ETV Bharat / state

Division of Bengal: 'বিজেপি সবসময় ছোট রাজ্য চায়', সাংসদের মন্তব্যে জল্পনা

author img

By

Published : Nov 9, 2022, 5:44 PM IST

Division of Bengal Jalpaiguri MP Jayanta Kumar Roy claims BJP Always Supports Small States
Division of Bengal: 'বিজেপি সবসময় ছোট রাজ্য চায়', সাংসদের মন্তব্যে জল্পনা

আবারও বাংলা ভাগ (Division of Bengal) নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গেল ৷ এবারের বক্তা জলপাইগুড়ির সাংসদ তথা বিজেপি নেতা জয়ন্ত রায় (Jayanta Kumar Roy) ৷ বুধবার তিনি বলেন, "বিজেপি সবসময়েই ছোট রাজ্য গঠনের পক্ষে ৷"

শিলিগুড়ি, 9 নভেম্বর: "বিজেপি সবসময়েই ছোট রাজ্য গঠনের পক্ষে থাকে ৷ এতে প্রশাসনিক কাজ চালাতে সুবিধা হয় এবং উন্নয়নের কাজে গতি আসে ৷ তাই অনেক সময় ছোট রাজ্য তৈরি করা জরুরি হয়ে পড়ে ৷" গ্রেটার নেতা অনন্ত মহারাজের (Ananta Maharaj) পর এবার রাজ্যভাগ (Division of Bengal) নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন জলপাইগুড়ির সাংসদ তথা বিজেপি নেতা জয়ন্ত রায় (Jayanta Kumar Roy) ৷

বুধবার শিলিগুড়িতে রেলের একটি অনুষ্ঠানে যোগ দিতে আসেন জয়ন্ত ৷ সেই সময়েই সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যভাগ নিয়ে মন্তব্য করেন তিনি ৷ বলেন, "অনন্ত মহারাজ বিজেপি-এর কেউ নন ৷ তবে, তিনি উত্তরবঙ্গের একজন বড় নেতা ৷ তাঁর কাছে অনেক মানুষ আছেন ৷ নিজেদের দাবি-দাওয়া জানান ৷ হয়তো তারই প্রেক্ষিতে তিনি কোনও মন্তব্য করেছেন ৷ কিন্তু, আমি বিজেপি-এর সঙ্গে যুক্ত ৷ এবং আমি জানি যে রাজ্যভাগ নিয়ে রাজনৈতিকভাবে আমরা কোনও সিদ্ধান্ত নিইনি ৷ এ নিয়ে আমাদের দলে এমন কোনও কথা হয়নি, যা প্রকাশ্যে উল্লেখ করা যেতে পারে ৷"

আরও পড়ুন: অনন্ত মহারাজের উলটো সুর সুকান্তের গলায়, ওড়ালেন বঙ্গভঙ্গের সম্ভাবনা

উল্লেখ্য, সম্প্রতি অনন্ত মহারাজ দাবি করেছিলেন, রাজ্যভাগ হয়ে গিয়েছে ! উত্তরবঙ্গের পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল হওয়াটা এখন শুধুই সময়ের অপেক্ষা ! যদিও পরে অনন্ত মহারাজের এই দাবি খারিজ করে দেন বিজেপি-এর রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ বুধবার একই সুর শোনা গিয়েছে জয়ন্ত রায়ের গলাতেও ৷ কিন্তু, একইসঙ্গে তাঁরা বার্তা, বিহার ভেঙে যদি ঝাড়খণ্ড এবং অন্ধ্রপ্রদেশ ভেঙে যদি তেলাঙ্গানা গঠিত পারে, তাহলে বাংলাই বা ভাগাভাগি হবে না কেন ! আর এই ইস্যুতে উন্নয়নকে শিখণ্ডী করেছেন তিনি ৷ সাংসদের দাবি, বিভক্ত হওয়ার পরই ঝাড়খণ্ড, বিহার, তেলাঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের উন্নতি ত্বরান্বিত হয়েছে ৷ আর এই কারণেই বিজেপি সর্বদা ছোট রাজ্যের পক্ষে সওয়াল করে বলে জানিয়েছেন তিনি ৷

সাংসদের ইঙ্গিপূর্ণ মন্তব্য !

প্রসঙ্গত, ইতিমধ্যে বিজেপি-এর একাধিক নেতা, মন্ত্রীকে উত্তরবঙ্গকে আলাদা রাজ্য অথবা কেন্দ্রশাসিত রাজ্য হিসাবে স্বীকৃতি দেওয়ার পক্ষে সওয়াল করতে শোনা গিয়েছে ৷ রাজনৈতিক মহলের যুক্তি, যেহেতু উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেসের তুলনায় বিজেপি শক্তিশালী (সাম্প্রতিক নির্বাচনের ফল অনুসারে) তাই বঞ্চনার অভিযোগে রাজ্যভাগের জিগির তুলতে চাইছে গেরুয়া শিবির ৷ যা ঠেকাতে মরিয়া শাসক তৃণমূল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.