ETV Bharat / state

বালুরঘাটে অ্যান্টিবডি টেস্টের ব্যবস্থা DYFI-এর, বন্ধ করল পুলিশ

author img

By

Published : Aug 31, 2020, 1:20 PM IST

আজ বালুরঘাটে দলীয় কার্যালয়ে সাধারণ মানুষের সুবিধার্থে অ্যান্টিবডি পরীক্ষার ব্যবস্থা করা হয় । সব মিলিয়ে প্রায় 100 জন এই পরীক্ষার জন্য নাম নথিভুক্ত করেছিল । যার মধ্যে দুপুর পর্যন্ত 16 জনের পরীক্ষা করাও হয়েছিল । অভিযোগ, এরপরই বালুরঘাট থানার পুলিশ এসে পরীক্ষা বন্ধ করে দেয় ।

Balurghat Police stopped corona antibody test
DYFI-র উদ্যোগে কোরোনা অ্যান্টিবডি পরীক্ষা বন্ধ পুলিশের

বালুরঘাট, 30 অগাস্ট : বালুরঘাটের নারায়ণপুরে DYFI-র উদ্যোগে চলা অ্যান্টিবডি টেস্ট বন্ধ করে দিল পুলিশ । আজকের মতো স্থগিত রাখলেও অ্যান্টিবডি পরীক্ষা স্থগিত রাখে DYFI সদস্যরা । তবে আগামীতে বাড়ি বাড়ি গিয়ে এই টেস্ট করবেন বলে জানিয়েছেন তাঁরা ।

পূর্ব ঘোষণা অনুযায়ী আজ বালুরঘাটে দলীয় কার্যালয়ে সাধারণ মানুষের সুবিধার্থে অ্যান্টিবডি পরীক্ষার ব্যবস্থা করা হয় । এই পরীক্ষার জন্য মাথা পিছু 500 টাকা ধার্য করা হয়েছিল । সকাল থেকে শুরু হয় অ্যান্টিবডি পরীক্ষা । একটি বেসরকারি সংস্থার সহযোগে এই পরীক্ষার আয়োজন করা হয়েছিল । এই পরীক্ষার জন্য আগাম জেলা স্বাস্থ্য বিভাগ ও পুলিশ-প্রশাসনের কাছ থেকে অনুমতি নিয়েছিলেন বলে জানান DYFI সদস্যরা ৷ সব মিলিয়ে প্রায় 100 জন এই পরীক্ষার জন্য নাম নথিভুক্ত করেছিল । যার মধ্যে দুপুর পর্যন্ত 16 জনের পরীক্ষা করাও হয়েছিল । অভিযোগ, এরপরই বালুরঘাট থানার পুলিশ এসে পরীক্ষা বন্ধ করে দেয় । এদিকে প্রশাসনকে জানানোর পরও কেন পরীক্ষা বন্ধ করা হল এনিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন DYFI সদস্যরা । যদিও পুলিশের পক্ষ থেকে সাফ জানানো হয়, কোনওভাবেই এই পরীক্ষা করা যাবে না ।

এবিষয়ে DYFI-র বালুরঘাট লোকাল কমিটির সম্পাদক সমীরণ সাহা বলেন, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও বালুরঘাট থানার IC-কে জানিয়ে কোরোনার অ্যান্টিবডি পরীক্ষা করছিলেন । একটি সংস্থার উদ্যোগে এই পরীক্ষার আয়োজন করা হয় । যেটা সরকারের করার কথা সেটা তাঁরা করছিলেন । এই পরীক্ষার পর রক্তের প্লাজ়মা নিয়ে কোরোনা আক্রান্তের চিকিৎসা করা যেতে পারে । কিন্তু পুলিশ প্রশাসন এসে এই কর্মসূচি বন্ধ করে দেয় । সেই জন্য এই কর্মসূচি আজকের মত স্থগিত রেখেছেন । তাঁদের এমন উদ্যোগে অনেক রাজনৈতিক দলের স্বার্থ চরিতার্থ হচ্ছে না । তাই পুলিশকে দিয়ে বন্ধ করা হল । তবে এই পরীক্ষা তাঁরা আবারও করবেন । আগামী দিনে সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে প্রয়োজনে এই পরীক্ষা করবেন বলে জানিয়েছেন ।

এবিষয়ে জেলা তৃণমূল কো-অর্ডিনেটর সুভাষ চাকি জানান, এই পরিস্থিতিতে এমন শিবির না করাই ভালো । আর এই শিবিরের জন্য কোনও অনুমতি নেওয়া হয়নি বলেই শুনেছেন । তাই পুলিশ তা বন্ধ করেছে ।

এবিষয়ে DSP হেড কোয়ার্টার ধীমান মিত্র জানান, এমন পরীক্ষা করতে গেলে জেলা স্বাস্থ্য বিভাগের অনুমোদন প্রয়োজন । এমন কোনও অনুমোদন তাঁদের কাছে ছিল না । এমনকী জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক এমন অনুমতি দেননি বলে জানিয়েছেন । তারপরই এই পরীক্ষা বন্ধ করে দেওয়া হয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.