ETV Bharat / state

Covid Vaccination: ডায়মন্ডহারবার ও বারুইপুরে দুয়ারে টিকাকরণ কর্মসূচি

author img

By

Published : Jun 18, 2021, 7:00 PM IST

দক্ষিণ 24 পরগনা জেলার ডায়মন্ডহারবার ও বারুইপুরে দুয়ারে টিকাকরণ কর্মসূচি পালন করা হয় ৷ আজ 120 জনকে টিকা দেওয়া হয় ৷ এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডায়মন্ডহারবারের মহকুমা শাসক সুকান্ত সাহা ও বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক, বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ৷ 8240319131

দুয়ারে টিকাকরণ
দুয়ারে টিকাকরণ

ডায়মন্ডহারবার, 18 জুন : রাজ্যে করোনা পরিস্থিতি উদ্বেগজনক ৷ জেলায় জেলায় সরকারি তরফে দুয়ারে টিকাকরণ কর্মসূচি পালিত হচ্ছে ৷ চলতি মাসের 14 তারিখে দক্ষিণ 24 পরগনাতেও এই কর্মসূচির উদ্বোধন হয় জেলাশাসক পি উলগানাথানের হাত ধরে ৷ আজ এই কর্মসূচি পালিত হয় বারুইপুর ও ডায়মন্ডহারবারে ৷ দুই জায়গায় মোট 120 জনকে টিকাকরণ করা হয় ৷

আজ ডায়মন্ডহারবারের মহকুমা শাসক সুকান্ত সাহা ভ্রাম্যমান টিকাকরণের গাড়ি নিয়ে পৌর এলাকায় হাজির হন ৷ মাধবপুরে 60 জনকে টিকাকরণ করা হয় ৷ ডায়মন্ডহারবারের পাশাপাশি বারুইপুরেও এই ভ্রাম্যমান টিকাকরণের ক্যাম্প করা হয় ৷ বারুইপুরে 60 জনকে টিকাকরণ করা হয় ৷ দুয়ারে ভ্যাকসিনেশন এই প্রকল্পকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ ৷

ডায়মন্ডহারবার ও বারুইপুরে চলছে দুয়ারে টিকাকরণ কর্মসূচি, দেখুন ভিডিয়ো...

আরও পড়ুন : Covid Vaccination : চন্দ্রকোণায় শুরু দুয়ারে ভ্য়াকসিন কর্মসূচি, বাড়িতেই টিকা প্রবীণদের

এবিষয়ে ডায়মন্ডহারবারের মহকুমা শাসক বলেন, "উদ্বেগজনক করোনা পরিস্থিতি ৷ এই পরিস্থিতিতে কার্যত লকডাউন জারি করেছে সরকার ৷ পর্যাপ্ত পরিবহণ ব্যবস্থা না থাকায় সাধারণ মানুষ টিকা নিতে পারছেন না ৷ সাধারণ মানুষের কথা মাথায় রেখেই জেলাশাসক এমন অভিনব উদ্যোগ নিয়েছেন ৷ হাসপাতাল কিংবা চিকিৎসা কেন্দ্রে যাওয়ার প্রয়োজন নেই ৷ দুয়ারে টিকাকরণ কর্মসূচিতে ভ্রাম্যমান গাড়িতেই হবে টিকাকরণ ৷"

মহকুমা শাসক আরও বলেন, "আমাদের এই টিকাকরণের গাড়িগুলি পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে পৌঁছে যাবে ৷ সাধারণ মানুষ যাতে নিরাপদে ও করোনাবিধি মেনে টিকা নিতে পারেন সে ব্যবস্থাই আমরা করেছি ৷" বারুইপুরের দুয়ারে টিকাকরণ কর্মসূচির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারুইপুর পূর্ব কেন্দ্রের বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.