ETV Bharat / state

Darjeeling Toy Train: পাহাড়ে ধস! 12 সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত টয় ট্রেন পরিষেবা

author img

By

Published : Sep 7, 2022, 12:06 PM IST

Darjeeling Toy Train
ভূমিধসের কারণে 12 সেপ্টেম্বর পর্যন্ত টয় ট্রেন পরিষেবা স্থগিত

কার্সিয়াং এবং তিনধরিয়া অঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধস ৷ আর তাই এনজেপি (New Jalpaiguri Junction) থেকে দার্জিলিংয়ের মধ্যে টয় ট্রেন পরিষেবা 12 সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত থাকবে (Toy Train Service)।

দার্জিলিং, 12 সেপ্টেম্বর: দার্জিলিং পাহাড়ের তিনধরিয়ার 17 মাইল ভূমিধস সাইটের মেরামত এবং টয় ট্রেন রুটের মেরামতের কাজ শেষ না হওয়ার কারণে এনজেপি (New Jalpaiguri Junction) থেকে দার্জিলিং এবং দার্জিলিং থেকে এনজেপি টয় ট্রেন পরিষেবা (Toy Train Service) 12 সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত থাকবে ।

উল্লেখযোগ্যভাবে, 31শে অগস্ট রাতে কার্সিয়াং এবং তিনধরিয়া অঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে, দার্জিলিং পাহাড়ের কার্সিয়াং মহকুমা অঞ্চলের তিনধরিয়ায় 17 মাইলে একটি বড় ভূমিধসের ঘটনা ঘটে ৷ এর জেরে পাহাড়ের একটি বড় অংশ এবং কাদা রেলওয়ে বিধ্বস্ত হয়েছিল । রুট এবং ট্র্যাক অনুসারে, 1 সেপ্টেম্বর থেকে এনজেপি থেকে দার্জিলিং-এর মধ্যে কোনও সরাসরি টয় ট্রেন পরিষেবা নেই ৷

ভূমিধসের কারণে 12 সেপ্টেম্বর পর্যন্ত টয় ট্রেন পরিষেবা স্থগিত

আরও পড়ুন: দার্জিলিং চায়ের পেয়ালায় চুমুক দিয়ে জঙ্গল সাফারি

এর আগে, রেলওয়ে 6 সেপ্টেম্বর পর্যন্ত টয় ট্রেন স্থগিত করার ঘোষণা করেছিল কিন্তু আজ 17 মাইলে ভূমিধস বিধ্বস্ত রেল রুট সাইটে রেলপথের মেরামতের কাজ চলায় ট্রেনের মেয়াদ হাড়ানো হয়েছে ৷ প্রসঙ্গত, দার্জিলিঙের (Darjeeling) পাহাড়ি পথে এই ভূমিধসে (Landslide) এনজেপি থেকে দার্জিলিঙের মধ্যে টয় ট্রেন পরিষেবা (Toy Train Service) ব্যাহত হওয়ার পাশাপাশি এলাকার বেশ কয়েকটি বাড়ি ও দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ রাস্তার বেশ খানিকটা অংশ ভেঙে গিয়েছে ৷ ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত বাড়িগুলির সদস্যদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷ তাঁদের আশঙ্কা অবিলম্বে ধস মেরামতের কাজ শুরু না করা হলে আরও বড় ক্ষতি হতে পারে ৷ বাসিন্দারা জানিয়েছেন, ধসের খবর পাওয়ার পরই এলাকার জনপ্রতিনিধি এবং রেলের আধিকারিকরা ঘটনাস্থল ঘুরে গিয়েছেন ৷ তাঁরা সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন ৷

প্রসঙ্গত, কার্শিয়াং-এর তিনধারিয়ার কাছে রেলওয়ে ট্র্যাকের উপর হঠাৎ পাহাড় থেকে ধস নামে ৷ ফলে দার্জিলিং থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত ডাউন টয় ট্রেন পরিষেবা সাময়িক ব্যাহত হয়েছিল ৷ ধসের জেরে গাছ পড়ে যায় ট্রেন লাইনে ৷ যার ফলে কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় পরিষেবা ৷ বর্ষাকালে প্রায়ই পাহাড়ে এরকম ধসের ঘটনা ঘটে ৷ এর ফলে অসুবিধায় পড়তে হয় পর্যটকদের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.