ETV Bharat / state

রায়দিঘি গ্রামীণ হাসপাতালে বসানো হল দু’টি অক্সিজেন কনসেনট্রেটর

author img

By

Published : May 8, 2021, 12:52 PM IST

Two oxygen concentrators made with Japanese technology have been installed at Raydighi Rural Hospital
রায়দিঘি গ্রামীণ হাসপাতালে বসানো হল দু’টি অক্সিজেন কনসেনট্রেটর

দক্ষিণ 24 পরগনার রায়দিঘি গ্রামীণ হাসপাতালে জাপানি প্রযুক্তিতে তৈরি দু’টি অক্সিজেন কনসেনট্রেটর বসানো হল ৷ বিদ্যুৎ চালিত এই অক্সিজেন কনসেনট্রেটরের মাধ্যমে বাতাসে থাকা 21 শতাংশ অক্সিজেনকে বিশেষ প্রক্রিয়ার মানুষের ব্যবহারের উপযোগী 93 শতাংশ অক্সিজেনে পরিণত করা সম্ভব ৷ এই পদ্ধতিতে মাত্র 1 মিনিটের মধ্যেই 5 লিটার অক্সিজেন তৈরি করা সম্ভব হবে ৷

রায়দিঘি, 8 মে : করোনায় আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় অক্সিজেনের ঘাটতি দেখা দিয়েছে হাসপাতালগুলিতে ৷ এমতাবস্থায় রায়দিঘি গ্রামীণ হাসপাতালে বসানো হল জাপানি প্রযুক্তিতে তৈরি দু’টি অক্সিজেন কনসেনট্রেটর ৷ একটি স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় রায়দিঘির বিধায়ক ড.অলক জলদাতা হাসপাতালের হাতে তুলে দিয়েছেন এই মেশিন দু’টি। শনিবার থেকেই বিদ্যুৎ চালিত এই কনসেনট্রেটর দু’টি কাজ করা শুরু করেছে ৷ এর ফলে এখন থেকে হাসপাতালে অক্সিজেনের ঘাটতি মেটানো সম্ভব হবে বলেই মনে করছে কর্তৃপক্ষ।

রায়দিঘি গ্রামীণ হাসপাতালে করোনার জন্য আলাদা করে 30 শয্যার একটি ওয়ার্ড তৈরি করা হয়েছে ৷ চিকিৎসাধীন করোনা আক্রান্তদের মধ্যে সিংহভাগ রোগীরই শ্বাসকষ্টের সমস্যা থাকায় অক্সিজেনের প্রয়োজন ৷ পাশাপাশি, অন্যান্য ওয়ার্ডেও ভর্তি রোগীদের অনেককেই অক্সিজেন দিতে হয়। কিন্তু প্রয়োজন মতো অক্সিজেনের জোগান না থাকায় বিপাকে পড়তে হচ্ছিল চিকিৎসকদের ৷

এই সমস্যা সমাধানের জন্য রায়দিঘির বিধায়ক অলক জলদাতা হাসপাতালে দু’টি অক্সিজেন কনসেনট্রেটরের ব্যবস্থা করে দিলেন ৷ বিদ্যুৎ চালিত এই অক্সিজেন কনসেনট্রেটরের মাধ্যমে বাতাসে থাকা 21 শতাংশ অক্সিজেনকে বিশেষ প্রক্রিয়ার মানুষের ব্যবহারের উপযোগী 93 শতাংশ অক্সিজেনে পরিণত করা সম্ভব ৷

বিদ্য়ুৎ চালিত এই দু’টি অক্সিজেন কনসেনট্রেটর হাসপাতালের চাহিদা অনেকটাই পূরণ করতে পারবে বলে আশাবাদী কর্তৃপক্ষ ৷

এই পদ্ধতিতে মাত্র 1 মিনিটের মধ্যেই 5 লিটার অক্সিজেন তৈরি করা সম্ভব হবে ৷ এর ফলে রায়দিঘি গ্রামীণ হাসপাতালে অক্সিজেনের ঘাটতি অনেকটাই মিটবে বলে আশাবাদী চিকিৎসকরা ৷

আরও পড়ুন : দরিদ্র মানুষদের জন্য ‘দুয়ারে অক্সিজেন’-এর উদ্যোগ আসানসোলের চন্দ্রশেখরের

শনিবার অক্সিজেন কনসেনট্রেটরের উদ্বোধন করেন বিধায়ক অলক জলদাতা ৷ তিনি বলেন, ‘‘পাথরপ্রতিমা ও রায়দিঘি বিধানসভার হাজার হাজার মানুষ রায়দিঘি গ্রামীণ হাসপাতালের উপর নির্ভরশীল ৷ এই করোনা পরিস্থিতিতে দু’টি স্বয়ংক্রিয় অক্সিজেন কনসেনট্রেটরের ব্যবস্থা করতে পেরে আমি খুব খুশি ৷ আগামী দিনে মথুরাপুর হাসপাতালেও দু’টি কনসেনট্রেটর বসানো হবে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.