ETV Bharat / state

আব্বাসের সভার পরেই উত্তপ্ত ভাঙড়, তৃণমূল-আইএসএফ সংঘর্ষ

author img

By

Published : Mar 18, 2021, 2:53 PM IST

Updated : Mar 18, 2021, 8:17 PM IST

তৃণমূল-আইএসএফ সংঘর্ষ
TMC-ISF clash in Bhangar

বুধবার ভাঙড়ের চন্দনেশ্বরে আব্বাস সিদ্দিকীর রাজনৈতিক সভার পর এলাকার বেশ কয়েকটি জায়গায় দফায় দফায় আব্বাস অনুগামী ও তৃণমূলের মধ্যে খণ্ডযুদ্ধ বাধে ।

ভাঙড়, 18 মার্চ: ভাঙড়ের বোদরা অঞ্চলে এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূল-আইএসএফ সংঘর্ষ । আইএসএফ কর্মীদের বাড়ি ভাঙচুরের অভিযোগ । ঘটনায় তৃণমূল ও আইএসএফের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর ।

আরও পড়ুন: স্বাস্থ্যসাথী ইন্টারন্যাশনাল ঢপ, ইমামভাতা বিভাজনের রাজনীতি ; বললেন অসাম্প্রদায়িক আব্বাস

বুধবার ভাঙড়ের চন্দনেশ্বরে আব্বাস সিদ্দিকীর রাজনৈতিক সভার পর এলাকার বেশ কয়েকটি জায়গায় দফায় দফায় আব্বাস অনুগামী ও তৃণমূলের মধ্যে খণ্ডযুদ্ধ বাধে । পুলিশ বাহিনী মোতায়েন করা হলেও রাজনৈতিক উত্তেজনা কমেনি ৷ চন্দনেশ্বরের সভা থেকে পীরজ়াদা আব্বাস সিদ্দিকী অনুগামীদের উদ্দেশ্য বলেন, কাল থেকে এলাকায় বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে৷ পুলিশ প্রশাসনকে বলে যাচ্ছি, আপনারা যদি নিরাপত্তা দিতে না পারেন, আমরা মা-বেটিদের নিরাপত্তা দেব । অনেক সহ্য করেছি আর সহ্য করব না । বক্তৃতা মঞ্চ থেকে আব্বাসের এই হুশিয়ারির পর রাতেই গোলামাল বাধল ৷ বুধবার রাতে ভাঙড়ের বোদরা অঞ্চলের বুড়ানগড়, হরিশপুর এলাকায় তৃণমূল- ও আইএসএফ কর্মীদের মধ্যে এলাকা দখলকে কেন্দ্র করে সংঘর্ষ হয় । ঘটনায় দুপক্ষই ভাঙড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ।

আব্বাসের সভার পরেই উত্তপ্ত ভাঙড়

তৃণমূলের দাবি, আব্বাস সিদ্দিকীর সভায় গরম বক্তব্য শোনার পর বাড়ি ফিরে এলাকা দখলের জন্য তৃণমূলের কর্মীদের মারধর করে আইএসএফ কর্মীরা । যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে আব্বাস অনুগামীরা ৷

Last Updated :Mar 18, 2021, 8:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.