ETV Bharat / state

পানীয় জলের সঙ্কট, রাজ্য সড়ক অবরোধ বংশীহারীর বাসিন্দাদের

author img

By

Published : Apr 23, 2021, 10:55 PM IST

রাজ্য সড়ক অবরোধ বংশীহারী গ্রামবাসীদের
রাজ্য সড়ক অবরোধ বংশীহারী গ্রামবাসীদের

গ্রামে এক হাজার সদস্যের বসবাস । এলাহাবাদ গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে দু’টি টিউবওয়েল বসানো হয়েছে । কিন্তু বর্তমানে দু’টি টিউবওয়েলই অকেজো হয়ে পড়ে আছে । প্রচণ্ড পানীয় জলের কষ্টে বাধ্য হয়েই গ্রামের শতাধিক মহিলা খালি জলের পাত্র নিয়ে রাজ্য সড়ক অবরোধ করেন ৷

বংশীহারী, 23 এপ্রিল : পানীয় জলের অভাবে পথ অবরোধ করলেন বংশীহারী ব্লকের বরখইর গ্রামের শতাধিক মহিলা ৷ এদিন কেন্দ্রা মিশন মোড় রাজ্য সড়কে পথ অবরোধ করে ক্ষোভ উগরে দেন তাঁরা ।

বংশীহারী ব্লকের ৩ নম্বর এলাহাবাদ গ্রাম পঞ্চায়েতের বরখইর গ্রামে অনেকদিন থেকে জলের সমস্যা । গ্রামে এক হাজার সদস্যের বসবাস । এলাহাবাদ গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে দু’টি টিউবওয়েল বসানো হয়েছে । কিন্তু বর্তমানে দু’টি টিউবওয়েলই অকেজো হয়ে পড়ে আছে । একমাস আগে পিএইচর পক্ষ থেকে গ্রামে ট্যাপ কল দেওয়া হয় । 15 দিন জল সরবরাহ হওয়ার পর তাও বন্ধ হয়ে আছে । প্রচণ্ড পানীয় জলের কষ্টে বাধ্য হয়েই গ্রামের শতাধিক মহিলা খালি জলের পাত্র নিয়ে রাজ্য সড়ক অবরোধ করেন ৷ অবরোধের জেরে আটকে পড়ে যানবাহন । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বংশীহারী থানার পুলিশ ৷

সড়ক অবরোধ বংশীহারী গ্রামবাসীদের

আরও পড়ুন : কারখানায় অক্সিজেনের ব্যবহার কমিয়ে রোগীদের দেওয়ার আবেদন রাজ্য মুখ্য স্বাস্থ্য আধিকারিকের

প্রথমে অবরোধ তুলতে ব্যর্থ হয় পুলিশ । পরে হরিরামপুর বিধানসভার তৃণমূল প্রার্থীর ভাই চিরঞ্জিত মিত্র ঘটনাস্থলে পৌঁছান । তিনি পিএইচই সংস্থার আধিকারিককে ফোনে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বললে অবরোধ তুলে নেন গ্রামবাসীরা । এলাকায় এনিয়ে এখনও চাপা ক্ষোভ রয়েছে ৷ আজকের মধ্যে পানীয় জলের সরবরাহ ঠিকঠাক না হলে ভোট বয়কটের হুমকি দেন বিক্ষোভকারীরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.