ETV Bharat / state

মার্কেট কমপ্লেক্সের জন্য জায়গা ঘুরে দেখলেন মন্ত্রী ও সরকারি আধিকারিকরা

author img

By

Published : Jun 29, 2021, 3:44 PM IST

মার্কেট কমপ্লেক্সের জন্য জায়গা ঘুরে দেখলেন মন্ত্রী ও সরকারি আধিকারিকবৃন্দ
মার্কেট কমপ্লেক্সের জন্য জায়গা ঘুরে দেখলেন মন্ত্রী ও সরকারি আধিকারিকবৃন্দ

দীর্ঘদিন পর বুনিয়াদপুর ও বংশীহারি ব্লকের বাসিন্দাদের দাবি পূরণ হতে চলেছে ৷ সরকারিভাবে মার্কেট কমপ্লেক্স তৈরি করার জন্য সোমবার জায়গা ঘুরে দেখলেন কৃষি ও কৃষি বিপণন মন্ত্রী বিপ্লব মিত্র ও অন্যান্য সরকারি আধিকারিকরা ৷

বংশীহারি, 29 জুন : হরিরামপুর বিধানসভার বুনিয়াদপুর এবং বংশীহারি ব্লকের মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে ৷ রাজ্য সরকারের উদ্যোগে কৃষি ও বিপণন মন্ত্রী বিপ্লব মিত্রের হাত ধরে বুনিয়াদপুর ফুটবল মাঠ এবং হরিরামপুর বাসস্ট্যান্ড এলাকায় তৈরি হতে চলেছে মার্কেট কমপ্লেক্স ।

হরিরামপুর এলাকার বিভিন্ন ব্যবসায়ীদের সুবিধার্থে নির্মিত হচ্ছে এই মার্কেট কমপ্লেক্স । দীর্ঘদিন ধরে স্থানীয় মানুষজন ও ব্যবসায়ীদের দাবি ছিল যে, এলাকায় একটি মার্কেট কমপ্লেক্স তৈরি হোক । নির্বাচনের আগে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র কথা দিয়েছিলেন, তিনি জিতলে এবং রাজ্যে পুনরায় তৃণমূল সরকার ক্ষমতায় এলে তিনি এই এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ করবেন ।

বর্তমানে তিনি রাজ্যের কৃষি ও কৃষি বিপণন দফতরের মন্ত্রী থাকার কারণে মার্কেট কমপ্লেক্স তৈরির জন্য জায়গা পরিদর্শনে আসেন । রাজ্যের এগ্রিকালচার মার্কেট কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর পার্থ ঘোষের সঙ্গে এদিন উপস্থিত ছিলেন গঙ্গারামপুর পৌরসভার পৌর প্রশাসক প্রশান্ত মিত্র, মহকুমাশাসক মানবেন্দ্র দেবনাথ, ও বংশীহারি ব্লকের বিডিও সুদেষ্ণা পাল-সহ একঝাঁক প্রশাসনিক আধিকারিকরা ।

আরও পড়ুন : SAIL : দুর্গাপুর ইস্পাত কারখানায় ধর্মঘটকে কেন্দ্র করে আইএনটিটিইউসি-র গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে

মার্কেট কমপ্লেক্সের জন্য জায়গা ঘুরে দেখলেন মন্ত্রী ও সরকারি আধিকারিকবৃন্দ

বুনিয়াদপুর পৌরসভা এলাকায় সরকারি বাজার না থাকায় সমস্যায় পড়তে হয় শহরের ক্ষুদ্র ব্যবসায়ীদের । এখানকার হাটখোলা এলাকায় আগে শাকসবজি, মাছ মাংসের দোকান বসত । কিন্তু হাটখোলা মার্কেটটি অস্বাস্থ্যকর পরিবেশে গড়ে ওঠায় কোনও সমাধান করতে পারেনি পৌরসভা কর্তৃপক্ষ । সেই কারণে হরিরামপুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বিপ্লব মিত্র দৈনিক বাজার স্থাপনের জন্য প্রস্তাব পাঠান পৌর কর্তৃপক্ষ এবং গঙ্গারামপুর মহকুমা শাসকের দফতরে ।

2020 সালে করোনা পরিস্থিতিতে হাটখোলা থেকে বাজার সরিয়ে বুনিয়াদপুর ফুটবল মাঠে স্থানান্তরিত করা হয় । পরবর্তীতে কৃষি দফতরের বীজ ফার্মের জমির উপর এই শহরের অস্থায়ী বাজার গড়ে ওঠে । আগামী দিনে এই ফার্মের জমিতেই রেগুলেটেড মার্কেট তৈরির ব্যাপারে আশায় বুক বাঁধছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.