ETV Bharat / state

Giasuddin Controversy: 'আর কত খাবে ? হাতে মাত্র তিন মাস', পঞ্চায়েত প্রধানকে হুঁশিয়ারি গিয়াসউদ্দিনের

author img

By

Published : Feb 28, 2023, 2:19 PM IST

Updated : Feb 28, 2023, 3:08 PM IST

Trinamool Congress
গিয়াস উদ্দিন মোল্লা

দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে গিয়েছিলেন বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা ৷ সেখানে মঞ্চ থেকে উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতে তৃণমূল প্রধানকে আক্রমণ করলেন তিনি ৷ পঞ্চায়েত নির্বাচনের আগে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব (TMC MLA warns TMC panchayat Pradhan in Ushthi) ৷

দক্ষিণ 24 পরগনার উস্তিতে মঞ্চ থেকে পঞ্চায়েত প্রধানকে হুঁশিয়ারি গিয়াসউদ্দিন মোল্লার

উস্তি, 28 ফেব্রুয়ারি: বিরোধীদের অভিযোগে একপ্রকার সিলমোহর দিলেন এলাকার বিধায়ক ৷ কাটমানি ইস্যুতে জেরবার তৃণমূল কংগ্রেস ৷ পঞ্চায়েত ভোটের আগে দলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে হুঁশিয়ারি বিধায়কের ৷ সোমবার দক্ষিণ 24 পরগনা মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে যান বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা (TMC MLA Giasuddin Molla slams Panchayat Pradhan) ৷ উত্তর কুসুম গ্রামপঞ্চায়েতের প্রধান কুতুবুদ্দিন নস্করকে প্রকাশ্য মঞ্চ থেকে বিধায়ক হুঁশিয়ারি দিয়ে বলেন, "আর কত খাবে ? হাতে আর মাত্র 3 মাস"।

রাজ্যের বিরোধী দলগুলি বিভিন্ন সময়ে অভিযোগ তুলেছে, রাজ্যের পঞ্চায়েতগুলিতে পাহাড় সমান দুর্নীতি হয়েছে ৷ বিজেপির অভিযোগ, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গেরুয়া শিবিরের অভিযোগে সিলমোহর দিয়েছেন মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লা ৷ আর মাত্র কয়েক মাস বাকি ৷ তারপরেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন ৷ আর এই নির্বাচনের আগে নিজেদের রাজনৈতিক জমিকে শক্ত করতে মরিয়া ঘাসফুল ৷ মঞ্চে সবার সামনে বিধায়কের এই হুঁশিয়ারিতে বিধায়কের সঙ্গে পঞ্চায়েত প্রধানের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এল ৷

আরও পড়ুন: পঞ্চায়েত নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ, ভোটার সংখ্যা বাড়ল 11 শতাংশের বেশি

প্রধানকে বিধায়কের হুঁশিয়ারি দেওয়ার এই বার্তা সামাজিক মাধ্যমে ভাইরালও হয়েছে ৷ এ বিষয়ে বিজেপি নেতা সুফল খাটু বলেন, "রাজ্যের পঞ্চায়েতগুলি দুর্নীতির আখড়ায় পরিণত হয়ে গিয়েছে ৷ দুর্নীতির ইস্যু নিয়ে রাজ্যের বিরোধী দলগুলি প্রায়ই সরব হয়েছে । বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লার কথাতে সেটাই যেন স্পষ্ট হয়ে গেল ৷ মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের উত্তর কুসুম গ্রামপঞ্চায়েতের প্রধান, উপপ্রধান থেকে সবাই দুর্নীতিগ্রস্ত ৷ পঞ্চায়েত নির্বাচনে সাধারণ মানুষ এর যোগ্য জবাব দেবে ৷"

বিজেপির সব অভিযোগ অস্বীকার করেছে মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের যুব তৃণমূল সভাপতি ইমরান হোসেন মোল্লা ৷ তিনি বলেন, "বিজেপি কুৎসা, অপপ্রচার করছে ৷" তৃণমূল বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা উত্তর কুসুম গ্রামপঞ্চায়েতে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে গিয়ে প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে পঞ্চায়েত প্রধানকে হুঁশিয়ারি দিয়েছেন ৷ এ প্রসঙ্গে যুব তৃণমূল নেতার মত, "তিনি হয়তো অন্য প্রসঙ্গে এই কথাটি ব্যবহার করেছে ৷ যদি উত্তর কুসুম গ্রামপঞ্চায়েতের প্রধান কুতুবউদ্দিন নস্করের বিরুদ্ধে এই কথাটি বলে থাকেন, তাহলে তিনি হয়তো ভুল বলেছেন ৷ উত্তর কুসুম গ্রামপঞ্চায়েতের প্রধান কোনও প্রকার দুর্নীতির সঙ্গে যুক্ত নেই ৷ শুধুমাত্র উত্তর কুসুম গ্রামপঞ্চায়েত নয় ! মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কোনও গ্রামপঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, দলের কর্মীরা কোনও দুর্নীতির সঙ্গে আপস করে না ৷" তাঁর দাবি, তিনি বিষয়টি জানেন না ৷ তবে বিধায়ক গিয়াস উদ্দিন পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে এই কথাটি বলে থাকলে তা ভুল বলেছেন ৷ রাজনৈতিক মহলের দাবি, পঞ্চায়েত ভোটের আগে মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের গোষ্ঠী কোন্দল যেন তৃণমূল কংগ্রেসের অস্বস্তি হয়ে দাঁড়াবে ।

Last Updated :Feb 28, 2023, 3:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.