ETV Bharat / state

গোর্খাল্যান্ডে প্রাথমিক, উচ্চ প্রাথমিকে শিক্ষকের প্রয়োজনীয়তার কথা জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি গুরুঙের

author img

By

Published : Jun 30, 2021, 8:00 AM IST

Updated : Jun 30, 2021, 8:33 AM IST

বিমল গুরুং চিঠি দিলেন মুখ্য়মন্ত্রীকে
বিমল গুরুং চিঠি দিলেন মুখ্য়মন্ত্রীকে

2012-য় গোর্খাল্যান্ডের প্রাথমিক আর উচ্চ প্রাথমিক বিদ্যালয়গুলিতে শেষ বার শিক্ষক নিয়োগ করা হয়েছিল ৷ এর পর থেকে প্রায় 9 বছর নতুন কোনও শিক্ষক নিযুক্ত করা হয়নি ৷ তাই শিক্ষকের অভাবে সমস্য়ায় পড়েছে অঞ্চলের পড়ুয়া, কর্তৃপক্ষও ৷ তাই শিক্ষক নিয়োগের কথা জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন জিজেএম (GJM) প্রধান বিমল গুরুং ৷

কলকাতা, 30 জুন : জিটিএ(GTA) আওতাধীন এলাকায় প্রাথমিক আর উচ্চ প্রাথমিক বিদ্যালয়গুলিতে শিক্ষক নিয়োগের আবেদন জানিয়ে মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়েকে চিঠি দিলেন গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং ৷ তাঁর দাবি, গোর্খাল্যান্ডে 2012-য় শেষ শিক্ষক নিয়োগ করা হয়েছিল ৷ মুখ্যমন্ত্রী শিক্ষক নিয়োগের আবেদন মেনে নিলে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে ৷

  • Gorkha Janmukti Morcha writes to West Bengal CM Mamata Banerjee requesting her for recruitment of teachers in Primary and Upper Primary Schools in the Gorkhaland Territorial Administration (GTA) area. Recruitment of Primary School teachers in the region was last conducted in 2012 pic.twitter.com/Xn2cws2mEA

    — ANI (@ANI) June 29, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বর্তমানে গোর্খাল্যান্ডের স্কুলগুলিতে শিক্ষকের পরিসংখ্য়ান দিয়ে তিনি মুখ্যমন্ত্রীকে চিঠিতে লেখেন, "2002-এ নেওয়া ইন্টারভিউয়ের ভিত্তিতে 2012 সালে গোর্খাল্যান্ডের প্রাথমিক বিদ্যালয়গুলিতে শেষ বারের জন্য শিক্ষক নিয়োগ করা হয়েছিল ৷ এর পর 2018 সালে 123 জন স্বেচ্ছাসেবী শিক্ষককে নিয়মিত করা হয় ৷ বর্তমানে প্রাথমিক স্কুলগুলিতে 653-টিরও বেশি সংখ্যক পদ খালি রয়েছে ৷ উচ্চ প্রাথমিক স্কুলের ক্ষেত্রেও এই পদক্ষেপ করা বাকি ৷" এই পরিস্থিতি পরিবর্তনে মুখ্যমন্ত্রীর নেতৃত্বের উপর আস্থা রয়েছে তাঁর ৷ তাই তাঁকে এ বিষয়ে নজর দিতে অনুরোধ জানিয়েছেন বিমল গুরং ৷

আরও পড়ুন : বিজেপির বৈঠকের শেষবেলায় দেখা গেল কৈলাসকে

উল্লেখ্য, কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে ঘোষণা করেছিলেন, পুজোর আগেই রাজ্যের স্কুলগুলিতে শিক্ষক নিয়োগ করা হবে ৷ আর এই শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় রাজ্য সরকারের চিন্তাশীল ভূমিকায় গুরুং কৃতজ্ঞ ৷ এ কথাও তিনি চিঠিতে উল্লেখ করেছেন ৷ তিনি আশাবাদী, এর ফলে একদিকে যেমন প্রাথমিক স্তরে শিক্ষার প্রসার ঘটবে, অন্যদিকে রাজ্যে বেকার সমস্যারও অনেকটা সুরাহা হবে ৷ তবে শিক্ষক নিয়োগের বিষয়ে তিনি সরকারের উপরই নির্ভর করছেন ৷ এই প্রসঙ্গে লেখেন, "আমরা এ বিষয়ে উৎসাহী যে, রাজ্য সরকারের শিক্ষক নির্বাচনের পদ্ধতি পুরোপুরি মেধার উপর ভিত্তি করে হবে ৷ আর সেখানে স্বচ্ছতা বজায় থাকবে ৷"

এক সময় গোর্খাল্যান্ডে বিজেপিকে ক্ষমতায় আনার ক্ষেত্রে বিমল গুরুঙের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ৷ কিন্তু পরে তিনি বিজেপি থেকে তৃণমূলে যোগ দেন ৷ এ বছর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের হয়ে প্রচার করেন ৷ বিজেপির সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে তিনি বলেন, "15 বছর ধরে আমি বিজেপিকে সমর্থন জানিয়ে এসেছি, তারা আমাদের জন্য কী করেছে ? মোদি আমাদের আশ্বস্ত করেছিল, প্রতিশ্রুতি দিয়েছিল ৷ তাও ছ-সাত বছর হতে চলল, কিছুই হয়নি ৷" বিজেপির প্রতি বাংলার মানুষের মনোভাব প্রসঙ্গে তিনি মনে করেন, এই রাজ্যের মানুষ বিজেপিকে চায় না ৷

পুজোর আগে সব মিলিয়ে 32 হাজার শিক্ষক নিয়োগ করার আশ্বাস দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই পরিসংখ্যানে গোর্খাল্যান্ডের মানুষরাও যাতে থাকে, সেই আবেদন জানিয়ে মমতাকে চিঠি দিয়েছেন বিমল গুরুং ৷

Last Updated :Jun 30, 2021, 8:33 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.