ETV Bharat / state

ঘরছাড়া বিজেপি কর্মীদের নিয়ে রাজ্যপালের দ্বারস্থ জন বারলা

author img

By

Published : Jun 24, 2021, 7:40 PM IST

alipurduar mp john barla meet with governor jagdeep dhankhar today in Darjeeling
দার্জিলিঙে ঘরছাড়া বিজেপি কর্মীদের নিয়ে রাজ্যপালের দারস্থ জন বারলা

রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে একাধিকবার সরব হয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড় । সেই নিয়ে এবার রাজ্যপালের দ্বারস্থ হয়েছেন বিজেপি সাংসদ জন বারলা ৷ সেখানে বিজেপি কর্মীদের উপর তৃণমূলের অত্যাচার এবং পুলিশি জুলুম নিয়ে ধনকড়ের কাছে অভিযোগ করেছেন তিনি ৷

দার্জিলিং, 24 জুন : ভোট পরবর্তী হিংসার ফলে ঘরছাড়া বিজেপির বহু নেতা ও কর্মী ৷ তেমনি বিজেপির একাধিক নেতা, কর্মী এবং পঞ্চায়েত সদস্যদের নিয়ে রাজ্যপালের দ্বারস্থ হলেন সাংসদ জন বারলা । বৃহস্পতিবার দার্জিলিং রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে বৈঠক করেন তিনি । এদিন আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম গ্রাম পঞ্চায়েতের সদস্যদের নিয়ে দার্জিলিং রাজভবনে যান বারলা ৷ তাঁদের মধ্যে গ্রাম পঞ্চায়েতের সদস্য, সঞ্চালক সহ অন্যান্যরা ছিলেন । সেখানে রাজ্যপালের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন তাঁরা ।

রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে একাধিকবার সরব হয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড় । সেই নিয়ে এবার রাজ্যপালের দ্বারস্থ হয়েছেন বিজেপি সাংসদ জন বারলা ৷ বর্তমানে রাজ্যপাল উত্তরবঙ্গ সফরে গিয়েছেন ৷ সেখানেই দার্জিলিং রাজভবনে তাঁর সঙ্গে পঞ্চায়েত সদস্য এবং বিজেপির নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে বৈঠক করেন জন বারলা ৷ বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জন বারলা বলেন, ‘‘এদিন কুমারগ্রাম গ্রাম পঞ্চায়েতের 10 জন সদস্যকে নিয়ে রাজ্যপালের কাছে যাই । তাঁরা সকলেই তৃণমূল কংগ্রেসের নেতাদের হুমকিতে ঘরছাড়া রয়েছেন । আমি তাঁদের নিজের বাড়িতে আশ্রয়ে রেখেছি । রাজ্যপালের কাছে এদিন তাঁরা নিজেদের সমস্যার কথা তুলে ধরেছেন’’ ৷

তিনি অভিযোগ করেছেন, বিজেপির প্রত্যেকে নেতা ও কর্মী তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের অত্যাচারে আতঙ্কিত । পুলিশ প্রশাসনও তাঁদের পাশে দাঁড়ায়নি বলে অভিযোগ করেছেন সাংসদ । অথচ আক্রান্ত বিজেপি কর্মীরা সবকিছুই জানিয়েছে পুলিশকে । জন বারলার অভিযোগ, পুলিশ পাল্টা ওই বিজেপি কর্মীদের তৃণমূলে যোগদান করতে জোর করেছে । তাঁরা কোনওরকম সাহায্য বা সুরক্ষা পুলিশ প্রশাসনের থেকে পাচ্ছেন না বলে রাজ্যপালের কাছে অভিযোগ জানিয়েছেন তাঁরা ৷

আরও পড়ুন : বিভেদের পক্ষে না হলেও মানুষের দাবিকে সমর্থন, বঙ্গভঙ্গ প্রসঙ্গে মত নিশীথের

ঘরছাড়াদের বিষয়ে জেলাশাসক সহ পুলিশ সুপারকেও বিষয়টি জানিয়েছেন তিনি । কিন্তু, কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন আলিপুরদুয়ারের সাংসদ ৷ তিনি আরও অভিযোগ করেছেন, থানার আইসি পাল্টা ফোন করে হুমকি দিচ্ছে বিজেপি কর্মীদের ৷ আজ পুরো বিষয়টি নিয়ে রাজ্যপালের কাছে স্মারকলিপি দিয়েছেন তাঁরা ৷ রাজ্যপাল ঘরছাড়া বিজেপি কর্মীদের সুবিচারের আশ্বাস দিয়েছেন ৷ তিনি জানিয়েছেন, আইন আইনের পথে চলবে । কারণ আইনের থেকে কেউ বড় নয় ৷ বৈঠকের পর রাজ্যপাল জগদীপ ধনকড় নিজে একটি টুইট করেছেন ৷ যেখানে তিনি লিখেছেন, পুলিশ প্রশাসন একটি রাজনৈতিক দলে হয়ে কাজ করলে তা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.