ETV Bharat / state

কোন্দল থামাতে গিয়ে ভাঙড়ে কি ভুল পদক্ষেপ করল তৃণমূল ?

author img

By

Published : Mar 5, 2021, 10:35 PM IST

Updated : Mar 5, 2021, 10:44 PM IST

কোন্দল থামাতে গিয়ে ভাঙড়ে কি ভুল পদক্ষেপ করল তৃণমূল ?
কোন্দল থামাতে গিয়ে ভাঙড়ে কি ভুল পদক্ষেপ করল তৃণমূল ?

দক্ষিণ 24 পরগনার ভাঙড় বিধানসভা আসনে তৃণমূলের প্রার্থী ড. রেজাউল করিম ৷ নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই উত্তপ্ত ভাঙড়৷ আরাবুলের সমর্থনে শুরু হয়েছে বিক্ষোভ ৷ আরাবুলও প্রার্থী হতে না পেরে কেঁদেছেন ৷ তাহলে কোন্দল থামাতে গিয়ে ভাঙড়ে কি ভুল পদক্ষেপ করল তৃণমূল ?

কলকাতা, 5 মার্চ : ভাঙড় ৷ দক্ষিণ 24 পরগনার এই এলাকার নাম শোনেননি এমন লোককে বোধহয় পশ্চিমবঙ্গে দূরবীন দিয়ে খুঁজতে হবে ৷ কারণ, মাঝেমধ্যেই এই এলাকায় অশান্তি ছড়ায় ৷ কখনও রাজনৈতিক গোলমাল হয়, তো আবার কখনও প্রশাসনের বিরুদ্ধে সাধারণ মানুষের লড়াই হয়ে চলে আসে আলোচনার কেন্দ্রে ৷

শুক্রবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারের বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করার পরই ফের সংবাদ শিরোনাম ভাঙড় ৷ কারণ একাধিক ৷ আর তার মধ্যে অন্যতম অবশ্যই আরাবুল ইসলাম ৷ যাঁকে এক সময় তৃণমূলের শীর্ষ নেতৃত্ব ‘তাজা নেতা’ বলে প্রশংসায় ভরিয়ে দিতেন ৷

সেই আরাবুল প্রার্থী হতে না পেরে প্রথমে কেঁদে ভাসালেন ৷ তার পর মানুষ যেদিকে চাইবে, তিনি সেই দিকে যাবেন বলে দলকে প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়ে রাখলেন ৷ রাজনৈতিক পর্যবেক্ষকদের বক্তব্য, ঠিক যে কারণে চিকিৎসক রেজাউল করিমকে ভাঙড়ের প্রার্থী করলেন মমতা, তা সফল হবে তো ! কারণ, তাঁরা বলছেন যে বিভিন্ন কারণে ভাঙড়ে শাসক দলের গোষ্ঠীকোন্দল সুবিদিত ৷ সেখানে আরাবুল ও কাইজারের গোষ্ঠীর মধ্যে নিত্যদিন গোলমাল লেগে থাকে ৷ এই পরিস্থিতিতে কোনও একজনকে প্রার্থী করলে ভোটের মুখে গোষ্ঠীকোন্দল বৃদ্ধি পাওয়ার আশঙ্কা ছিল ৷ তাই সচেতন ভাবেই দু’জনকে বাদ দেওয়া হয়েছে ৷

তৃণমূলের একটি সূত্রের খবর, ভাঙড়ের বিদায়ী বিধায়ক আব্দুর রেজ্জাক মোল্লাকে প্রার্থী না করার জন্য দু’টি কারণ রয়েছে ৷ একটি তাঁর বয়সজনিত কারণ ৷ আর দ্বিতীয়টি অবশ্যই ভাঙড়ে তাঁকে নিয়ে ক্ষোভ ৷ সেই কারণেই এমন একজন মুখকে তৃণমূল খুঁজে বের করেছে যিনি হয়তো ভাঙড়ের ভূমিপুত্র নন, কিন্তু ভাঙড়ের সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে ৷ ভাঙড়ের প্রার্থী রেজাউল করিম দীর্ঘদিন ধরে ওই এলাকার সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে ৷

উল্লেখ্য, কয়েক বছর আগে ভাঙড়ে পাওয়ার গ্রিডের জমি অধিগ্রহণকে কেন্দ্র করে আন্দোলন শুরু হয় ৷ গ্রামবাসীরা প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন ৷ কিন্তু তাঁদের অভিযোগের তির ছিল তৃণমূলের স্থানীয় নেতৃত্বের দিকেই ৷ আন্দোলনের সঙ্গে যুক্তদের মধ্যে অনেকে আবার নির্দল হিসেবে পঞ্চায়েত ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং জিতেও যান ৷ ওই আন্দোলন সংগঠিত করার পিছনে রেজাউল করিমের একটা ভূমিকা ছিল বলে জানা গিয়েছে ৷ সেই কারণেই তাঁকে ভাঙড়ের প্রার্থী হিসেবে বেছে নেওয়া হয়েছে বলে তৃণমূল সূত্রে খবর ৷

কোন্দল থামাতে গিয়ে ভাঙড়ে কি ভুল পদক্ষেপ করল তৃণমূল ?

তাছাড়া ভাঙড় মূলত সংখ্যালঘু অধ্যুষিত একটি এলাকা ৷ ওই এলাকায় এবার প্রার্থী দেবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টও ৷ তাই ভোট কাটাকাটির সম্ভাবনা প্রবল ৷ তা আটকাতেই তৃণমূল হয়তো এই সিদ্ধান্ত নিয়েছে ৷ কিন্তু সেই সিদ্ধান্ত ব্যুমেরাং হয়ে যাবে না তো তৃণমূলের কাছে ? এখন এই প্রশ্নই উঠছে ৷

আরও পড়ুন : প্রার্থী হতে না পেরে কেঁদে ফেললেন আরাবুল ইসলাম

কারণ, ইতিমধ্যেই আরাবুলের সমর্থনে বিক্ষোভ-পথ অবরোধও হয়েছে ৷ আর আরাবুলও জানিয়ে দিয়েছে যে মানুষের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ করবেন ৷ এই পরিস্থিতিতে আরাবুল গোঁজ প্রার্থী হয়ে যান, কিংবা অন্য দলে যোগ দিয়ে প্রার্থী হন, তাহলে পরিস্থিতি খুব একটা সুখকর হবে না তৃণমূলের জন্য ৷

Last Updated :Mar 5, 2021, 10:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.