ETV Bharat / state

Historical Coins Exhibition: হাজারের বেশি ঐতিহাসিক মুদ্রার সম্ভার নিয়ে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে প্রদর্শনী

author img

By

Published : Mar 15, 2023, 9:51 PM IST

Historical Coins Exhibition in NBU ETV BHARAT
Historical Coins Exhibition in NBU

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অক্ষয়কুমার মৈত্রেয় হেরিটেজ মিউজিয়ামের তরফে মেগা মুদ্রা প্রদর্শনীর আয়োজন করা হল (Historical Coins Exhibition in NBU) ৷ ভারতবর্ষের প্রথম মুদ্রা কী ছিল ? কবে সর্বপ্রথম মুদ্রার প্রচলন শুরু হয় ? এসব তথ্য পাওয়া যাবে এই প্রদর্শনীতে ৷ থাকবে সেই সব মুদ্রাও ৷ ছাব্বিশ-শো বছর আগে গার্ন্ধব আমলে প্রথম মুদ্রার প্রচলন শুরু হয়েছিল ৷

ঐতিহাসিক মুদ্রার সম্ভার

দার্জিলিং, 15 মার্চ: অতীতে ভারতের সংস্কৃতি, আর্থ-সামাজিক অবস্থা, কোন সময়ে, কোন রাজা ভারতে রাজত্ব করেছেন ? সেইসব তথ্য জানা যায় একটি মুদ্রা থেকে ৷ ছাব্বিশ-শো বছর আগে গার্ন্ধব আমলে প্রথম মুদ্রার প্রচলন শুরু হয়েছিল ৷ তাও আবার সোনার ৷ এমনই সব অবাক করা তথ্য মেলে মুদ্রা থেকে ৷ আর এমনই ঐতিহাসিক মুদ্রার বিশাল ভান্ডার নিয়ে প্রদর্শনীর আয়োজন করল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ (Collection of More than 1000 Historical Coins) ৷ মূলত উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অক্ষয়কুমার মৈত্রেয় হেরিটেজ মিউজিয়ামের তরফে ওই মেগা মুদ্রা প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল ৷ সেই প্রদর্শনী দেখতে শহরের একাধিক স্কুলের পড়ুয়াদের ভিড় উপচে পড়ে বিশ্ববিদ্যালয়ে ৷

একটা মুদ্রা থেকে নাকি সেই সময়কার আর্থ সামাজিক পরিস্থিতি সম্পর্কে সব জানা যায় ৷ অতীতে ভারতের সংস্কৃতি, আর্থ-সামাজিক অবস্থা, কোন সময়ে, কোন রাজা ভারতে রাজত্ব করেছেন ? সেইসব তথ্য জানা যায় একটি মুদ্রা থেকে ৷ ভারতবর্ষের প্রথম মুদ্রা কী ছিল বা কবে সর্ব প্রথম মুদ্রার প্রচলন শুরু, তা অনেকেরই অজানা ৷ আবার স্বাধীনতা আন্দোলনের সময় নেতাজি সুভাষচন্দ্র বসু ব্রিটিশদের বিরুদ্ধে আলাদা মুদ্রার প্রচলন শুরু করেছিলেন ৷ আর ঐতিহাসিক ভারতের নানান সময়ে মুদ্রার সম্ভার ও সেগুলির ইতিহাস নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করেছিল ৷

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের হেরিটেজ মিউজিয়ামের তত্ত্বাবধায়ক ড: মলয় সাহা জানিয়েছেন, এই ধরনের মেগা মুদ্রা প্রদর্শনী আগে কখনও হয়নি ৷ ভারতের ইতিহাসের বিভিন্ন সময় থেকে ব্রিটিশ সাম্রাজ্যের নানান মুদ্রা রয়েছে এই প্রদর্শনীতে ৷ এর বাইরে বিভিন্ন দেশের মুদ্রার প্রদর্শনী উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে হচ্ছে ৷ প্রচুর পড়ুয়া সেই প্রদর্শনী থেকে ভারতের আর্থ-সামাজিক পরিস্থিতি সম্পর্কে জ্ঞান অর্জন করছেন বলে জানিয়েছেন মিউজিয়ামের তত্ত্বাবধায়ক ৷

মুদ্রা বিজ্ঞানী শিবাজী বন্দ্যোপাধ্যায় বলেন, "ভারতের প্রথম মুদ্রা থেকে সম্রাট অশোক, কনিষ্ক, মৌর্য্য ও গুপ্ত সাম্রাজ্য সমস্ত রকমের মুদ্রা এখানে প্রদর্শীত হচ্ছে ৷ একটা মুদ্রা থেকে সেই সময়ের অনেক তথ্য খুব অনায়াসে জানা যায় ৷ কার রাজত্ব, সেই সময়ের আর্থ-সামাজিক অবস্থা কেমন ছিল, সংস্কৃতি কেমন ছিল ? সব জানা যায় ৷ খুব ভালো প্রদর্শনী হয়েছে ৷" গবেষক অন্তর্লীনা ভট্টাচার্য জানিয়েছেন, এই প্রদর্শনী থেকে সকলে খুবই সমৃদ্ধ হবেন ৷ অনেক কিছু জানার রয়েছে ঐতিহাসিক ভারত ও বাংলা সম্পর্কে ৷

আরও পড়ুন: হাতে আড়াই হাজার মুদ্রা, মিউজ়িয়াম তৈরিই লক্ষ্য মালদার সুবীরবাবুর

প্রদর্শনীতে মোট সাত থেকে আট জন মুদ্রা গবেষক অংশ নিয়েছিলেন ৷ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তাঁরা ওই মুদ্রা সংগ্রহ করে নিয়ে এসেছিলেন ৷ ভারতের মুদ্রার পাশাপাশি ব্রিটিশ রাজা জর্জ 5, রাজা জর্জ 6, রানি ভিক্টোরিয়া-সহ স্বাধীন ভারতের প্রথম মুদ্রা ও স্ট্যাম্পও সেখানে প্রদর্শীত হয়েছে ৷ বাংলার ইতিহাসের মধ্যে কোচ সাম্রাজের রাজা নরনারায়ণ, লক্ষ্মীনারায়ণ, প্রাণনারায়ণ আমলের মুদ্রা ছিল ৷ অহম সাম্রাজের একাধিক মুদ্রার সম্ভার সেখানে ছিল ৷ সঙ্গে জাপানের মুদ্রাও ছিল প্রদর্শনীতে ৷ কিন্তু, এসবের মধ্যে গার্ন্ধব জনপদের মুদ্রা সব থেকে বেশি আকর্ষণের কেন্দ্রে ছিল ৷ সব মিলিয়ে প্রায় এক হাজারের বেশি ঐতিহাসিক মুদ্রা সেখানে প্রদর্শীত হয়েছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.