ETV Bharat / state

এলআইসি শাখা ভবনের সামনে এজেন্টদের বিক্ষোভ

author img

By

Published : Feb 3, 2021, 10:25 PM IST

এলআইসি শাখা ভবনের সামনে এজেন্টদের বিক্ষোভ
এলআইসি শাখা ভবনের সামনে এজেন্টদের বিক্ষোভ

কেন্দ্রীয় বাজেটে এলআইসির শেয়ার বিক্রি করার কথা বলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ তারই প্রতিবাদে রায়গঞ্জের শাখা ভবনের সামনে বিক্ষোভ সমাবেশে এজেন্টরা ৷

রায়গঞ্জ, 3 ফেব্রুয়ারি : উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ এলআইসি শাখা ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি এজেন্ট ও আমানতকারীদের ৷ বুধবার দুপুর 2টা থেকে রায়গঞ্জ শাখা এলআইসি ভবনের সামনে মাইকিংয়ে প্রচার করে বিক্ষোভ সমাবেশ ও পথসভা করেন তাঁরা ।

এলআইসির নর্থবেঙ্গল এজেন্ট সংগঠনের ডিভিশনাল সম্পাদক বিপ্লব সেনগুপ্ত, সংগঠনের নেতা প্রাণেশ সরকার, এল আই সি কর্মচারী ফেডারেশনের সম্পাদক শম্ভুনাথ পাল এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন ৷ বিপ্লব সেনগুপ্ত বলেন, ‘‘সোমবার অর্থমন্ত্রী নির্মলা সীতারমন যে বাজেট পেশ করেছেন তাতে এলআইসি ও দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক তাদের শেয়ার বিক্রির পাশাপাশি সরাসরি এফবিআইয়ের অন্তর্ভুক্ত করার কথা বলেছেন । কেন্দ্রীয় সরকারের বেসরকারিকরণের সিদ্ধান্ত প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব । দেশের সর্ববৃহৎ লাভজনক সংস্থা লাইফ ইনসুরেন্স কম্পানি কর্পোরেশন লাভজনক থাকা সত্ত্বেও তার শেয়ার করে বিক্রি করছেন । এটা একটা ভ্রান্তনীতি, পাশাপাশি কৃষিক্ষেত্রে 8 শতাংশ সেস কমিয়ে দিয়েছে ।’’

এফডিআই নিয়ে এলআইসি শাখা ভবনের সামনে এজেন্টদের বিক্ষোভ

আরও পড়ুন : বিজেপির রথযাত্রা বন্ধের দাবিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা

এই সব বিষয়ের বিরুদ্ধেই তাঁদের এই প্রতিবাদ বলে জানিয়েছেন তাঁরা । এই নীতি প্রত্যাহার না করলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তাঁরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.