ETV Bharat / state

পাহাড় চূড়া থেকে মেঘের হাতছানি, ছুটি কাটানোর সেরা ঠিকানা হতে পারে 'অহলদাড়া'

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 9, 2024, 12:31 PM IST

Updated : Jan 10, 2024, 9:40 AM IST

Offbeat Destination: উত্তরবঙ্গের অফবিট জায়গাগুলোর মধ্যে অহলদাড়া অন্যতম ৷ মরশুম ছাড়াই দু'দিনের ছুটিতে সোলো ট্রিপ বা সঙ্গীকে নিয়ে ঘুরে আসতে পারেন এখানে ৷ তথ্য দিচ্ছে ইটিভি ভারত ৷

ETV Bharat
পাহাড় চূড়া থেকে মেঘের হাতছানি অহলদাড়া

Off Beat Destination
অফবিট জায়গা হিসেবে অহলদাড়া পছন্দ হবেই

দার্জিলিং, 9 জানুয়ারি: জনসমাগম ছেড়ে মানুষ এখন মিশে যেতে চায় শান্ত প্রকৃতির কোলে ৷ ছুটি পেলেই বেড়িয়ে পড়তে চায় পাহাড় বা সমুদ্রের নির্জন জায়গায় ৷ তাই অফবিট ডেস্টিনেশন এখন বেড়ানোর তালিকায় সবার উপরে ৷ যেখানে কোলাহল নেই ৷ আছে শুধু প্রাকৃতিক সৌন্দর্য ৷ কংক্রিটের জীবন ছেড়ে তাই ক'দিনের ছুটিতে সেদিকেই ভিড় জমান ভ্রমণপিপাসুরা ৷

North Bengal Off Beat Place
অহলদাড়ার প্রাকৃতিক সৌন্দর্য

আজ তেমনই এক অফবিট জায়গার সন্ধান দিচ্ছে ইটিভি ভারত ৷ 'যেখানে আকাশ মিশে যায় পাহাড়ের কোলে'। নাম অহলদাড়া ৷ অল্প ক'দিনের ছুটিতে হামেশাই ঘুরে আসতে পারেন এখানে ৷ অহলদাড়ার ভিউ পয়েন্ট বর্তমানে পর্যটকদের অফবিট ডেস্টিনেশনের শীর্ষে রয়েছে ৷ পাহাড়ের শিখরে দাঁড়িয়ে মেঘের হাতছানি অনুভব করা । আর সঙ্গে 360 ডিগ্রি আকাশ ও পাহাড়ের ভিউ । আহা ! আহ্লাদী অহলদাড়ায় দাঁড়িয়ে মনে হবে সময়টা এখানেই থেমে যাক ৷ এই অনুভূতিটাই জীবনকে সার্থক করে তোলার ক্ষেত্রে যথেষ্ট । ভোরে কাঞ্চনজঙ্ঘার বুক চিড়ে বেরিয়ে আসা আর বিকেলে ফের কাঞ্চনের কোলেই সূর্যের ঢলে পড়া । অহলদাড়ার সূর্যোদয় থেকে সূর্যাস্ত যেন ক্যানভাসে আঁকা এক মুহূর্ত । এতকিছু পেতে চাইলে স্বল্প ছুটিতে বেড়িয়ে পড়তেই পারেন এই অফবিট জায়গায় ৷

Ahaldara
একাকী হোক বা সঙ্গীর সঙ্গ, হারিয়ে যেতে পারেন এই বনের পথ ধরে

কীভাবে যাবেন ? অহলদাড়া ভিউ পয়েন্ট দার্জিলিংয়ে অবস্থিত । মূলত লাতপাঞ্চেরের খুব কাছে । নিউ জলপাইগুড়ি রেলস্টেশন কিংবা বাগডোগরা বিমানবন্দর থেকে সরাসরি চারচাকা গাড়ি মেলে । সেভক থেকে কালিঝোড়া হয়ে যেতে হয় অহলদাড়া ভিউ পয়েন্টে ৷ লাতপাঞ্চেরে নেমে কিছুটা খাড়া পথ হেঁটে পৌঁছতে হয় অহলদাড়া ভিউ পয়েন্টে । এনজেপি রেলস্টেশন কিংবা বাগডোগরা বিমানবন্দর থেকে সব মিলিয়ে দু-আড়াই ঘণ্টার জার্নি ৷

North Bengal Tourism
নীল আকাশে সাদা মেঘের ভেলা

সাইড সিন: অহলদাড়ার কাছেই আরও দেখার মতো অপরূপ জায়গা রয়েছে । নামখিন পোখরি, পাইনবন, কমলা বাগান সিটং, রিয়াং । যা রাউন্ড ট্রিপের জন্য আদর্শ । তবে কেবল অহলদাড়ায় থাকতে চাইলে তাও পারেন ৷

থাকা-খাওয়ার জায়গা: অহলদাড়ায় রয়েছে একাধিক হোম স্টে । প্রতি রাত মাথাপিছু দেড় হাজার টাকা থেকে শুরু । কাপলদের জন্য রয়েছে বিশেষ ছাড় । সর্বোচ্চ 2 হাজার 750 টাকা করে রয়েছে হোম স্টে-র রুম ভাড়া । সঙ্গে তিনবেলা খাওয়া । সকালে মালাই চা তো আছেই । এমনকি ডাব চিংড়ি, মটন কষা, আলু পোস্ত ও সোনা মুগের ডাল; সবই পাওয়া যাবে । এছাড়াও রাতে বারবিকিউর বিশেষ ব্যবস্থাও রয়েছে । তবে এর চার্জ আলাদা ।

Tourist Spot
হোম স্টে থেকে অপরূপ সৌন্দর্য

আরও পড়ুন :

1.ছুটিতে ভ্রমণের তালিকায় রাখুন লেপচাখা, দেখে নিন 'হেভেন অফ ডুয়ার্সে'র এক ঝলক

2. পুজোয় নিরিবিলিতে সময় কাটাতে চান ? আপনার অপেক্ষায় সিঙ্গালিলার জঙ্গল মাজুয়া

3. পুজোর ছুটিতে আপনার অফবিট ডেস্টিনেশন হোক কালিম্পংয়ের রামধুরা

Last Updated : Jan 10, 2024, 9:40 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.