ETV Bharat / state

জেলায় বিজেপির জেতা আসনগুলিতে ফের ঘাসফুল ফুটবে , আশাবাদী বিপ্লব মিত্র

author img

By

Published : May 3, 2021, 2:27 PM IST

জয়ী হয়েছেন নিজ কেন্দ্রে ৷ কিন্তু তারপরও মনমরা হরিরামপুর বিধানসভা কেন্দ্রের বিজয়ী প্রার্থী বিপ্লব মিত্র ৷ দক্ষিণ দিনাজপুরের বিজেপির জেতা আসনগুলিতে ফের ঘাসফুল ফুটবে ৷ আশাবাদী তিনি ৷

বিপ্লব মিত্র
বিপ্লব মিত্র

দক্ষিণ দিনাজপুর, 3 মে : দক্ষিণ জিনাজপুর জেলায় ছ’টি আসন ৷ তার মধ্যে তিনটি আসনে অর্থাৎ হরিরামপুর, কুশমন্ডি এবং কুমারগঞ্জে জয় পেয়েছে তৃণমূল আর বাকি তিনটিতে অর্থাৎ গঙ্গারামপুর ,তপন এবং বালুরঘাটে জিতেছে বিজেপি ৷ অন্যদিকে হরিরামপুর বিধানসভায় 23 হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র ৷ জয়ী হয়েও কিছুটা হতাশ তিনি ৷

তিনি বললেন, "দক্ষিণ দিনাজপুরে 6টির মধ্যে তিনটিতে জয় পেয়েছে তৃণমূল ৷ কিন্তু আমি আশা করেছিলাম জেলার ছ’টিতেই আমরা জয়লাভ করব ৷ কিন্তু তা হল না ৷ আমরা চেষ্টা করব যাতে না জেতা আসনগুলিতে পরবর্তীতে আমরা জিততে পারি ৷ "

জেতার পর কী বললেন বিপ্লব মিত্র

আগামীতে কোন দফতরের মন্ত্রী হতে চান হরিরামপুরের বিজয়ী প্রার্থী ? এর উত্তরে তিনি বললেন, "এটা সম্পূর্ণ মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাপার, দলের ব্যাপার ৷ দল যাঁকে মন্ত্রী করবে সেটাই শিরোধার্য ৷ " পাশাপশি তিনি ধন্যবাদ জানিয়েছেন হরিরামপুরবাসীদের ৷ তাঁর কথায়, এই জয় কেবল তাঁর একার জয় না ৷ তৃণমূল কংগ্রেসের জয় ৷ হরিরামপুরবাসীদের জয় ৷

আরও পড়ুন : কেউ তাক লাগালেন, কেউ হতাশ করলেন; একনজরে তারকাদের মার্কশিট

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.