ETV Bharat / state

লকডাউনে অপুষ্টিতে ভুগছে শিশুরা, বালুরঘাটে খাদ্যসামগ্রী বিতরণ স্বেচ্ছাসেবী সংগঠনগুলির

author img

By

Published : May 21, 2020, 10:31 AM IST

লকডাউনের কারণে শিশুদের মধ্যে অপুষ্টি আরও বেড়ে গেছে । তাই লকডাউনে অপুষ্টিতে থাকা বালুরঘাটের বিভিন্ন এলাকার শিশুদের হাতে গতকাল পুষ্টিকর খাবার তুলে দিল একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন ।

Balurghat
শিশুদের সঙ্গে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোক্তা

বালুরঘাট, 21 মে : দেশে আগে থেকেই অপুষ্টির শিকার বহু শিশু । যার জেরে মৃত্যুও হয় অনেকের । লকডাউনের কারণে এই শিশুদের মধ্যে অপুষ্টি আরও বেড়েছে । তাই লকডাউনে অপুষ্টিতে থাকা বালুরঘাটের বিভিন্ন এলাকার শিশুদের হাতে গতকাল পুষ্টিকর খাবার তুলে দিল একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন ।

কোরোনার জেরে প্রায় দু'মাস ধরে লকডাউন চলছে । ফলে, বহু মানুষের রোজগার বন্ধ হয়ে গেছে । বেশিরভাগের সংসারে খাদ্য ও আর্থিক সংকট দেখা দিয়েছে । আর এই পরিস্থিতির সবথেকে বেশি প্রভাব পড়েছে শিশুদের উপর । কারণ বর্তমানে তাদের বেশিরভাগই পুষ্টিকর খাবার পাচ্ছে না । যার জেরে অনেকেই অপুষ্টির শিকার হচ্ছে । তাই গতকাল মালঞ্চা সংলগ্ন আদিবাসী অধ্যুষিত এলাকার 250 জন শিশুর হাতে দুধের প্যাকেট, ঠান্ডা পানীয় ও কেক তুলে দেয় স্থানীয় এক স্বেচ্ছাসেবী সংগঠন ।

Balurghat
শিশুদের হাতে পুষ্টিকর খাদ্য তুলে দিতে সামাজিক দূরত্ব বজায় রেখে তাদের এক জায়গায় বসানো হয়েছে

এছাড়াও গতকাল বালুরঘাটের আরও কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন বিভিন্ন এলাকার শিশুদের হাতে খাবার তুলে দেয় । যেমন বালুরঘাট জটালি মোড়ের সবজি ATM-এর উদ্যোক্তাদের তরফে এলাকার শিশুদের দুধের প্যাকটে, ফল, সবজি-সহ অন্যান্য পুষ্টিকর খাদ্য তুলে দেওয়া হয় । আবার বালুরঘাট রামকৃষ্ণ আশ্রমের তরফে তপন ব্লকের তিলন এলাকায় 135 জন পড়ুয়ার হাতে পুষ্টিকর খাবার তুলে দেওয়া হয় । এছাড়াও হিলিতে স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে বেশ কিছুদিন ধরেই রান্না করে এলাকার দুস্থ শিশুদের মধ্যে তা বিতরণ করা হচ্ছে ।

Balurghat
শিশুর হাতে দুধ ও ঠান্ডা পানীয় তুলে দেওয়া হচ্ছে
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.