ETV Bharat / state

Bolla Kali Puja 2022: ঐতিহ্যবাহী বোল্লাকালী মেলায় মানতকালী দেন ভক্তরা

author img

By

Published : Nov 12, 2022, 11:59 AM IST

Bolla Kali Puja 2022
ঐতিহ্যবাহী বোল্লাকালী মেলায় ভক্তদের ভিড়

বালুরঘাটের শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী বোল্লা কালী পুজোতে শুধু দক্ষিণ দিনাজপুর নয়, বাংলাদেশ থেকেও প্রচুর ভক্ত আসেন (Bolla Kali Puja) ৷ এই পুজোকে ঘিরে তিনদিন ধরে বোল্লা কালী মন্দির এলাকায় বসে বিরাট মেলা ৷

বংশিহারি, 11 নভেম্বর: দক্ষিণ দিনাজপুর জেলা তথা উত্তরবঙ্গের অন্যতম বৃহত্তম বোল্লা মেলা শুক্রবার থেকে শুরু হয়েছে । বালুরঘাট ব্লকের বোল্লা গ্রামের শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী কালী পুজো (Bolla Kali Puja) রাস পূর্ণিমার পরের শুক্রবার অনুষ্ঠিত হয় । এই পুজোকে ঘিরে তিনদিন ধরে বোল্লা কালী মন্দির এলাকায় বিরাট মেলা বসে । উত্তরবঙ্গের কোচবিহারের রাস মেলার পর এটি দ্বিতীয় বৃহত্তম মেলা হিসেবে বিবেচিত । লক্ষাধিক মানুষের সমাগম হয়েছে মেলা এবং পুজো উপলক্ষে । স্বাভাবিক ভাবেই, মন্দির কমিটি এবং জেলা প্রশাসন ও পুলিশ মেলার নিরাপত্তা-সহ আগত ভক্তদের সুবিধার্থে বিভিন্ন ব্যবস্থা নিয়েছে ।

বিগত 2 বছর করোনা অতিমারির কারণে পুজো হলেও প্রশাসনের নিষেধাজ্ঞায় বোল্লায় দর্শনার্থীরা প্রবেশ করতে পারেননি । ফলে এবছর সকাল থেকেই হাজার হাজার পুণ্যার্থীর সমাগমে মুখরিত হয়ে ওঠে বোল্লা এলাকা । সামনে থেকে একঝলক রক্ষাকালী মায়ের দর্শনের জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকেন দূরদূরান্ত থেকে আসা ভক্তরা ।

ঐতিহ্যবাহী বোল্লাকালী মেলায় ভক্তদের ভিড়

আরও পড়ুন: মা তারার অঙ্গে কালীর আরাধনা, ভক্তদের ভিড় তারাপীঠে

পুজোর দিন থেকে সোমবার পর্যন্ত পুজো ও মেলার চারদিন বিভিন্ন প্রান্তের পাশাপাশি বাংলাদেশ থেকেও ভক্তরা মেলায় যোগ দেন । এদিন বোল্লার রক্ষাকালী মাতার পুজো উপলক্ষ্যে চলে বিশেষ লুট । বোল্লার বিখ্যাত-বাতাসা, কদমা, চিনির তৈরি বিভিন্ন পুতুল লুটের উপকরণ হিসেবে ব্যবহার করেন ভক্তরা । লুটের সময় আঘাত থেকে বাঁচতে ঝুড়ি দিয়ে মাথা ঢেকে রাখা হয় ।

মন্দির কমিটি সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত 10টার পর থেকে পুজো শুরু হয়ে গিয়েছে । মেলা কমিটির পক্ষ থেকে জানানো হয়, এবছর প্রায় 1200 থেকে 1500টির মতো মানত কালী দেন ভক্তরা । মেলা প্রাঙ্গণে প্রায় চল্লিশটি সিসি ক্যামেরা লাগানো হয়েছে । ভক্তদের পুজো দিতে লোহার ব্যারিকেড দেওয়া হয়েছে । মেলা উপলক্ষে বসানো হয়েছে অস্থায়ী পুলিশ ক্যাম্প । মহিলা পুলিশ, সিভিক ভলান্টিয়ার, সাদা পোশাকের পুলিশ, পুলিশ আধিকারিক-সহ প্রায় দেড় হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপার রাহুল দে ।

আরও পড়ুন: দুর্যোগ মাথায় নিয়েই পুজো মণ্ডপে দর্শনার্থীদের ভিড়

এই বিষয়ে মেলা কমিটির সদস্য গৌতম চক্রবর্তী জানান, এবছর সকাল থেকেই হাজার হাজার পুণ্যার্থীর সমাগমে মুখরিত হয়ে ওঠে বোল্লা এলাকা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.