ETV Bharat / state

Fake Army Officer Arrested: সেনা আধিকারিকের পরিচয় ভাঁড়িয়ে প্রতারণা ! ধৃত নেপালের নাগরিক

author img

By

Published : Dec 31, 2022, 2:14 PM IST

Fake Army Officer Arrested near India Nepal Border
প্রতারণার অভিযোগে গ্রেফতার মন বাহাদুর গুরুং ৷

সেনা আধিকারিকের পরিচয় ভাঁড়িয়ে ফের প্রতারণার অভিযোগ ৷ অভিযুক্ত ব্যক্তি নেপালের নাগরিক ৷ সীমান্ত (India Nepal Border) লাগোয়া এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে (Fake Army Officer Arrested) ৷

শিলিগুড়ি, 31 ডিসেম্বর: আবারও সেনা আধিকারিকের পরিচয় ভাঁড়িয়ে চাকরির মিথ্যা প্রতিশ্রুতি এবং আর্থিক প্রতারণা করার অভিযোগ ! অভিযুক্ত ব্যক্তিকে ইতিমধ্যেই গ্রেফতার (Fake Army Officer Arrested) করা হয়েছে ৷ এবারের ঘটনাস্থল ভারত-নেপাল সীমান্ত লাগোয়া সুখিয়াপোখরি থানা এলাকা ৷ সেনা ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাঁকে পাকড়াও করে ৷ শনিবার এই ঘটনা প্রকাশ্যে আসে ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম মন বাহাদুর গুরুং ৷ তিনি আদতে নেপালের বরদিয়া জেলার তারাতলের বাসিন্দা ৷ অভিযোগ, ওই ব্যক্তি নিজেকে ভারতীয় সেনার সিনগন্যালিং শাখার কর্নেল হিসাবে পরিচয় দিতেন ! তাঁর কাছে থেক প্রচুর পরিমাণে ভুয়ো নিয়োগপত্র, নকল ভারতীয় পরিচয়পত্র-সহ অন্যান্য নথি উদ্ধার করা হয়েছে ৷

Fake Army Officer Arrested near India Nepal Border
ভারতীয় সেনার পোশাকে ধৃত নেপালি ৷

বেশ কয়েক মাস ধরেই সেনায় ভুয়ো নিয়োগ সংক্রান্ত খবর আসছিল ৷ অভিযোগ উঠছিল, কিছু ব্যক্তি পরিচয় ভাঁড়িয়ে বেকার যুবক, যুবতীদের সঙ্গে প্রতারণা করছেন ৷ সেনায় চাকরি পাইয়ে দেওয়ার টোপ দিয়ে প্রথমে তাঁরা চাকরিপ্রার্থীদের কাছ থেকে মোটা টাকা আদায় করছেন ৷ তারপর সেই টাকা হাতে এলেই বেপাত্তা হয়ে যাচ্ছেন ৷ বিষয়টি জানার পরই এ নিয়ে তদন্ত শুরু করে ভারতীয় সেনাবাহিনীর গোয়েন্দা শাখা ৷

Fake Army Officer Arrested near India Nepal Border
উদ্ধার হওয়া সামগ্রী ৷

আরও পড়ুন: সেনায় চাকরি দেওয়ার নামে প্রতারণা ! শিলিগুড়িতে গ্রেফতার ভুয়ো সেনা আধিকারিক

এই তদন্ত চলাকালীন মন বাহাদুর গুরুং সম্পর্কে তথ্য পান সেনার গোয়েন্দা শাখার আধিকারিকরা ৷ সেই অনুসারেই শুক্রবার ভোরে দার্জিলিং জেলা পুলিশের সুখিয়াপোখরি থানার পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালায় ভারতীয় সেনার 'ত্রিশক্তি কর্পস' ৷ গোপন সূত্রে আসা খবরের ভিত্তিতে ভারত-নেপাল সীমান্ত (India Nepal Border) লাগোয়া পশুপতি মার্কেটের নিকটবর্তী একটি এলাকা থেকে মন বাহাদুর গুরুংকে গ্রেফতার করা হয় ৷

শনিবার ধৃতকে দার্জিলিং জেলা আদালতে পেশ করে পুলিশ ৷ আদালতে জামিনের আবেদন করেন মন ৷ কিন্তু, বিচারক তাঁর জামিনের আবেদন খারিজ করে দেন এবং সাতদিনের জন্য মন বাহাদুর গুরুংকে পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন ৷ পুলিশ হেফাজতে ধৃতকে জেরা করা হবে ৷ মন বাহাদুর গুরুং একাই এই প্রতারণার কারবার চালাচ্ছিলেন, নাকি তাঁর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছেন, তা খতিয়ে দেখবেন গোয়েন্দারা ৷

প্রসঙ্গত, চলতি মাসেই শিলিগুড়ি সংলগ্ন খড়িবাড়ি থানা এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয় ৷ সেই ব্যক্তিও সেনা আধিকারিকের পরিচয় ভাঁড়িয়ে প্রতারণা করতেন বলে অভিযোগ ৷ বারবার এমন ঘটনা ঘটায় উদ্বিগ্ন পুলিশ ও সেনাবাহিনী ৷ তবে, আরও উদ্বেগের বিষয় হল, মন বাহাদুর গুরুং আদতে নেপালের বাসিন্দা ৷ তাঁর কাছ থেকে উদ্ধার করা হয়েছে ভারতীয় নাগরিকত্বে জাল পরিচয়পত্র এবং ভারতীয় সেনায় নিয়োগের ভুয়ো নথি ৷ একজন বিদেশি নাগরিকের হাতে এই সমস্ত জিনিস কীভাবে পৌঁছল, তারই উত্তর খুঁজছেন সেনার গোয়েন্দা ও পুলিশের তদন্তকারী আধিকারিকরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.