ETV Bharat / state

বালুরঘাটে অবস্থান-বিক্ষোভ SSC চাকরি পদপ্রার্থীদের

author img

By

Published : Sep 29, 2020, 6:42 PM IST

SSC job seekers protest at Balurghat
বালুরঘাটে অবস্থান-বিক্ষোভ SSC চাকরি পদপ্রার্থীদের

শুধুমাত্র দক্ষিণ দিনাজপুর জেলায় প্রায় 50 হাজার প্রশিক্ষণাপ্রাপ্ত রয়েছে । জেলায় 10 টি Bed. কলেজ রয়েছে । যেখান থেকে গড়ে প্রত্যেক বছর 1 হাজার জন প্রশিক্ষণ নিচ্ছে । গোটা রাজ্যে এই পরিসংখ্যানটা প্রায় 4 লাখের উপরে ।

বালুরঘাট, 29 সেপ্টেম্বর : চাকরি না পাওয়ায় অভিভাবকরা তাদের মত বেকারদের সঙ্গে মেয়ের বিয়ে দিচ্ছেন না । চাকরি না পাওয়ায় দিন দিন বয়স বাড়ছে । Bed. প্রশিক্ষণ নেওয়ার পর 6 বছর ধরে বেকার অবস্থায় বসে রয়েছেন । অথচ কোনওরকম নিয়োগ হচ্ছে না । তাই দ্রুত শিক্ষক নিয়োগের দাবিতে আজ দুপুরে বালুরঘাটে পথ অবরোধ ও জেলাশাসককে ডেপুটেশন দিল SSC চাকরি পদপ্রার্থীরা ৷ দ্রুত বিজ্ঞপ্তি জারি করে নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষক নিযুক্ত না করা হলে আগামীদিনে রাজপথে নামবেন । প্রয়োজন হলে আমরণ অনশন করবেন বলে জানিয়েছেন আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা ৷

প্রসঙ্গত, শুধুমাত্র দক্ষিণ দিনাজপুর জেলায় প্রায় 50 হাজার প্রশিক্ষণাপ্রাপ্ত রয়েছে । জেলায় 10 টি Bed. কলেজ রয়েছে । যেখান থেকে গড়ে প্রত্যেক বছর 1 হাজার জন প্রশিক্ষণ নিচ্ছে । গোটা রাজ্যে এই পরিসংখ্যানটা প্রায় 4 লাখের উপরে । অভিযোগ, 2016 সালের পর থেকে SSC - র মাধ্যমে শিক্ষক নিয়োগ বন্ধ রয়েছে । দিন দিন বেকারত্বের সংখ্যা বেড়েই চলেছে । বারংবার শিক্ষামন্ত্রী থেকে মুখ্যমন্ত্রীকে SSC পরীক্ষার দাবি জানালেও কোনও লাভ হয়নি । এর ফলে মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়ছেন Bed. প্রশিক্ষণার্থীরা । বর্তমানে SSC - র মাধ্যমে নিয়োগের ক্ষেত্রে মামলা, কোরোনা ও লকডাউনের অজুহাত দেখানো হচ্ছে । যদিও এই ক্ষেত্রে কোনও মামলা দায়ের হয়নি বলেই দাবি চাকরিপ্রার্থীদের । প্রত্যেক বছর SSC পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিয়োগসহ মোট 7 দফা দাবিতে আজ দুপুরে বালুরঘাটে জেলা শাসককে ডেপুটেশন দিল ওয়েস্ট বেঙ্গল SLST ক্যান্ডিডেট অ্যাসোসিয়েশন এবং ওয়েস্ট বেঙ্গল টিচার্স জব ক্যান্ডিডেট অ্যাসোসিয়েশনের সদস্যরা । এদিকে ডেপুটেশন দেওয়ার আগে বালুরঘাট হাইস্কুল মাঠ থেকে মিছিল করে জেলা প্রশাসন ভবন চত্বরে আসেন তাঁরা । ডেপুটেশন চলাকালীন চাকরি পদপ্রার্থীর জেলা প্রশাসনিক ভবন চত্বরে থাকায় তাদেরকে পুলিশ বের করে দেয় । আর এতেই ক্ষুব্ধ SSC চাকরিপ্রার্থীরা জেলা প্রশাসন ভবনের সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় ৷ এরপরে অবস্থান-বিক্ষোভে বসেন তাঁরা । পরে পুলিশি হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি ।

এবিষয়ে আন্দোলনকারী বাদল সরকার বলেন, " দীর্ঘ 6 বছর ধরে Bed. প্রশিক্ষণ নিয়ে বাড়িতে বেকার অবস্থায় বসে রয়েছেন । কোনওরকম নিয়োগ হচ্ছে না । এরপরও তাদের দিনদিন চাকরির বয়স পেরিয়ে যাচ্ছে । এমনকি চাকরি না পাওয়ার জন্য তাদের সঙ্গে মেয়ের বিয়ে দিতে চাইছেন না অভিভাবকরা । " পাশাপাশি, তিনি আরও বলেন, " ভেতরে দাঁড়িয়ে থেকে ডেপুটেশন দেওয়া যাবে না । পথে গিয়ে আন্দোলন করতে বলছে পুলিশ ৷ সেই মত তারা পথ নেমে আন্দোলন শুরু করেছে । "

অন্যদিকে, এবিষয়ে আরেক আন্দোলনকারী মন্তু বর্মণ বলেন, " নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করার দাবিতে আজ জেলা শাসককে ডেপুটেশন দিলেন । একই দাবিতে এর আগে জেলা স্কুল পরিদর্শককে ডেপুটেশন দিয়েছেন । দ্রুত বিজ্ঞপ্তি জারি করে শিক্ষক নিয়োগ না করা হলে আগামীদিনে তাঁরা রাজপথে নামবেন । যদিও এদিন SSC - র চাকরিপ্রার্থীরা জেলাশাসক না থাকায় অতিরিক্ত জেলা শাসককে ডেপুটেশন দেন । "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.