ETV Bharat / state

22 দিন পর ফের স্টিম ইঞ্জিন নিয়ে ছুটছে টয়ট্রেন

author img

By

Published : Dec 3, 2019, 11:23 PM IST

toy train darjeeling
হেরিটেজ টয়ট্রেন ফিরে পেল ফুসফুস, 22 দিন পর ফের স্টিম ইঞ্জিন নিয়ে ছুটছে টয়ট্রেন

হেরিটেজ দার্জিলিং টয়ট্রেন ফিরে পেল ফুসফুস । 22 দিন বন্ধ থাকার পর মঙ্গলবার থেকে ফের দার্জিলিং হিমালয়ান রেলের টয়ট্রেন বাষ্পচালিত ইঞ্জিন নিয়ে ছুটতে শুরু করল । স্টিম ইঞ্জিন দার্জিলিং হেরিটেজ টয়ট্রেনের ফুসফুস । ডিএইচআরের কয়লা শ্রমিকদের কর্মবিরতির জেরে এই ট্রেনকে স্টিম ইঞ্জিন ছাড়াই অন্তত তিন সপ্তাহ ছুটতে হয়েছে । ফলে পর্যটকদের আক্ষেপ করতে হয়েছিল ।

দার্জিলিং, 3 ডিসেম্বর : 22 দিন বন্ধ থাকার পর মঙ্গলবার থেকে ফের দার্জিলিং হিমালয়ান রেলের প্রাণ, টয়ট্রেন, ছুটতে শুরু করল স্টিম ইঞ্জিন নিয়ে ৷ DHR কয়লা শ্রমিকদের কর্মবিরতির জেরে 11 নভেম্বর থেকে বন্ধ হয়ে যায় স্টিম ইঞ্জিন চালিত টয় ট্রেন ৷ তবে তিন সপ্তাহ পর আবার ফুসফুস, তথা স্টিম ইঞ্জিন ফিরে পেল দার্জিলিং পর্যটনের প্রাণ টয় ট্রেন ৷

পশ্চিমবঙ্গ পর্যটনের অন্যতম আকর্ষণ দার্জিলিঙের টয় ট্রেন, 1999 সালের 5 ডিসেম্বর ওয়ার্লড হেরিটেজের মর্যাদা পায় UNESCO-র তরফ থেকে ৷ এই মর্যাদা প্রাপ্তির 20 বছর উৎযাপন উপলক্ষে 6 নভেম্বর থেকে বিভিন্ন কর্মসূচি অবলম্বন করা হয় দার্জিলিং হিমালয়ান রেলের পক্ষ থেকে ৷ তবে রেলের ঠিকা শ্রমিকদের আন্দোলনের জেরে 11 নভেম্বর থেকে ফুসফুস, স্টিম ইঞ্জিন ছাড়াই ছুটতে হয় হেরিটেজ টয়ট্রেনকে ৷ ফলে এই ভরা পর্যটন মরশুমে দার্জিলিঙে আসা পর্যটকদের দুধের স্বাদ মেটাতে হয় ঘোলে ৷ এই প্রসঙ্গে দার্জিলিং রেল স্টেশন ম্যনেজার সুমন প্রধান রেলের তরফে পর্যটকদের কাছে ক্ষমা চেয়ে বলেন, যে, সমস্যা মিটে গিয়েছে এবং দার্জিলিং থেকে ঘুম পর্যন্ত টয়ট্রেনের জয়রাইড পুনরায় শুরু হয় ৷ বাষ্প চালিত ইঞ্জিনের পাশাপাশি জয়রাইড হয় ডিজ়েল ইঞ্জিনে ৷

হেরিটেজ টয়ট্রেন ফিরে পেল ফুসফুস, 22 দিন পর ফের স্টিম ইঞ্জিন নিয়ে ছুটছে টয়ট্রেন

DHR সুত্রে জানা যায় যে পর্যটন মরসুমে বাষ্প চালিত ইঞ্জিনে জয়রাইডের ট্রিপ হয় ছয়টি । বছরের অন্যান্য সময়ে স্টিম ইঞ্জিন নিয়ে দুটি এবং ডিজ়েল ইঞ্জিন নিয়ে হয় একটি জয়রাইড ট্রিপ । স্টিম ইঞ্জিন চালিত হেরিটেজ টয়ট্রেনের জয়রাইডের আনন্দ নিতে ভাড়া দিতে হয় সাধারণ কোচের জন্য মাথাপিছু 1500 টাকা এবং ভিস্তা ডোমা নামে বিশেষ কোচের জন্য 1600 টাকা ৷ আপাতত, দার্জিলিং থেকে ঘুমের উদ্দেশ্যে সকাল নটা পঁচিশ মিনিটে একটি ও দুপুর দুপুর একটা পঞ্চাশ মিনিটে একটি বাষ্প চালিত ইঞ্জিন নিয়ে ছুটছে দার্জিলিংয়ের হেরিটেজ । এছাড়া ডিজ়েল ইঞ্জিন নিয়ে ছুটছে দুপুর বারোটা নাগাদ । বৃহস্পতিবার, 5 ডিসেম্বর শেষ হচ্ছে ডিএইচআরের হেরিটেজ তকমার 20 বছর উৎযাপনের মাসভর কর্মসূচি ৷ শেষ দিনে পর্যটকদের জন্য রয়েছে টয়ট্রেনে নাচ-গানের মতো সাংস্কৃতিক অনুষ্ঠান, রান ফর DHR-এর মতন কর্মসূচি ৷ এছাড়াও দার্জিলিংয়ের চৌরাস্তায় হতে চলেছে বিশেষ অনুষ্ঠান ও স্থানীয় চিত্র শিল্পীদের ডিএইচআর সম্পর্কিত চিত্রকলার প্রদর্শনী ৷ পর্যটকদের কাছে টয়ট্রেনকে আরও আকর্ষণীয় করে তুলতেই এরকম উদ্যোগ বলে জানানো হয় DHR-এর তরফে ।

Intro:হেরিটেজ টয়ট্রেন ফিরে পেল ফুসফুস,
22 দিন পর ফের স্টিম ইঞ্জিন নিয়ে ছুটছে টয়ট্রেন

দার্জিলিং, 3 ডিসেম্বর : হেরিটেজ দার্জিলিং টয়ট্রেন ফিরে পেল ফুসফুস।
22 দিন বন্ধ থাকার পর মঙ্গলবার থেকে ফের দার্জিলিং হিমালয়ান রেলের টয়ট্রেন বাষ্পচালিত ইঞ্জিন নিয়ে ছুটতে শুরু করল । স্টিম ইঞ্জিন দার্জিলিং হেরিটেজ টয়ট্রেনের ফুসফুস । ডিএইচআরের কয়লা শ্রমিকদের কর্মবিরতির জেরে এই ট্রেনকে স্টিম ইঞ্জিন ছাড়াই অন্তত তিন সপ্তাহ ছুটতে হয়েছে । ফলে পর্যটকদের আক্ষেপ করতে হয়েছিল । Body:ইউনেস্কোর তরফে 1999 সালের 5 ডিসেম্বর দার্জিলিং হিমালয়ান রেল বা ডিএইচআরকে ওয়র্ল্ড হেরিটেজের মর্যাদা দেওয়া হয়। এর 20 বছর উৎযাপন উপলক্ষে রেলের তরফে 6 নভেম্বর থেকে শুরু হয়েছে বিভিন্ন কর্মসূচি । এরই মধ্যে 11 নভেম্বর থেকে রেলের ঠিকা শ্রমিকদের আন্দোলনের জেরে স্টিম ইঞ্জিন ছাড়াই ছুটতে হয় টয়ট্রেনকে । ফলে এই সময় ভাড়া পর্যটন মরসুমে দার্জিলিংয়ে আসা পর্যটকদের দুধের স্বাদ ঘোলে মেটাতে হয় । এজন্য এদিন রেলের তরফে দার্জিলিং রেল স্টেশন ম্যনেজার সুমন প্রধান পর্যটকদের কাছে ক্ষমাও চেয়ে নেন । তিনি বলেন, সমস্যা মিটে গেছে ।
দার্জিলিং থেকে ঘুম পর্যন্ত টয়ট্রেনের জয়রাইড রান হয় । বাষ্প চালিত ইঞ্জিন ছাড়াও ডিজেল ইঞ্জিনে জয়রাইড হয় । পর্যটন মরসুমে জয়রাইডের ছয়টি ট্রিপ হয় বাষ্প চালিত ইঞ্জিনে। পর্যটন মরসুম ছাড়া স্টিম ইঞ্জিন নিয়ে দুটি এবং ডিজেল ইঞ্জিন নিয়ে একটি জয়রাইড ট্রিপ হয় । পর্যটন মরসুমে বাষ্পচালিত ইঞ্জিন নিয়ে ছয়টি ট্রিপ এবং ডিজেল ইঞ্জিন নিয়ে তিনটি ট্রিপ দেয় টয়ট্রেন বলে ডিএইচ আর সুত্রে জানা গেছে । স্টিম ইঞ্জিন চালিত টয়ট্রেনে জয়রাইডে একজনের ভাড়া 1500 টাকা । ভিস্তা ডোমা নামে বিশেষ কোচে একজনের ভাড়া 1600 টাকা । এখন দার্জিলিং থেকে ঘুমের উদ্দেশ্যে সকাল নয়টা পঁচিশ মিনিটে একটি ও দুপুর দুপুর একটা পঞ্চাশ মিনিটে একটি বাষ্প চালিত ইঞ্জিন নিয়ে ছুটছে টয়ট্রেন । দুপুর বারোটা নাগাদ ডিজেল ইঞ্জিন নিয়ে ছুটছে। Conclusion:এদিকে, বৃহস্পতিবার, 5 ডিসেম্বর ডিএইচআরের হেরিটেজ তকমার 20 বছর উৎযাপনের মাসভর কর্মসূচির শেষ হচ্ছে । সমাপ্তি কর্মসূচিতে থাকছে টয়ট্রেনে নাচ-গানের মতো সাংস্কৃতিক অনুষ্ঠান । হবে রান ফর ডিএইচআর । এছাড়াও দার্জিলিংয়ের চৌরাস্তায় বিশেষ কর্মসূচি হবে । স্থানীয় চিত্র শিল্পীদের ডিএইচআর সম্পর্কিত চিত্রকলার প্রদর্শনীর হবে । পর্যটকদের কাছে টয়ট্রেনকে আরও আকর্ষণীয় করে তুলতেই এই কর্মসূচি নেয় ডিএইচআর।


ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.