ETV Bharat / state

Panchayat Elections 2023: তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি, অভিযোগ আরএসপি কর্মীদের বিরুদ্ধে

author img

By

Published : Jun 28, 2023, 10:47 AM IST

ETV Bharat
পঞ্চায়েত নির্বাচন

পঞ্চায়েত নির্বাচন হতে আর 10 দিন বাকি ৷ এখনও রাজ্যের বিভিন্ন অংশ থেকে গোলাগুলি চালানোর খবর আসছে ৷ গতকাল সকালে দিনহাটায় গুলি চলেছে ৷ রাতে গোসাবায় তৃণমূল কর্মীদের গুলি করা হয়েছে বলে অভিযোগ ৷

গোসাবা, 28 জুন: এক তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল বামদল আরএসপির বিরুদ্ধে ৷ মঙ্গলবার রাতে গোসাবায় এই গুলি চালানোর ঘটনায় এক তৃণমূল কর্মী গুলিবিদ্ধ হয়েছেন ৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ৷ গুলি চালানোর ঘটনায় মোট 6 জনকে আটক করা হয়েছে ৷ উদ্ধার হয়েছে প্রচুর আগ্নেয়াস্ত্র ৷ সোমবারই মুর্শিদাবাদে চারজন গুলিবিদ্ধ হন ৷ এদিনের ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন একজন ৷

ভোটের আর মাত্র 10 দিন বাকি ৷ তার আগে একের পর এক হিংসাত্মক ঘটনা ঘটে চলেছে ৷ মঙ্গলবার সকালে কোচবিহারের দিনহাটায় গোলাগুলি চলে ৷ তাতে এক তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে ৷ এদিন রাতেও দিনহাটায় ফের গুলি চালানোর ঘটনা ঘটে ৷ এই ঘটনায় বিজেপিকে দায়ী করেছে তৃণমূল ৷

দক্ষিণ 24 পরগনার গোসাবায় আরএসপি নেতারা গুলি চালিয়েছে বলে অভিযোগ করেছে তৃণমূল । এমন ঘটনায় রীতিমতো আতঙ্কিত এলাকাবাসী ৷ গোসাবা বিধানসভা এলাকার মধ্যে পাঠানখালি গ্রামপঞ্চায়েতে মাঝে মধ্যেই রাজনৈতিক অশান্তির ঘটনা ঘটে বলে জানা গিয়েছে ৷ কয়েকদিন আগে ওই গ্রামপঞ্চায়েত এলাকায় শাসকদলের সঙ্গে আরএসপি-র সংঘর্ষের ঘটনা ঘটে ৷ ফের সেই গ্রামেই চলল গুলি ৷

গুলিবিদ্ধ হয়েছেন সাইফুল মোল্লা ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির আঙুলে গুলি লেগেছে ৷ তিনি এখন গোসাবা ব্লক গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন ৷ এলাকার তৃণমূল নেতাদের দাবি, এদিন 44 নম্বর বুথের তৃণমূল কংগ্রেস সহ-সভাপতি আলাউদ্দিন মোল্লাকে লক্ষ্য করেই আসলে গুলি চালানো হয়েছিল ৷ তিনি তৃণমূলের পাঠানখালি অঞ্চল সভাপতি সুবিদ আলি ঢালির ঘনিষ্ঠ ৷ তবে আলাউদ্দিন কোনওক্রমে প্রাণে বেঁচে যান ৷ গুলি লাগে সাইফুলের আঙুলে ৷

আরও পড়ুন: 'চোর মুক্ত পঞ্চায়েত' গড়ার অঙ্গীকারে ইস্তেহার প্রকাশ বিজেপি'র

এদিকে পুলিশের দাবি, সাইফুল মোল্লা আগ্নেয়াস্ত্র চালাতে গিয়ে নিজেই আক্রান্ত হয়েছেন ৷ জানা গিয়েছে, এই ঘটনার পরই হামলাকারী অর্থাৎ যাঁদের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠেছিল, তাঁদের ধরে ফেলে এলাকার মানুষ ৷ খবর পেয়ে গোসাবা থানার পুলিশ পৌঁছয় ঘটনাস্থলে ৷ সাইফুল মোল্লাকে হাসপাতালে নিয়ে যায় পুলিশ ৷ আরএসপির পালটা অভিযোগ, পুলিশ ও তৃণমূল ষড়যন্ত্র করে বাম কর্মীদের আটক করার চেষ্টা করছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.