ETV Bharat / state

GJM May Ally With BJP: দাবি সেই পৃথক গোর্খাল্যান্ড, বিমল গুরুং কি বিজেপি মুখী ?

author img

By

Published : Nov 5, 2022, 11:00 AM IST

Updated : Nov 5, 2022, 12:08 PM IST

Bimal Gurung GJM May Ally With BJP Again in 2024 Lok Sabha Election
Bimal Gurung GJM May Ally With BJP Again in 2024 Lok Sabha Election

পৃথক গোর্খাল্যান্ড ইস্যুকে (Separate Gorkhaland Issue) হাতিয়ার করে ফের একবার বিজেপির সঙ্গে হাত মেলাতে পারেন বিমল গুরুং ? এমনই সম্ভাবনা তৈরি হয়েছে পাহাড়ের রাজনীতিতে (Bimal Gurung GJM May Ally With BJP) ৷ অন্তত গুরুংয়ের বক্তব্যের পর এমনটাই মনে করছে রাজনৈতিকমহল ৷

শিলিগুড়ি, 5 নভেম্বর: 2 বছরের মধ্যে ফের তৃণমূলের প্রতি 'মোহভঙ্গ' বিমল গুরুংয়ের ! 2020’র শেষের দিকে বিজেপির সঙ্গ ত্যাগ করে রাজ্য ফিরেছিলেন গোর্খা জনমুক্তি মোর্চার (Gorkha Janmukti Morcha) সভাপতি ৷ 2021 বিধানসভা ও পৌরসভা ভোটে তৃণমূলের (TMC) সঙ্গে জোটে নির্বাচনে লড়েছিল তাঁর দল ৷ সেই মধুচন্দ্রিমায় জিটিএ নির্বাচনের সময় থেকে তেঁতো স্বাদ লাগতে শুরু করেছিল ৷ এবার পৃথক গোর্খাল্যান্ড ইস্যুকে (Separate Gorkhaland Issue) হাতিয়ার করে ফের গেরুয়া শিবিরের সঙ্গে হাত মেলাতে পারেন বিমল গুরুং (Bimal Gurung GJM May Ally With BJP) ৷ অন্তত দার্জিলিংয়ের রাজনৈতিকমহলে এমনই কানাঘুষ শুরু হয়েছে ৷

পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে কেন্দ্রীয় কমিটি তৈরি করার উদ্দেশ্যে উত্তর-পূর্ব ভারত পরিক্রমায় বেরবেন বিমল গুরুং ৷ শুক্রবার রাতে শিলিগুড়ি পৌঁছে এমনটাই ইঙ্গিত দিয়েছেন তিনি ৷ এ নিয়ে সাংবাদিক বৈঠকেই 2024 লোকসভা নির্বাচন নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্যও করেন গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি ৷ গুরুং বলেন, ‘‘রাজ্য বা কেন্দ্র কেউই পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধানের জন্য কাজ করেনি ৷ তবে, আমরা অপেক্ষায় আছি ৷ 2021 সালের আমরা প্রতিজ্ঞা করেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী দেখতে চাই ৷ সেটা পালন করেছি ৷’’

ফের 'বিজেপি মুখী' বিমল গুরুং !

আর এর পরেই প্রায় 180 ডিগ্রি অবস্থান বদল বিমল গুরুয়ের ৷ তিনি বলেন, ‘‘2024 সালে যে রাজনৈতিক দল আমাদের দাবি ও পাহাড়ের দাবি শুনবে আমরা তাদেরই সমর্থন করব ৷’’ আর এখানেই বিজেপির সঙ্গে জোট জল্পনাকে গুরুং জিইয়ে রাখলেন বলে মনে করে পাহাড়ের রাজনৈতিক মহল ৷ আর এখানেই বিজেপির সঙ্গে আঁতাতের একটা সম্ভাবনা দেখছে রাজনৈতিকমহল ৷ কারণ, বিমল গুরংয়ের পৃথক গোর্খাল্যান্ডের দাবিকে যে তৃণমূল সমর্থন করবে না, তা বলার প্রয়োজন পড়ে না ৷ সেখানে বিজেপি ফের একবার দার্জিলিং লোকসভাকে নিজেদের দখলে রাখতে, গোর্খা জনমুক্তি মোর্চার দাবিকে সমর্থন করতে পারে মনে করেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ ৷

আরও পড়ুন: পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে ফের ময়দানে বিমল গুরুং

এ নিয়ে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘‘আমরা পাহাড় ও পাহাড়বাসীর পাশে রয়েছি ৷ পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধান একমাত্র বিজেপি দিতে পারবে ৷ আজ পর্যন্ত যা করার বিজেপিই করেছে ৷’’ প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের আগে বিজেপির সঙ্গ ত্যাগ করে পাহাড়ে ফিরলেও, রাজনীতির মাটিতে বিমল গুরুংয়ের ভিত যে আলগা হয়ে গিয়েছিল, তা বিগত 3টি নির্বাচনে দেখা গিয়েছে ৷ এই অবস্থায় পাহাড়ে পঞ্চায়েত নির্বাচনে কোনও আঞ্চলিক দলের সঙ্গে জোট করে লড়াই করার বার্তা দিয়েছেন তিনি ৷ সেই সঙ্গে 2024 লোকসভার জন্য বিজেপির দরজাও খুলে রাখলেন বিমল গুরুং ৷

Last Updated :Nov 5, 2022, 12:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.