ETV Bharat / state

Birth Anniversary of Netaji : নেতাজির পায়ের ধুলো পড়েছিল বালুরঘাটের চট্টোপাধ্যায় বাড়িতে

author img

By

Published : Jan 23, 2022, 3:14 PM IST

1928 সালে কংগ্রেসের একটি কর্মসূচিতে বালুরঘাটে গিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু ৷ সেই সময় বালুরঘাটের কংগ্রেস নেতা তথা স্বাধীনতা সংগ্রামী সরোজরঞ্জন চট্টোপাধ্যায়ের বাড়িতে রাতে থেকেছিলেন নেতাজি (Netaji Subhas Chandra Bose Stay in Balurghat) ৷ তাঁর জন্মজয়ন্তীতে (125th Birth Anniversary of Netaji Subhas Chandra Bose) সেই বাড়িটিকেই এবার সংরক্ষণ করে হেরিটেজ ঘোষণার দাবি চট্টোপাধ্যায় পরিবারের সদস্যদের একাংশের ৷

Netaji Subhas Chandra Boses Memories in Chatterjee House Balurghat
Netaji Subhas Chandra Boses Memories in Chatterjee House Balurghat

বালুরঘাট, 23 জানুয়ারি : 1928 সালে নেতাজি সুভাষচন্দ্র বসু দার্জিলিং মেল ধরে এসেছিলেন তৎকালীন অবিভক্ত দিনাজপুর জেলার হিলিতে ৷ সেখান বালুরঘাটে জেলা কংগ্রেসের পার্টি অফিসের উদ্বোধন করেছিলেন তিনি ৷ যা প্রায় 50 বছর আগে আত্রেয়ী নদীতে তলিয়ে গেছে ৷ সেই সময় একাধিক সমাবেশের পর বালুরঘাটের বিশিষ্ট কংগ্রেস নেতা তথা স্বাধীনতা সংগ্রামী সরোজরঞ্জন চট্টোপাধ্যায়ের বাড়িতে রাতে থেকেছিলেন নেতাজি (Netaji Subhas Chandra Bose Stay in Balurghat) ৷ কিন্তু, প্রায় দশ বছর আগে সেই বাড়ির অর্ধেক অংশ ভাঙা পড়েছে প্রোমোটারির কারণে ৷ বর্তমানে সেই বাড়ির অর্ধেক অংশ রয়েছে ৷ নেতাজির জন্মজয়ন্তীতে (125th Birth Anniversary of Netaji Subhas Chandra Bose) সেই অংশটিকে সংরক্ষিত করে হেরিটেজ ঘোষণার দাবি ওই বাড়ির বর্তমান বংশধরদের একাংশের ৷

1928 সালের 26 মে হিলি থেকে বালুরঘাটে গিয়ে জেলা কংগ্রেসের একটি পার্টি অফিসের উদ্বোধন করেছিলেন নেতাজি ৷ এমনকি একটি বিশাল জনসভাও করেন তিনি ৷ সেই সময় বালুরঘাট থেকে দক্ষিণে বর্তমান বাংলাদেশের অন্তর্ভুক্ত পত্নীতলা ও ধামোরহাটে দুর্ভিক্ষ চলছিল ৷ যা নিয়ে বিট্রিশ সরকার উদাসীন ছিল ৷ তখন নেতাজি ওই এলাকায় গিয়ে সভা করেছিলেন ৷ তার পরেই ব্রিটিশ সরকার দুর্ভিক্ষের মধ্যে থাকা পরিবারগুলিকে ত্রাণ পাঠাতে বাধ্য হয় ৷ সেই দিন বালুরঘাটের কংগ্রেস নেতা সরোজরঞ্জন চট্টোপাধ্যায়ের বাড়িতে রাতে থেকে ছিলেন তিনি (Netaji Subhas Chandra Boses Memory in Chatterjee House Balurghat) ৷ পরের দিন সকালে অবিভক্ত দিনাজপুরের বর্তমানে বাংলাদেশের হিলি স্টেশন থেকে ট্রেনে কলকাতা ফেরেন সুভাষচন্দ্র বসু ৷

আরও পড়ুন : Birth Anniversary of Netaji : ছুটি নয়, বেশি করে কাজ করুন; নেতাজির জন্মদিনে বার্তা সুকান্তের

বালুরঘাটের যে চট্টোপাধ্যায় বাড়িতে নেতাজি রাতে থেকেছিলেন, বর্তমানে পরিবারের তরফে সেই বাড়ির অর্ধেক অংশ ভেঙে ফেলা হয়েছে ৷ সেখানে প্রোমোটিং হয়েছে ৷ বাকি যে অংশটূকূ রয়েছে, তা যাতে অক্ষত রেখে হেরিটেজ করা যায় ৷ সেই দাবিতে আদালতেও গিয়েছিলেন ওই পরিবারের কয়েকজন সদস্য ৷ তাঁদের দাবি, ওই বাড়ির বাকি অংশ সংরক্ষণ করে হেরিটেজ ঘোষণা করুক সরকার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.