ETV Bharat / state

Fake Job Candidate: ছেলে চক্রান্তের শিকার, দাবি ভুয়ো চাকরিপ্রার্থী অভিযোগে গ্রেফতার প্রীতমের বাবার

author img

By

Published : Jan 15, 2023, 5:16 PM IST

ভুয়ো চাকরিপ্রার্থী অভিযোগে গ্রেফতার তরুণ ৷ দক্ষিণ দিনাজপুরের তরুণ কলকাতায় আত্মীয়ের বাড়ি বেড়াতে এসেছিলেন ৷ সেখান থেকে চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে গ্রেফতার হলেন ৷ কী করে (youth arrested over alleged fake candidate) ?

Father of Fake Candidate
প্রীতম ঘোষের বাবা

শ্রীদামচন্দ্র ঘোষের দাবি ছেলে প্রীতম ঘোষকে ভুয়ো চাকরিপ্রার্থীর অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ

গঙ্গারামপুর, 15 জানুয়ারি: ভুয়ো প্রাথমিক চাকরিপ্রার্থী অভিযোগে তরুণকে গ্রেফতার করল কলকাতার পূর্ব বিধাননগর থানা ৷ তাঁর নাম প্রীতম ঘোষ ৷ বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের ইন্দ্র নারায়ণপুর এলাকায় ৷ এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে দক্ষিণ দিনাজপুর জেলাজুড়ে ৷ তবে ধৃত প্রীতম ঘোষের বাবা শ্রীদাম চন্দ্র ঘোষ দাবি, ছেলে প্রীতম চক্রান্তের শিকার ৷

তিনি জানান, তাঁর ছেলে প্রীতম ঘোষ 2014 সালে টেট পরীক্ষা দিয়েছিলেন ৷ তারপরে পরীক্ষায় উত্তীর্ণও হয়েছিলেন ৷ কিন্তু সেই প্যানেলটি নিয়ে মামলা হয় ৷ তাঁর বাবার দাবি, প্রীতম সাত দিন আগে কলকাতায় তাঁর মাসীর বাড়ি বেড়াতে যান ৷ সেখানেই গত দু'দিন আগে তাঁর ছেলের কাছে একটি ই-মেল আসে । সেখানে জানানো হয় শনিবার তাঁর ইন্টারভিউ রয়েছে। সেই মতো শনিবার ইন্টারভিউ দিতে গেলে দীর্ঘ সময় অপেক্ষার পরে কাগজ নিয়ে সেন্টারের ভিতরে ঢুকে যান এবং সেখানে জিজ্ঞাসাবাদের পরে সেখানে কর্তব্যরত লোকজন তাঁকে দীর্ঘক্ষণ আটকে রাখে এবং পুলিশের হাতে তুলে দেয় ৷ ভুয়ো চাকরির প্রার্থীর অভিযোগে পুলিশ তাঁর ছেলেকে গ্রেফতার করেছে । শ্রীদামচন্দ্র ঘোষের দাবি, ছেলে খুব শান্ত স্বভাবের ৷ বর্তমানে তিনি টিউশন পড়ান ৷ তাঁর ছেলে চক্রান্তের শিকার, অভিযোগ প্রীতমের বাবার ৷

রাজ্যজুড়ে 2022 সালে টেট পরীক্ষা অনুষ্ঠিত হয় ৷ এই পরীক্ষায় স্বচ্ছতা রাখতে একাধিক পদক্ষেপ করেছিল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ ৷ প্রতিটি কেন্দ্রে ঢোকার আগে পুলিশ ও প্রশাসনের তরফে ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল ৷ অন্য বিধিনিষেধের পাশাপাশি পরীক্ষা হলে মোবাইল নিয়ে ঢোকার উপরেও নিষেধাজ্ঞা ছিল ৷

আরও পড়ুন: আয়কর ভবনের ভিতরেই চাকরি প্রতারণা চক্র ! গ্রেফতার মহিলা

দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের বাসিন্দা পেশায় সরকারি কর্মী শ্রীদাম চন্দ্র ঘোষ ৷ প্রীতম ঘোষ 2014 সালে টেট পরীক্ষা দিয়ে উত্তীর্ণও হয়েছিলেন ৷ কিন্তু সেই প্যানেলটি নিয়ে মামলা হয় ৷ এই বিষয়ে শ্রীদাম চন্দ্র ঘোষ জানান, টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চাকরি না পাওয়ার কারণে দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন প্রীতম ৷ সেই কারণে প্রীতম বেশ কয়েকদিন আগে কলকাতায় তার মাসির বাড়ি বেড়াতে যান ৷ এ বিষয়ে গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য জানান, গঙ্গারামপুর থানার ইন্দ্রনারায়ণপুর এলাকার প্রীতম ঘোষকে কলকাতার পূর্ব বিধাননগর থানার পুলিশ ভুয়ো প্রাথমিক চাকরিপ্রার্থী গ্রেফতার করেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.