ETV Bharat / state

Fire in Hotel: বুনিয়াদপুরে হোটেলে আগুন, ক্ষতিগ্রস্ত আরও তিনটি দোকান

author img

By

Published : May 13, 2023, 2:04 PM IST

fire in hotel
আগুন

দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে একটি হোটেলে আগুন লাগল শনিবার ৷ ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে হোটেল-সহ আশেপাশের আরও তিনটি দোকান ৷

বংশীহারী, 13 মে: সাত সকালে হোটেলে আগুন লেগে আতঙ্ক ছড়াল এলাকায় ৷ ঘটনাটি ঘটেছে শনিবার সকালে বুনিয়াদপুর পৌরসভার মালদা বালুরঘাট রাজ্য সড়কের কাছে ৷ সেখানে থাকা হোটেলের একটি ঘর থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা খবর দেয় দমকলে ৷ ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে ।

এলাকাবাসীর দাবি, হোটেল মালিক অবৈধভাবে মদ বিক্রি করেন । সকালে রান্না বসিয়ে দিয়ে তিনি হোটেল ছেড়ে বেরিয়ে যান । সেই কারণেই আগুন লেগেছে । এদিনের আগুনে ক্ষতিগ্রস্ত হয় ওই হোটেল-সহ মোট চারটি দোকান । ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় লক্ষাধিক টাকা বলে দাবি মালিকদের । আগুন লাগার কারণ খতিয়ে দেখছে দমকল ৷

জানা গিয়েছে, বুনিয়াদপুর পৌরসভার রশিদপুর হাসপাতাল মোড় এলাকায় প্রচুর দোকানপাট গড়ে উঠলেও হাসপাতালে আসা লোকজনের স্বার্থে সেখানে একটি হোটেল করেন পবিত্র ঘোষ । হোটেলে খাবার রাখার পাশাপাশি প্রচুর পরিমাণে অবৈধভাবে মদ রাখা হয় বলে অভিযোগ বাসিন্দাদের । শনিবার সকালে মালিক হোটেলে বসেই মদ্যপান করে গ্যাস ওভেনে রান্না বসিয়ে দিয়ে হোটেল ছেড়ে বেরিয়ে যান বলে দাবি এলাকাবাসীর । দীর্ঘক্ষণ ধরে হোটেলে না আসায় আগুন ধরে যায় হোটেলে ৷ সেই আগুন ছড়িয়ে পড়ে আশেপাশে ৷ যার জেরে প্রায় তিনটি দোকান ক্ষতিগ্রস্ত হয় । খবর পেয়ে ছুটে আসে বুনিয়াদপুর দমকলের একটি ইঞ্জিন । প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল ৷

এই বিষয়ে সুজিত সরকার নামে এক ব্যবসায়ী বলেন, "পবিত্র ঘোষের হোটেলে আগুন লেগেছে । লোকের মুখে যেটা জানতে পারলাম গ্যাস জ্বালিয়ে বুনিয়াদপুর ফুটবল মাঠে বাজার করতে গিয়েছিলেন তিনি । সেখান থেকে ফিরে এসে দেখেন ঘরে আগুন লেগেছে ।" তিনি দাবি করেন, ওই দোকানে প্রচুর পরিমাণে বেআইনিভাবে মদ মজুত করে বিক্রি করা হয় । মালিককেও মদ্যপ অবস্থায় পাওয়া গিয়েছে বেশ কয়েকবার । সুজিত সরকার জানান, পবিত্রর অসাবধানতার দোকানের কারণে আশেপাশের বেশ কয়েকটি দোকান পুড়ে ছাই হয়ে যেত । তাঁরা চান মালিক বেআইনিভাবে মদ বিক্রি বন্ধ করে সুস্থভাবে হোটেলটি চালিয়ে যাক । মৃত্যুঞ্জয় ভট্টাচার্য নামে আরও এক দোকানদার জানান, হোটেল-সহ মোট 4 টি দোকানে আগুন লাগে । অনেক রাত্রি পর্যন্ত খোলা থাকে পবিত্র ঘোষের এই হোটেল । অবৈধভাবে মদ বিক্রি করার কারণে তাঁরা বহুবার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বিষয়টি থানাতে জানিয়েছেন । এখনও পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি ।

দমকল আধিকারিক প্রদীপকুমার দাস বলেন, "বুনিয়াদপুর পৌরসভার রশিদপুর এলাকায় একটি হোটেলে আগুন লেগে ক্ষতিগ্রস্ত হয় আরও তিনটি দোকান । পবিত্র ঘোষের হোটেলে প্রচুর পরিমাণে মদ মজুত থাকার কারণে আমাদের কাজ করার সময় অনেক অসুবিধা হয়েছে ৷ তাছাড়া অনেক ভাঙ্গা মদের বোতলে দেখেছি । যেটা জানতে পেরেছি রান্নার সময় কেউ ছিল না ৷ রান্না বসিয়ে দিয়ে চলে গিয়েছিল বাইরে ৷ রান্নার করার জিনিস পুড়ে গিয়েই হোটেলে আগুনটা লেগেছে ৷ এলাকার লোকজনের সহযোগিতায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এখন ।"

আরও পড়ুন: ডানকুনিতে দুটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.