএ (গোর্খাল্যান্ড টেরিটোরিয়্যাল অ্যাডমিনিস্ট্রেশন)। আর সমতলে করবে শিলিগুড়ি মহকুমা পরিষদ ও সর্বশিক্ষা মিশন ।

শিলিগুড়ি মহকুমার 21টি বিদ্যালয় ও জিটিএর অধীনে দার্জিলিং, কার্শিয়াং ও সুখিয়া মহকুমার অধীনে থাকা প্রায় 80টি স্কুল মেরামত, সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে । তৈরি করা হবে টয়লেট ব্লক, সীমানা প্রাচীর। জিটিএ এলাকায় বরাদ্দ করা হয়েছে প্রায় তিন কোটি টাকারও বেশি । পাশাপাশি শিলিগুড়ি মহকুমার জন্য প্রায় 1 কোটি 12 লক্ষ টাকা ।

এই বিষয়ে শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ বলেন, "বর্ষা নামার আগেই অনুমোদিত প্রকল্পগুলির কাজে হাত দেওয়া হবে । এর জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে । এছাড়া, মহকুমার 20টি স্কুলে স্যানিটারি ন্যাপকিন প্রদানের জন্য ভেন্ডিং মেশিন বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে ।" জিটিএ'র মুখ্য জনসংযোগ আধিকারিক এস পি শর্মা বলেন, "অনেক স্কুলের ভবন বহুদিন ধরে মেরামত করা হয়নি । বিপজ্জনক রয়েছে বেশ কয়েকটি । সেই জন্য সবস্কুলের ভবন মেরামত ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে । ইতিমধ্যে টেন্ডার প্রক্রিয়াও শেষ হয়েছে ।"

জেলা প্রশাসন সূত্র জানা গিয়েছে, শিলিগুড়ির স্কুলগুলি সংস্কারের জন্য বরাদ্দ হয়েছে 1 কোটি 12 লক্ষ 50 হাজার টাকা তালিকায় রয়েছে শিলিগুড়ি বয়েজ হাইস্কুল, জ্যোৎস্নাময়ী গার্লস হাইস্কুল, খড়িবাড়ি হাইস্কুল, নন্দপ্রসাদ হাইস্কুল । পুরনো ভবন সংস্কারের জন্য হাইস্কুলগুলিকে দেওয়া হবে 15 লক্ষ টাকা করে । তালিকায় প্রাইমারি স্কুলের সংখ্যা 15টি । যার মধ্যে তারবান্ধা জুনিয়র বেসিক প্রাইমারি স্কুল, পাবলিক প্রাইমারি স্কুল, চাঁদমণি টি বেসিক স্কুল, নীলনলিনী বিদ্যামন্দিরের (প্রাইমারি) মতো স্কুল । এগুলির কোথাও টয়লেট সংস্কার করা হবে । আবার কোথাও বিল্ডিং ও সীমানা প্রাচীর সংস্কার করা হবে । এই জন্য প্রতিটি স্কুল পাবে 1 লক্ষ 50 হাজার টাকা করে ।

অন্যদিকে, জিটিএর শিক্ষা দফতরের তরফে দার্জিলিং সার্কেলের জন্য 69 লক্ষ 23 হাজার, কার্শিয়াং সার্কেলের জন্য 57 লক্ষ 72 হাজার ও সুখিয়া সার্কেলের জন্য 22 লক্ষ 89 হাজার টাকা বরাদ্দ করা হয়েছে । পাশাপাশি দার্জিলিং গর্ভনমেন্ট স্কুলের জন্য 16 লক্ষ 64 হাজার, মিরিকের কাটারিয়া প্রাইমারি স্কুলের জন্য 14 লক্ষ 19 হাজার, মিরিক উচ্চবিদ্যালয়ের জন্য 16 লক্ষ 49 হাজার, পুলবাজার ব্লকের কোলবং জুনিয়র বেসিক স্কুলের জন্য 12 লক্ষ 59 হাজার টাকা, পোখরিয়াবং হাইস্কুলের জন্য 16 লক্ষ বরাদ্দ করা হয়েছে ।

এছাড়াও লোধামা সার্কেলের অধীনে থাকা স্কুলের জন্য সাড়ে চার লক্ষ, মিরিক সার্কেলের জন্য 4 লক্ষ 86 হাজার, মংপু সার্কেলের জন্য 6 লক্ষ 72 হাজার, পুলবাজার সার্কেলের জন্য 17 লক্ষ, রংলি রংলিয়ট সার্কেলের জন্য 10 লক্ষ 50 হাজার ও সোনাদা সার্কেলের জন্য 9 লক্ষ টাকা বরাদ্দ করেছে জিটিএ ।

আরও পড়ুন: ভাঙাচোরা বিক্রি করে 186 কোটির রেকর্ড আয় উত্তর-পূর্ব সীমান্ত রেলের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.