ETV Bharat / state

TMC-ISF Clash : আব্বাসের সভার আগে উত্তপ্ত ভাঙড়, হামলায় অভিযুক্ত তৃণমূল

author img

By

Published : Nov 7, 2021, 2:54 PM IST

TMC-ISF Clash in Bhangar before Abbas Siddiqui's programme
TMC-ISF Clash : আব্বাসের সভার আগে উত্তপ্ত ভাঙড়, হামলায় অভিযুক্ত তৃণমূল

আব্বাস সিদ্দিকির ধর্মীয় সভার আগে উত্তপ্ত ভাঙড় ৷ সংঘর্ষে জড়াল তৃণমূল ও আইএসএফ ৷ তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ আইএসএফ নেতার পরিবারের ৷ অস্বীকার শাসকদলের ৷

ভাঙড়, 7 নভেম্বর : আবারও উত্তপ্ত হল দক্ষিণ 24 পরগনার ভাঙড় ৷ শনিবার তৃণমূল-আইএসএফ সংঘর্ষের জেরে রবিবারও সকাল থেকে গোটা এলাকা ছিল থমথমে ৷ মোতায়েন করা হয়েছে পুলিশ ৷ যদিও এলাকার বেশিরভাগ পুরুষ সদস্যই এখনও ঘরছাড়া বলে অভিযোগ ৷ এদিকে, রবিবারই এখানে আসার কথা রয়েছে আব্বাস সিদ্দিকির ৷ এদিন দুপুরে তাঁর এলাকায় আসার কথা ৷ নতুন করে যাতে অশান্তি না ছড়ায়, তা নিশ্চিত করতে উপস্থিত রয়েছেন পুলিশের উচ্চপদস্থ কর্তারা ৷ যে মাঠে আব্বাসের ধর্মীয় সভা হওয়ার কথা, সেখানেই চলছে তৃণমূল কংগ্রেসের ফুটবল ম্যাচ !

আরও পড়ুন : Armed Rescued: ভাঙড় থেকে উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্র, গ্রেফতার 4

উল্লেখ্য, শনিবার রাতে ভাঙড়ে ফের বোমাবাজি ও ভাঙচুরের ঘটনা ঘটে ৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পদ্মপুকুর এলাকায় বেছে বেছে আইএসএফ কর্মীদের বাড়িতে হামলা চালায় তৃণমূল ৷ যদিও এই অভিযোগ অস্বীকার করেছে শাসকদল ৷ ইতিমধ্যেই ‘আক্রান্ত’ দলীয় কর্মীদের দেখতে চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজ হাসপাতালে পৌঁছে গিয়েছেন আইএসএফ চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকায় আব্বাস সিদ্দিকির ধর্মীয় সভার তোড়জোড় শুরু হতেই অশান্তির সূত্রপাত হয় ৷ সেই সভার আগেই এলাকায় উত্তেজনা ছড়ায় ৷ শনিবার সন্ধ্যায় ভাঙড় থানার বড়ালি মালঞ্চ এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে তৃণমূল-আইএসএফ ৷ ঘটনায় বেশ কয়েকজন আইএসএফ কর্মী আহত হন ৷ তাঁদের পরে কলকাতার হাসপাতালে ভর্তি করা হয় ৷

আইএসএফ সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুরে ভাঙড়ের বড়ালি পদ্মপুকুর এলাকায় সুন্নাতুল জামাতের কর্ণধার তথা পীরজাদা আব্বাস সিদ্দিকির একটি ধর্মীয় সভা করার কথা রয়েছে ৷ অভিযোগ, সেই ধর্মীয় সভা ভেস্তে দিতেই তৃণমূল আব্বাস অনুগামীদের হুমকি দিতে থাকে ৷ জামাতের কর্মীরা এই ঘটনার প্রতিবাদ করায় দু’পক্ষের মধ্যে গন্ডগোল বেধে যায় ৷

আরও পড়ুন : বাম-কংগ্রেসের আব্বাস ভুলেই বিপুল জয় তৃণমূলের

আইএসএফ কর্মীদের অভিযোগ, তৃণমূল কর্মীরা ওই এলাকায় আব্বাস অনুগামীদের বাড়িঘরে ভাঙচুর চালিয়েছে ৷ আসাদুল মোল্লা নামে এক আহলে সুন্নাতুল জামাতের নেতার বাড়িঘর ভাঙচুর করা হয়েছে এবং তাঁকে মারধর করা হয়েছে ৷ তবে শাসকদলের গলায় অন্য সুর ৷ তাদের পাল্টা বক্তব্য, ভাঙড়ে আয়োজিত ফুটবল টুর্নামেন্ট বানচালের চক্রান্ত করছে আইএসএফ ৷ তার জেরেই এলাকায় উত্তেজনা ছড়ায় বলে দাবি স্থানীয় তৃণমূল নেতা কাইজারের ৷

তবে ভাঙড়ে তৃণমূল-আইএসএফ সংঘর্ষ নতুন নয় ৷ গত 2 মে একুশের বিধানসভা ভোটের ফল প্রকাশ হয়েছিল ৷ তার পরদিন অর্থাৎ 3 মে দেগঙ্গা বিধানসভার দত্তপুকুরে আইএসএফ কর্মী হাসানুর জামানকে মাঠের মধ্যে বোমা মেরে খুন করা হয় বলে অভিযোগ ওঠে ৷ সেই ঘটনায় আইএসএফ-এর পক্ষ থেকে সিবিআই তদন্তের দাবি তোলা হয়েছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.