ETV Bharat / state

অসম থেকে ফিরে NRC নিয়ে চড়া সুর, আদালতে যাচ্ছেন বিনয়রা

author img

By

Published : Sep 18, 2019, 11:47 PM IST

বিনয় তামাং

NRC থেকে এত মানুষের নাম বাদ যাওয়াটা "যতটা না প্রযুক্তিগত ত্রুটির জন্য তার থেকে বেশি হিউম্যান এররের কারণে ৷" অসম থেকে ফিরে মন্তব্য বিনয় তামাং-এর ৷

দার্জিলিং, 18 সেপ্টেম্বর : অসমে NRC থেকে বাদ পড়েছে 19 লাখ মানুষের নাম ৷ NRC থেকে এত মানুষের নাম বাদ যাওয়াটা "যতটা না প্রযুক্তিগত ত্রুটির জন্য তার থেকে বেশি হিউম্যান এররের কারণে ৷" অসম থেকে ফিরে মন্তব্য গোর্খা জনমুক্তি মোর্চার বিনয় তামাং-এর ৷ বাদ পড়াদের NRC-র অন্তর্ভুক্ত করা হোক এই মর্মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিতে চান তারা ৷ সেই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দিল্লি গিয়ে দেখাও করতে চান ৷

চারদিনের সফরে ছয় জেলায় পরিদর্শনে যান বিনয়বাবু ৷ আজ দার্জিলিং-এ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, যাদের নাম বাদ পড়েছে তাঁদের ফের সুযোগ দেওয়া হবে ৷ কিন্তু তারজন্য তাঁদের আদালতের দ্বারস্থ হতে হবে ৷ 120 দিনের সময়সীমা মিলবে ৷ এই নির্দিষ্ট সময়ের মধ্যে প্রমাণ করতে হবে যে তারা ভারতের নাগরিক ৷

দেখুন ভিডিয়ো

তামাং-এর দাবি, মুখ্যমন্ত্রীর সঙ্গেও ফোনে কথা বলেছেন তিনি । পুজোর পরে কলকাতায় রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেসের সঙ্গেও মোর্চার আলোচনা হবে ।

Intro:অসম থেকে ফিরে এনআরসি নিয়ে চড়া সুর, আদালতে যাচ্ছেন বিনয়রা

দার্জিলিং, ১৮ সেপ্টেম্বর : অসমে এনআরসি থেকে ১৯ লাখ লোকের নাম বাদ যতটা না টেকনিক্যাল তার থেকে বেশি হিউম্যান এরর । বুধবার দার্জিলিংয়ে জানালেন বিনয় তামাঙ। বাদ পড়া ওইসব লোকেদের নাম ফের এনআরসিতে অন্তর্ভুক্তির দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়া থেকে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সঙ্গে দিল্লিতে গিয়ে দেখা করতে চান তাঁরা । পাশাপাশি এনআরসি ইস্যুতে এবার আদালতের শরণাপন্ন হচ্ছেন তাঁরা । Body:চার দিনের অসম সফরে ছয় জেলা পরিদর্শন করে পাহাড়ে ফিরে এসে বুধবার দার্জিলিংয়ে একথা বলেন বিনয় তামাঙ। বলেন, অসমের ভারতীয় নাগরিক সুরক্ষা মঞ্চের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আদালতের যাচ্ছেন তাঁরা । সুপ্রিমকোর্টে বা ট্রাইবুনাল কোর্টের শরণাপন্ন হওয়ার জন্য মোটা অঙ্কের অর্থ লাগলেও এজন্য অসমের ভুক্তভোগীদের কাছ থেকে এক টাকাও নেওয়া হবে না । কেননা, ওইসব ভুক্তভোগীদের সিংহভাগেরওই ওই টাকা দেওয়ার সামর্থ এখন আর নেই । বিনয় তামাঙ বলেন, এনআরসি থেকে বাদ পড়া গোর্খা সম্প্রদায়ের জন্য তাঁরা ১৫ জনের প্রতিনিধি দল চারদিন আগেই অসমে গিয়েছিলেন । সেখানে ভুক্তভোগী সহ বিভিন্ন লোকেদের সঙ্গে কথা বলেছেন। ভারতীয় নাগরিক সুরক্ষা মঞ্চের সঙ্গেও কথা হয় । বিনয় বলেন, এই পরিদর্শনের পর তাঁরা ঠিক করেছেন, কেবল গোর্খা নয়, এনআরসি থেকে বাদ পড়া অন্যান্য সম্প্রদায়ের জন্যও লড়বেন তাঁরা । তাঁর দাবি, এনিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গেও ফোনে কথা বলেছেন তিনি । পুজোর পরে কলকাতায় রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেসের সঙ্গেও মোর্চার আলোচনা হবে । অসমের কায়দায় পশ্চিমবঙ্গে কোনোমতেই এনআরসি লাগু হতে দেবেন না তাঁরা বলেও এদিন ফের জানিয়েছেন বিনয় ।Conclusion:মোর্চার (বিনয়পন্থী) সভাপতি বলেন, অসমের এনআরসি নিয়ে আদালতের শরণাপন্ন হওয়ার জন্য ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছেন তাঁরা । তবে শুধু আইনি পথেই নয়, রাজনৈতিক ও প্রশাসনিকভবেও লড়াই চালানোর পক্ষে মোর্চা ।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.