ETV Bharat / state

দক্ষিণ দিনাজপুরে BJP ও তৃণমূলে যোগদান কর্মসূচি

author img

By

Published : Jul 8, 2020, 11:53 AM IST

দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে বিভিন্ন দল থেকে BJP-তে যোগদান করলেন প্রায় 2 হাজার কর্মী ৷ অপরদিকে হিলিতে দুই ব্যবসায়ী সহ 250 জন যোগ দিলেন তৃণমূলে ৷

BJP and TMC joining program in South Dinajpur
দক্ষিণ দিনাজপুরে BJP ও তৃণমূলে যোগদান কর্মসূচী

হরিরামপুর, 8 জুলাই : দক্ষিণ দিনাজপুরে দলবদল ৷ হরিরামপুরে BJP-তে যোগ দিলেন কমপক্ষে 2 হাজার কর্মী ৷ অপরদিকে, বালুরঘাটের হিলি এলাকার কমপক্ষে 250 জন কর্মী BJP, কংগ্রেস ও বাম ছেড়ে তৃণমূলে যোগ দিলেন ৷

গতকাল হরিরামপুর ব্লকের শিরশি গ্রাম পঞ্চায়েতের প্রায় 2 হাজার কর্মী বিভিন্ন দল থেকে BJP-তে যোগদান করেন ৷ তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার ৷ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন BJP-এর জেলা সভাপতি বিনয় কুমার বর্মণ, বাপি সরকার, স্বরূপ চৌধুরি-সহ জেলা নেতৃত্ব ৷ BJP সাংসদ সুকান্ত মজুমদার বলেন, "নবাগতরা শাসকদল ও বামফ্রণ্টের সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন ৷ তাঁরা দীর্ঘদিন ধরে নিজেদের এলাকার রাস্তাঘাটের দুরাবস্থা ও বিভিন্ন সমস্যার কথা নিজেদের নেতৃত্বদের জানিয়েছিলেন ৷ কিন্তু, তাতে কোনও ফল মেলেনি ৷ তাই আজ তাঁরা নরেন্দ্র মোদির উন্নয়ন ও দেশের স্বার্থে বলিষ্ঠ পদক্ষেপকে ভালোবেসে BJP-তে যোগদান করলেন ৷"

অপরদিকে, এদিন বালুরঘাটের হিলিতে দুই ব্যবসায়ী সহ প্রায় 250 জন বাম, BJP ও কংগ্রেস ছেড়ে যোগ দেয় তৃণমূলে ৷ বালুরঘাটে দলীয় কার্যালয়ে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের জেলা সভানেত্রী তথা রাজ্যসভার সাংসদ অর্পিতা ঘোষ ৷ এছাড়াও এদিনের কর্মসূচীতে হাজির ছিলেন তৃণমূল নেতা দেবাশিস মজুমদার ৷ অপরদিকে, ত্রিমোহিনীতেও স্থানীয় RSP নেতা সহ প্রায় 50 জন কর্মী যোগ দেন তৃণমূলে ৷ এপ্রসঙ্গে তৃণমূলের জেলা সভানেত্রী অর্পিতা ঘোষ বলেন , "মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে তৃণমূল কংগ্রেসে যুক্ত হয়েছেন তাঁরা ৷ কেন্দ্র সরকারের জনবিরোধী নীতি ও বিভিন্ন সরকারি জিনিসকে বেসরকারিকরণ করছে ৷ এরই প্রতিবাদে BJP ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন কর্মীরা ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.