ETV Bharat / state

চাকরি না পেলে আত্মহত্যার হুঁশিয়ারি আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের

author img

By

Published : Sep 5, 2020, 11:10 PM IST

"শীঘ্রই যদি চাকরির ব্যাবস্থা না করা হয়, তাহলে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হব আমরা ৷"গঙ্গারামপুর বাসস্ট্যান্ডে জমায়েত করে হুঁশিয়ারি আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের ৷

শিক্ষক দিবস
শিক্ষক দিবস

গঙ্গারামপুর, 5 সেপ্টেম্বর : শিক্ষক দিবসে চাকরির দাবিতে পথে নামল দক্ষিণ দিনাজপুরের আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা । আজ গঙ্গারামপুর বাসস্ট্যান্ডে জমায়েত করেন তাঁরা ৷ সেখানেই সর্বপল্লী রাধাকৃষ্ণণের ছবিতে পুষ্প নিবেদন করেন । আপার প্রাইমারিতে দ্রুত নিয়োগের দাবিতে মিছিল করেন । মিছিলের থেকেই চাকরিপ্রার্থীদের দাবি সম্বলিত লিফলেট এবং মাস্ক বিতরণ করা হয় ৷

দক্ষিণ দিনাজপুর জেলার আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা জানান, দীর্ঘ সাত বছর অবহেলা ও বঞ্চনা আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা আর সহ্য করতে পারছে না । শীঘ্রই যদি তাঁদের চাকরির ব্যবস্থা না করা হয়, তাহলে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হবেন বলে জানান তাঁরা । মিছিল থেকে লিফলেট এর মাধ্যমে তাঁরা দাবি জানান ৷

আত্মহত্যার হুঁশিয়ারি আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের

তাঁদের অভিযোগ, প্রথম ফর্ম ফিল আপ হয় ফ্রেব্রুয়ারি 2014 সালে । TET পরীক্ষা হয় 2015 সালের 16 অগাস্ট ৷ TET রেজাল্ট বের হয় 2016 সালের 14 সেপ্টেম্বর ৷ ইন্টারভিউ শুরু হয় 2019 সালের জুলাই থেকে । প্রভিশনাল মেরিট লিস্ট বের হয় কোর্ট অর্ডারে 2019 সালের 4 অক্টোবর ৷ SSC কমিশন কোর্ট অর্ডার 21 দিন অভিযোগ নেন 5-25 অক্টেবর, 2019 ৷ এরপর দীর্ঘ সাত মাস কেটে গেলেও নিয়োগ অধরায় ৷"

এবিষয়ে আলতোর মিয়া জানান, "আমরা দক্ষিণ দিনাজপুর জেলার আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা গঙ্গারামপুর বাসস্ট্যান্ডে একত্রিত হয়েছি ৷ কারণ আজ শিক্ষক দিবস,আর আমরা আপার প্রাইমারি শিক্ষক শিক্ষিকারা দীর্ঘ সাত বছর ধরে অবহেলা ও বঞ্চনার শিকার হচ্ছি ৷ আর সম্ভব না ৷ শীর্ঘ্রই যদি আমাদের চাকরির ব্যবস্থা না করা হয় , তাহলে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হব আমরা৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.