ETV Bharat / state

দার্জিলিং চিড়িয়াখানায় নতুন অতিথি, জন্ম রেড পান্ডার

author img

By

Published : Jun 6, 2021, 12:46 PM IST

Updated : Jun 6, 2021, 1:08 PM IST

a red panda born in darjeeling padmaja naidu zoological park
দার্জিলিং চিড়িয়াখানায় নতুন অতিথির আগমন, জন্ম নিল 1 রেড পান্ডা

দার্জিলিঙের পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্কে জন্ম নিল রেড পান্ডার শাবক ৷ রবিবার ভোররাতে তোপকেদাড়া রেড পান্ডা প্রজনন কেন্দ্রে শাবকটির জন্ম হয়েছে ৷ এ নিয়ে দার্জিলিং চিড়িয়াখানায় রেড পান্ডার সংখ্যা দাঁড়াল 23 ৷

দার্জিলিং, 6 জুন : রাজ্যে করোনা বিধিনিষেধের মধ্যেই একাধিক নতুন অতিথির আগমন দার্জিলিং চিড়িয়াখানায় । নতুন অতিথিতে ভরে উঠছে দার্জিলিঙের পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক । এর আগে মিশমি টাকিন, স্নো লেপার্ড, হরিণের শাবক জন্ম নিয়েছে লকডাউন পর্বে । এবার ফের পর্যটকদের জন্য নতুন খবর নিয়ে এল চিড়িয়াখানা কর্তৃপক্ষ। শনিবার দার্জিলিং চিড়িয়াখানায় জন্ম নিল রেড পান্ডার শাবক । সেই শাবকের মা প্রসন্ন ও বাবা কিম্বু ।

আরও পড়ুন : আলিপুর চিড়িয়াখানা থেকে চুরি বিরল প্রজাতির 3 পাখি

রবিবার ভোররাতে তোপকেদাড়া রেড পান্ডা প্রজনন কেন্দ্রে ওই শাবকের জন্ম হয় । এই নিয়ে পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্কে রেড পান্ডার সংখ্যা বেড়ে হল তেইশ । সারা দেশে দার্জিলিং চিড়িয়াখানাই রেড পান্ডা প্রজনন কেন্দ্রগুলির মধ্যে বর্তমানে প্রথম । নতুন অতিথির আগমনে খুশির হাওয়া চিড়িয়াখানা কর্তৃপক্ষর মধ্যে । বন দফতর সূত্রে জানা গিয়েছে, মা প্রসন্ন ও শাবক দু’জনেই সুস্থ রয়েছে । 24 ঘণ্টা শাবক ও মা পান্ডার শারীরিক অবস্থার উপর নজর রাখছেন পশু বিশেষজ্ঞরা । তাদের যাতে কোন অসুবিধা না হয়, সেজন্য বন কর্মীদের যাতায়াতেও কিছুটা রাশ টানা হয়েছে সেখানে ।

দার্জিলিং চিড়িয়াখানায় নতুন অতিথি, জন্ম রেড পান্ডার

আরও পড়ুন: কোরোনার জেরে নজরদারি বাড়ছে আলিপুর চিড়িয়াখানায়

Last Updated :Jun 6, 2021, 1:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.