ETV Bharat / state

Youth Shot dead: সোনারপুরে বন্ধুর বাড়ি থেকে উদ্ধার যুবকের গুলিবিদ্ধ দেহ

author img

By

Published : Nov 19, 2022, 10:33 AM IST

Updated : Nov 19, 2022, 12:14 PM IST

Youth Shot dead at Friends House in Sonarpur
Youth Shot dead at Friends House in Sonarpur

সোনারপুরে যুবকের গুলিবিদ্ধ দেহ উদ্ধারে চাঞ্চল্য (Youth Shot dead at Friends House in Sonarpur) ৷ শুক্রবার গভীর রাতে বন্ধুর বাড়ি থেকে লাল্টু হাজরা নামে ওই যুবকের দেহ উদ্ধার হয়েছে ৷ তাঁর বন্ধুদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ৷

সোনারপুর, 19 নভেম্বর: শুক্রবার গভীর রাতে সোনারপুরের কামরাবাদে গুলিবিদ্ধ অবস্থায় এক যুবকের দেহ উদ্ধার করা হয়েছে (Youth Shot dead at Friends House in Sonarpur) ৷ তাঁর নাম লাল্টু হাজরা । তাঁর হাতে ও পেটে ক্ষতচিহ্ন রয়েছে বলে পুলিশ সূত্রে খবর ৷ ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে 2 রাউন্ড গুলি ও খালি কার্তুজ ৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, খুব কাছ থেকে তাঁকে গুলি করা হয়েছে ৷ মৃতের পরিবারের দাবি, বন্ধুদের মধ্যেই কেউ এই খুনের সঙ্গে জড়িত ৷ সোনারপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷ তবে, এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি ৷

পুলিশ সূত্রে খবর, কামরাবাদ এলাকায় ময়ূখ ভট্টাচার্য নামে এক বন্ধুর বাড়িতে মাঝেমধ্যে গিয়ে থাকতেন লাল্টু ৷ সেখানে তাঁরা বেশ কয়েকজন বন্ধু মিলেই থাকতেন ৷ তবে, শুক্রবার বাকি বন্ধুরা কেউ ছিল না ৷ ময়ূখের বাড়িতে তিনি একাই ছিলেন ৷ রাত 12টা 15 মিনিট নাগাদ বিশ্বজিৎ সরকার নামে এক বন্ধুর সঙ্গে কথা হয় লাল্টুর ৷ তারপর আর কারও সঙ্গে যোগাযোগ হয়নি বলে পুলিশকে জানিয়েছেন বিশ্বজিৎ ৷

বিশ্বজিতের দাবি, তিনি ময়ূখের বাড়িতে রাত 2টোর পর যান ৷ আর ঘরে ঢুকেই শিউরে ওঠেন ৷ দেখেন, ঘরের মধ্যে লাল্টুর রক্তাক্ত দেহ পড়ে রয়েছে ৷ সঙ্গে সঙ্গে তিনি পুলিশে খবর দেন ৷ সোনারপুর থানার পুলিশ কামরাবাদে ময়ূখ ভট্টাচার্যের বাড়িতে যায় ৷ উদ্ধার করা হয় লাল্টুর দেহ ৷ ঘটনাস্থল থেকে 2 রাউন্ড গুলি ও খালি কার্তুড উদ্ধার করা হয়েছে ৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, খুব কাছ থেকে লাল্টুর পেটে ও হাতে গুলি চালানো হয় ৷ তাতেই তাঁর মৃত্যু হয় ৷ কিন্তু, কে বা কারা গুলি চালাল, সে বিষয়ে নিশ্চিত নয় লাল্টুর পরিবারের সদস্যরা ৷

সোনারপুরে বন্ধুর বাড়ি থেকে উদ্ধার যুবকের গুলিবিদ্ধ দেহ

আরও পড়ুন: মদ খেতে বাধা, মেয়েকে গুলি করে 'খুন' বাবার

লাল্টুর ভাই পিন্টু হাজরা অভিযোগ করেছেন, ‘‘ওর কোনও শত্রু ছিল না, বন্ধু প্রচুর ছিল ৷ সেই বন্ধুদের মধ্যে খুব কাছের কেউ ওকে এভাবে মেরেছে ৷ অনেক আগে থেকে পরিকল্পনা করে এই ঘটনা ঘটানো হয়েছে ৷ ওর ফোনও নিয়ে নেওয়া হয়েছিল ৷ দাদার একটা আঙুল ভেঙে গিয়েছে ৷ মেঝেতে কোনও রক্তের দাগ নেই, সব বিছানায় ৷’’ পিন্টুর অভিযোগের ভিত্তিতে মৃতের বন্ধুদের সন্দেহের তালিকায় রেখে তদন্ত শুরু করেছে বারুইপুর পুলিশ জেলার আধিকারিকরা ৷ দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷

Last Updated :Nov 19, 2022, 12:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.