ETV Bharat / state

Tiger in Gosaba : এবার গোসাবার মথুরাখণ্ড গ্রামে বাঘের হানা, উদ্ধার একাধিক মৃত ছাগল

author img

By

Published : Jan 11, 2022, 12:15 PM IST

Tiger Panic in Gosabas Mathurakhand
Tiger Panic in Gosabas Mathurakhand

বাঘের আতঙ্ক গোসাবার মথুরাখণ্ড গ্রামে (Tiger Panic in Gosabas Mathurakhand) ৷ সকালে বিদ্যাধরী নদীর পাড়ে বাঘের পায়ের ছাপ পাওয়া গিয়েছে ৷ সেই সঙ্গে গ্রামের একটি বাড়িতে একাধিক ছাগল ও গবাদি পশু মৃত অবস্থায় পাওয়া গিয়েছে (Tiger in Gosaba) ৷

গোসাবা (সুন্দরবন), 11 জানুয়ারি : ফের লোকালয়ে প্রবেশ করল বাঘ ৷ এবার গোসাবার বালি 1নং গ্রাম পঞ্চায়েতের মথুরাখণ্ড গ্রামে (Tiger Panic in Gosabas Mathurakhand) বাঘের উপস্থিতি টের পাওয়া গেল ৷ আজ সকালে গ্রাম বিদ্যাধরী নদীর পাড়ে বাঘের পায়ের ছাপ দেখতে পান স্থানীয়রা ৷ এমনকি একটি বাড়িতে একাধিক ছাগলের ক্ষতবিক্ষত দেহ পাওয়া গিয়েছে ৷ খবর পেয়ে বনকর্মীরা গ্রামে গিয়েছেন ৷ পুলিশ প্রশাসন সাধারণ মানুষকে সাবধান করছে (Tiger in Gosaba) ৷

নববর্ষের আগে সুন্দরবনের জঙ্গল থেকে কুলতলির লোকালয়ে বাঘ বেরিয়ে পড়েছিল ৷ লাগাতার 6 দিন বনকর্মীদের নাকানি চোবানি খাইয়ে খাঁচায় ধরা দিয়েছিল দক্ষিণরায় ৷ তাকে পরীক্ষা করে জঙ্গলে ছাড়া হয় ৷ এবার গোসাবার মথুরাখণ্ড গ্রামে বাঘের পায়ের ছাপ এবং একাধিক মৃত ছাগল দেখতে পেলেন গ্রামবাসীরা ৷ আর সেই সঙ্গেই বাঘের আতঙ্কে কাঁটা গোটা গ্রাম ৷ এদিন সকালে মথুরাখণ্ড গ্রাম লাগোয়া বিদ্যাধরী নদীর পাড়ে বাঘের পায়ের ছাপ দেখতে পান স্থানীয়রা ৷ সঙ্গে সঙ্গে লোকালয়ে বাঘ ঢুকেছে খবর ছড়িয়ে পড়ে চারদিকে ৷

আরও পড়ুন : Sundarbans Tourist Guide Suspended : বাঘের কাছে দাঁড়িয়ে পর্যটকের লঞ্চ, সাসপেন্ড টুরিস্ট গাইড

এই পরিস্থিতিতে মথুরাখণ্ড গ্রামের একটি বাড়ি থেকে একাধিক ছাগলের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় ৷ আর সেই ঘটনার পর গ্রামবাসীরা নিশ্চিত হয়ে যান, রাতে খাবারের খোঁজে গ্রামে ঢুকেছিল বাঘ ৷ আর সেই বাঘটিই ছাগলগুলিকে মেরেছে ৷ খবর পেয়ে গ্রামে গিয়েছেন সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের বিদ্যাধরী রেঞ্জের বনকর্মীরা ৷ গ্রামে গিয়েছেন গোসাবার বিধায়ক সুব্রত মণ্ডলও ৷ তিনি গ্রামবাসীদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন ৷ সেই সঙ্গে বাঘটিকে খুঁজতে বনকর্মীদের সঙ্গে সহায়তার পরামর্শ দিয়েছেন ৷

বাঘের পায়ের ছাপ দেখে বনকর্মীদের অনুমান, গোসাবার পিরখালির জঙ্গল থেকে বাঘটি বেরিয়েছে ৷ বিদ্যাধরী নদী সাঁতরে সে মথুরাখণ্ড গ্রামে ঢুকেছে ৷ বর্তমানে সেটি জঙ্গলের পথ ধরে অন্য কোনও গ্রামের দিকে গিয়েছে ? নাকি সেখানেই আশেপাশে গা ঢাকা দিয়ে রয়েছে ? তা বোঝা যাচ্ছে না ৷ এমনকি সে জঙ্গলের দিকেও ফিরে গিয়ে থাকতে পারে ৷ তবে, তার সম্ভাবনা কম ৷ পাশাপাশি এই গ্রামে খাবারের সন্ধান যখন সে পেয়েছে, তখন আবারও গ্রামে ঢুকতে পারে বাঘটি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.