ETV Bharat / state

TMC Leaders Murder at Canning: ক্যানিংয়ে 3 তৃণমূল নেতা খুনে আতঙ্কিত গ্রামবাসীরা

author img

By

Published : Jul 7, 2022, 4:53 PM IST

Updated : Jul 7, 2022, 5:00 PM IST

তিন তৃণমূল নেতা খুনে আতঙ্কে ক্যানিংয়ের গোপালপুর গ্রাম (TMC Leaders Murder at Canning)৷ এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ ৷ পুলিশ সুপারের আশ্বাস দ্রুতই ধরা পড়বে দোষীরা ৷

south 24 pargana
ক্যানিংয়ে 3 তৃণমূল কর্মী খুনে আতঙ্কিত গ্রামবাসীরা

ক্যানিং, 7 জুলাই: তিন তৃণমূল কর্মী খুনের ঘটনায় এখনও থমথমে দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ের গোপালপুর গ্রাম ৷ পরিস্থিতি স্বাভাবিক করতে এলাকায় পুলিশ মোতায়েন থাকলেও গ্রামবাসীরা এখনও আতঙ্কে রয়েছেন(Villagers terrified of 3 tmc leaders murder at canning)৷ গ্রামের মধ্যে এই নৃশংস ঘটনায় ঘুম উড়ে গিয়েছে সবার ৷

বৃহস্পতিবার সকালে গোপালপুর গ্রাম পঞ্চায়েতের ধর্মতলার বাসিন্দা স্থানীয় পঞ্চায়েত সদস্য স্বপন মাঝি (38) ও ভূতনাথ প্রামাণিক (33) এবং ঝন্টু হালদার (33) নামে দুই তৃণমূল সদস্য বাড়ি থেকে বেরিয়ে বাইকে চড়ে যাওয়ার সময় পিয়ার পার্কের কাছে দুষ্কৃতীরা তাঁদের পথ আটকে গুলি চালাতে থাকে । ঘটনাস্থলেই রাস্তার পাশে লুটিয়ে পড়েন তিনজন তৃণমূল নেতা । সেই সময় তাঁদের গলার নলি কেটে দেওয়া হয় বলেও অভিযোগ ।

এরপরই এলাকা ছেড়ে চম্পট দেয় দুষ্কৃতীরা । স্থানীয়রা দেখেন, রক্তে ভেসে যাচ্ছে চতুর্দিক । ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে তিনটি দেহ ও বাইকগুলি ৷ খবর পেয়ে ঘটনাস্থলে ক্যানিং থানার পুলিশ এসে মৃতদেহগুলির পাশ থেকে বোমার খোল উদ্ধার করে ও দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় ৷

আরও পড়ুন : সমস্যা সমাধান না-হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, হুঁশিয়ারি জমি রক্ষা কমিটির

এই বিষয়ে বারুইপুর জেলা পুলিশের পুলিশ সুপার পুষ্পারানি জানান, গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে তিনজনকে খুন করা হয়েছে । পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে । এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি এই ঘটনায় তবে খুব দ্রুত দুষ্কৃতীরা ধরা পড়বে ৷

ক্যানিংয়ে তিন তৃণমূল নেতার খুনের ঘটনায় স্থানীয় বাসিন্দা ও পুলিশ সুপারের বক্তব্য

তবে এই ঘটনায় কারও কারও দাবি, শাসকদলের গোষ্ঠীকোন্দলেই এই খুন ৷ যদিও স্থানীয় তৃণমূল বিধায়ক পরেশ রাম দাস জানান, এই ঘটনার নেপথ্যে বিজেপিই রয়েছে । স্বপন মাঝি পুরনো তৃণমূল নেতা এবং এলাকায় সুপরিচিত । 21 জুলাই নিয়ে দলীয় কার্যালয়ে বৈঠক করতে যাচ্ছিল । সঙ্গে ছিল আরও দুই তৃণমূল কর্মী । দুষ্কৃতীরা নৃশংসভাবে খুন করে তাঁদের । এই ঘটনার সঙ্গে জড়িত থাকা দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিক পুলিশ ।

তবে বিজেপির তরফে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

আরও পড়ুন : তৃণমূল পঞ্চায়েত সদস্য-সহ 3 জনকে গুলি করে কুপিয়ে খুন ক্যানিং-এ

Last Updated : Jul 7, 2022, 5:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.