ETV Bharat / state

Water Logging Problem: অবিরাম বৃষ্টির জেরে জলবন্দি সুন্দরবনবাসী

author img

By

Published : Sep 14, 2022, 9:33 PM IST

Water Logged in several places of South 24 Parganas due to heavy rain
Water Logged in several places of South 24 Parganas due to heavy rain

বজ্র বিদ্যুৎ-সহ মুষলধারায় বৃষ্টিতে (heavy rain) জলমগ্ন হয়ে পড়ল দক্ষিণ 24 পরগনার বিস্তর্ণ অংশ (Water Logged in South 24 Parganas) । রাস্তাঘাটে জল জমে যাওয়ায় দেখা দিয়েছে সাধারণ মানুষের ভোগান্তি । স্কুল কলেজগুলিতে উপস্থিতি হার যথেষ্টই কম ।

দক্ষিণ 24 পরগনা, 14 সেপ্টেম্বর: সুন্দরবনের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে ব্যাপক বৃষ্টিপাত । আর তার জেরে জল জমতে শুরু করেছে জমি থেকে খেলার মাঠ সর্বত্র । বৃষ্টিতে আপাতত চাষের কাজে স্বস্তির ছায়া দক্ষিণ 24 পরগনায় (Water Logging Problem)।

অন্যদিকে রাস্তাঘাটে জল জমে যাওয়ায় দেখা দিয়েছে সাধারণ মানুষের ভোগান্তি । স্কুল কলেজগুলিতে উপস্থিতি হার যথেষ্টই কম । বজ্র বিদ্যুৎ-সহ মুষলধারায় বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ল দক্ষিণ 24 পরগনার বিস্তর্ণ অংশ (Water Logged in several places of South 24 Parganas) । বৃষ্টির সঙ্গে দমকা বাতাস বইছে । জলমগ্ন হয়ে পড়েছে জেলার শহরতলিগুলিও । জমা জলে নাকাল হতে হচ্ছে সাধারণ মানুষদের ।

গ্রামীণ এলাকায় ডুবেছে পুকুর ও চাষের জমি । আমন ধান, মরশুমি সবজি ও মাছ চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে । টানা বৃষ্টিতে মাটির বাড়িগুলি নড়বড়ে হয়ে পড়েছে । ভেঙে পড়তে পারে বাড়িগুলি । প্রয়োজনে ফ্ল্যাড সেন্টার বা কাছাকাছির স্কুলে তুলে নিয়ে যাওয়া হবে । বৃষ্টির পাশাপাশি আজও কোটালের জেরে সুন্দরবনে জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে ।

অবিরাম বৃষ্টির জেরে জলবন্দি সুন্দরবনবাসী

আরও পড়ুন: মাত্র দু'ঘন্টার টানা বৃষ্টিতে জলমগ্ন শিলিগুড়ি, দেখুন জল-যন্ত্রণার ভিডিয়ো

মাটির বাঁধগুলি দুর্বল থাকায় যে কোন মুহূর্তে ফাটল দেখা দিতে পারে । সমুদ্রে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি আছে । পর্যটনকেন্দ্র বকখালি ও গঙ্গাসাগরে সমুদ্রে নামতে দেওয়া হবে না । বেলা বাড়লে জেলা প্রশাসন গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছে । প্রতিটি ব্লকের ক্ষয়ক্ষতির তালিকা তৈরির নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন । ব্লকগুলিতে কন্ট্রোলরুম খোলা আছে । দুর্গতদের ত্রিপল ও শুকনো খাবার বিলি করা হবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.