ETV Bharat / state

Bagdogra Airport : রানওয়ে মেরামতি শেষ, বাগডোগরায় পুনরায় চালু হচ্ছে বিমান পরিষেবা

author img

By

Published : Apr 25, 2022, 10:12 PM IST

Started Bagdogra International Airport
বাগডোগরা বিমানবন্দর

11 এপ্রিল থেকে রানওয়ে মেরামতের কারণে বন্ধ ছিল বাগডোগরা বিমানবন্দর ৷ নিত্য যাত্রীদের স্বস্তি ফিরে মঙ্গলবার পুনরায় চালু হচ্ছে বিমান পরিষেবা (Bagdogra Airport to resume from tommorow) ৷

দার্জিলিং, 25 এপ্রিল : অবশেষে ফিরল স্বস্তি ৷ মঙ্গলবার নির্ধারিত সময় থেকেই চালু হচ্ছে বাগডোগরা বিমানবন্দরের পরিষেবা (Bagdogra Airport to resume from tommorow)। প্রসঙ্গত, গত 11 এপ্রিল থেকে রানওয়ে মেরামতির কারণে বিমান পরিষেবা বন্ধ রাখা হয়েছিল । মেরামতি শেষে মঙ্গলবার থেকে ফের শুরু হচ্ছে বিমান পরিষেবা ৷

বিমানবন্দর কর্তৃপক্ষ তরফে জানিয়ে দেওয়া হয়েছিল, 25 এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে বিমান পরিষেবা । ওই সময়ে বিমানবন্দরের প্রায় তিন কিলোমিটারের রানওয়ে মেরামত ও সংস্কারের কাজ করা হবে । মূলত বর্ডার রোড অর্গানাইজেশন ওই মেরামত ও সংস্কারের কাজটি করবে । কাজের তত্ত্বাবধানে থাকবে বায়ুসেনা । টানা কাজ চলার পর সোমবার বিমানবন্দর কর্তৃপক্ষকে বিমান পরিষেবা মঙ্গলবার থেকে পুনরায় চালু করার জন্য ছাড়পত্র দেয় বায়ুসেনা । সেইমতো আগামিকাল থেকেই বাগডোগরা বিমানবন্দরে পরিষেবা চালু হবে বলে জানিয়েছেন ডিরেক্টর শুভ্রমণি পি ।

তবে বিমান পরিষেবা পুনরায় চালু হতেই আকাশছোঁয়া টিকিটের মূল্য । বাগডোগরা থেকে কলকাতা পর্যন্ত মাথাপিছু প্রতি টিকিটের দাম আট হাজার থেকে দশ হাজার টাকা হয়ে গিয়েছে । তবে এই পরিস্থিতি খুব বেশিদিন চলবে বলে মনে করছে না বিমানবন্দর কর্তৃপক্ষ ৷ বিমান পরিষেবা ধীরে ধীরে স্বাভাবিক হলে টিকিটের মূল্য ধীরে ধীরে কমে আসবে বলেই আশা তাঁদের ৷

নিত্য যাত্রীদের স্বস্তি ফিরে মঙ্গলবার পুনরায় চালু হচ্ছে বিমান পরিষেবা

আরও পড়ুন : অসুস্থ ও বয়স্কদের সুবিধার্থে বাগডোগরা বিমানবন্দরে চালু অ্য়াম্বুলিফ্ট পরিষেবা, খরচ কেমন ?

প্রসঙ্গত, বাগডোগরা বিমানবন্দর থেকে প্রতিদিন 28 জোড়া বিমান চলাচল হয়ে থাকে । মঙ্গলবার সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিমান পরিষেবা শুরু হবে । বাগডোগরা বিমানবন্দরে বিমান পরিষেবা স্বাভাবিক হওয়ায় অনেকটাই স্বস্তিতে পর্যটনমহলের পাশাপাশি নিত্যযাত্রীরাও । বাগডোগরা বিমানবন্দরের ডিরেক্টর শুভ্রমণি পি বলেন, "খুব দ্রুততার সঙ্গে বর্ডার রোড অর্গানাইজেশন রানওয়ে মেরামত ও সংস্কার কাজটি সেরেছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.