ETV Bharat / state

Snake Venom : কুমারগঞ্জের ধান খেত থেকে উদ্ধার 12 কোটি টাকার সাপের বিষ

author img

By

Published : Oct 24, 2021, 4:53 PM IST

Snake Venom seized in Dakshin Dinajpur
কুমারগঞ্জে ধান খেতে লুকোনো প্রায় 12 কোটি টাকার সাপের বিষ উদ্ধার করল বিএসএফ

ধান খেতে লুকোনো প্রায় 12 কোটি টাকার সাপের বিষ উদ্ধার করল বিএসএফ ৷ দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ বিওপির 61 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানদের তৎপরতায় তা উদ্ধার করা সম্ভব হয়েছে ৷ অবশ্য কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷

কুমারগঞ্জ, 24 অক্টোবর : উদ্ধার হল 12 কোটি টাকার সাপের বিষ ৷ বাংলাদেশে পাচারের আগে কুমারগঞ্জ এলাকার একটি ধান খেতে কাচের জার ভর্তি সাপের বিষ লুকোনো ছিল ৷ সেটাই উদ্ধার করল বিএসএফ ৷ অবশ্য কাউকে গ্রেফতার করা যায়নি ৷ উদ্ধার হওয়া এই সাপের বিষের বাজারমূল্য প্রায় 12 কোটি টাকা ৷ উদ্ধার হওয়া যে কাচের জারে সাপের বিষ রয়েছে তার গায়ে 'মেড ইন ফ্রান্স' লেখা থাকতে দেখা গিয়েছে ৷

শনিবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের কুমারগঞ্জ বিওপি এলাকার বিএসএফের 61 নম্বর ব্যাটেলিয়নের তৎপরতায় এই সাপের বিষ উদ্ধার হয় । ধানের খেতের মধ্যে কাচের জারটি লুকোনো ছিল ৷ টহলদারির সময় বিএসএফ জওয়ানদের চোখে পড়ে সেটি ৷ রাতেই তা বালুরঘাট বন দফতরের হাতে তুলে দেওয়া হয় ৷ পুরো ঘটনা খতিয়ে দেখছেন বিএসএফের 61 নম্বর ব্যাটেলিয়নের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও বালুরঘাট বন দফতরের কর্মীরা । জানা গিয়েছে, যে বিষ উদ্ধার হয়েছে তা ক্রিস্টাল টাইপ ৷ বাংলাদেশ হয়ে এই সাপের বিষ চিনে যাচ্ছিল বলেই তদন্তকারীদের প্রাথমিক অনুমান ।

কুমারগঞ্জে ধান খেতে লুকোনো প্রায় 12 কোটি টাকার সাপের বিষ উদ্ধার করল বিএসএফ

এর আগেও দক্ষিণ দিনাজপুর জেলায় একাধিকবার সাপের বিষ ভর্তি জার উদ্ধার হয়েছে ৷ এই ঘটনা নিয়ে সংবাদমাধ্যমের সামনে কোনও মন্তব্য করতে চাননি বিএসএফ জওয়ানরা । বালুরঘাট বন দফতরের রেঞ্জ অফিসার সমীর শিকদার জানান, কুমারগঞ্জ বিওপি বিএসএফ এই কাঁচের জারটি জমা দিয়ে গিয়েছে । অনুমান করা হচ্ছে, এটা সাপের বিষ ৷ তবে এটা সত্যি সাপের বিষ কিনা সে বিষয়ে পরীক্ষা করতে বাইরে পাঠানো হবে ।

আরও পড়ুন : Ganja Seized : গোপালনগর 100 কেজি গাঁজা-সহ গ্রেফতার 1

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.