ETV Bharat / state

সতর্কতা প্রচারে টোটো-মাইকের ভাড়া দেননি, গ্রেপ্তার BJP পঞ্চায়েত প্রধানের স্বামী

author img

By

Published : Apr 18, 2020, 9:17 PM IST

কোরোনা নিয়ে মাইকিংয়ের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করেন BJP - র পঞ্চায়েত প্রধানের স্বামী ৷ তবে, টোটো ও মাইকের দিলেন না ভাড়া ৷ এমনই অভিযোগ করেন টোটো ও মাইক মালিকরা ৷ সেকারণেই গ্রেপ্তার হলেন তিনি ।

bjp worker arrested for not giving tot rent in tapan, south dinajpur
কোরোনা সতর্কতা প্রচারে টোটো ও মাইকের ভাড়া দেননি, গ্রেপ্তার BJP পঞ্চায়েত প্রধানের স্বামী

তপন, 18 এপ্রিল : কোরোনা নিয়ে মাইকিংয়ের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করেন BJP - র পঞ্চায়েত প্রধানের স্বামী ৷ তবে, টোটো ও মাইকের দিলেন না ভাড়া ৷ এমনই অভিযোগ করেন টোটো ও মাইক মালিকরা ৷ সেকারণেই গ্রেপ্তার হলেন তিনি । ধৃতের নাম গৌতম বর্মণ । তপন ব্লকের মালঞ্চা গ্রাম পঞ্চায়েতের প্রধান কৃষ্ণা বর্মণের স্বামী তিনি ।

গতকাল রাতে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে তপন থানার পুলিশ ৷ আজ তাঁকে বালুরঘাট জেলা আদালতে তোলা হয় । যদিও তিনি আজ জামিনে মুক্তি পান । কৃষ্ণা বর্মণের দাবি, শাসকদল চক্রান্ত করে তাঁর স্বামীকে ফাঁসিয়েছে ৷

পুলিশ সূত্রে খবর , ওই ব্যক্তি গত 13 এপ্রিল কোরোনা সতর্কতা প্রচার করেন ৷ তিনি মালঞ্চা এলাকার রামকৃষ্ণ বর্মণের থেকে মাইক নেন ৷ বাবলু বর্মণের কাছ থেকে টোটো ভাড়া করেন । স্থানীয় BSF কর্মীরা গ্রাম পঞ্চায়েত এলাকায় ওই ব্যক্তিকে কোরোনা নিয়ে সচেতনতামূলক প্রচার করতে বলেন ৷ শাসকদলের অভিযোগ, সচেতনতামূলক প্রচার করার সময় BJP প্রধানের স্বামী কেন্দ্র সরকারের সুনাম ও রাজ্য সরকারের বিভিন্ন দুর্নীতির কথা মাইকিংয়ে প্রচার করেন । এমনকী, প্রচারের পর মাইক ও টোটোর ভাড়ার টাকাও দেননি ।

অন্যদিকে, টাকা না পেয়ে গতকাল তপন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই টোটো মালিক রামকৃষ্ণ বর্মণ ও মাইকের মালিক বাবলু বর্মণ । সেই অভিযোগের ভিত্তিতেইগতকাল রাতে গৌতম বর্মণকে গ্রেপ্তার করে পুলিশ । এরপর আজ তাঁকে বালুরঘাট জেলা আদালতে তোলা হয় ৷ যদিও আদালত থেকে জামিনে মুক্তি পান গৌতমবাবু । ধৃতের স্ত্রী ও BJP - র জেলা নেতৃত্ব ঘটনার কথা অস্বীকার করেছেন । তাঁরা বলেন, গৌতমবাবুকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে ৷

এবিষয়ে তপন থানার OC সৎকার সংবো বলেন, " গতকাল টোটো ও মাইকের ভাড়া না দেওয়ার অভিযোগ দায়ের হয় । সেই অভিযোগের ভিত্তিতেই ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় ৷ তাঁকে আজ আদালতে তোলা হয় । " এবিষয়ে গৌতমবাবুর স্ত্রী কৃষ্ণা বর্মণ বলেন, " তাঁর স্বামীকে চক্রান্ত করে ফাঁসিয়েছে তৃণমূল । BSF - এর পক্ষ থেকে মাইক ও টোটো ভাড়া করা হয়েছিল । অতএব মাইক ও টোটোর ভাড়া ওদেরই দেওয়ার কথা । "

এবিষয়ে স্থানীয় তৃণমূল নেতা কথা তপন পঞ্চায়েত সমিতির সভাপতি রাজু দাস বলেন, " আইন আইনের পথে চলবে । আইন সবার জন্য এক । " যদিও BJP জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার বলেন, " তাঁদের কর্মীকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে । কারণ মাইক ও টোটো ভাড়া করেছিল BSF । তারাই প্রচার চালিয়েছিল । গৌতমবাবু শুধু মাইক ও টোটো ভাড়া করে দিয়েছিলেন । এটাই ছিল অপরাধ । তাই তাঁকে গ্রেপ্তার করা হয় । ভবিষ্যতে এই নিয়ে আন্দোলনে নামবে আমাদের কর্মীরা ৷ "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.