ETV Bharat / state

কোরোনা সংক্রমণ রুখতে বাড়তি সতর্কতা দার্জিলিং চিড়িয়াখানায়

author img

By

Published : Apr 9, 2020, 12:09 AM IST

কোরোনা সংক্রমণ রুখতে বাড়তি সতর্কতা দার্জিলিং চিড়িয়াখানায়
কোরোনা সংক্রমণ রুখতে বাড়তি সতর্কতা দার্জিলিং চিড়িয়াখানায়

সেন্ট্রাল জ়ু অথরিটির তরফে পাঠানো নির্দেশিকায় চিড়িয়াখানাগুলিতেও কোরোনা নিয়ে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে । সেই মতো বাড়তি সর্তকতা দার্জিলিং চিড়িয়াখানায় ।

দার্জিলিং, 8 এপ্রিল: নিউইউর্কে একটি বাঘ কোরোনায় আক্রান্ত হওয়ার পর চূড়ান্ত সতর্কতা দার্জিলিং চিড়িয়াখানাতেও । সেন্ট্রাল জ়ু অথরিটির তরফে পাঠানো নির্দেশিকায় চিড়িয়াখানাগুলিতেও কোরোনা নিয়ে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে ।

দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জ়ুলজিক্যাল পার্কের ডিরেক্টর রাজেন্দ্র জাখর বলেন, "কোরোনা নিয়ে ইতিমধ্যেই বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে । পরিছন্নতা বজায় রাখার পাশাপশি স্বাস্থ্যবিধি মেনেই সবকিছু করা হচ্ছে । চিড়িয়াখানার কর্মীরা চিড়িয়াখানাতেই থাকছেন । মাস্ক, গ্লাভস পরে দূরত্ব বজায় রেখে কাজ করছেন । এনক্লোজ়ারে গিয়ে পরিছন্নতা বজায় রাখা, পশুপাখিদের খাবার দেওয়ার কাজ করা হচ্ছে । মেনু বদল হয়েছে আগেই । কাটা মাংস বাইরে থেকে না এনে চিড়িয়াখানাতেই পশুদের দু'দিন রেখে নির্দিষ্ট স্থানে সতর্কতা মেনে কাটা হচ্ছে ।"

কোরোনা নিয়ে সতর্কতার জেরে লকডাউনের আগেই এই চিড়িয়াখানায় প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল । এরপর শুরু হয় লকডাউন । তারপরও চিড়িয়াখানার পশু-পাখিদের মধ্যে কোরোনা সংক্রমণ যাতে না ঘটে সেদিকটা খেয়াল রাখতেই বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.