ETV Bharat / state

স্যাটেলাইট ফোনে সুন্দরবন ও দ্বীপ অঞ্চলের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা প্রশাসনের

author img

By

Published : May 25, 2021, 4:40 PM IST

Updated : May 25, 2021, 5:16 PM IST

The administration has made arrangements for communication with the Sundarbans and the island region through satellite phones in south 24 pargana
স্যাটেলাইট ফোনে সুন্দরবন ও দ্বীপ অঞ্চলের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা প্রশাসনের

সুন্দরবন এবং দ্বীপ অঞ্চলগুলিতে ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে যোগাযোগ ব্যবস্থা বজায় রাখতে ব্যবস্থা নিল দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন ৷ সরকারি ও বেসরকারি টেলিকম সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে স্যাটেলাইট ফোনে যোগাযোগ রাখা হবে কন্ট্রোল রুম এবং উদ্ধারকারী দলের সঙ্গে ৷

সুন্দরবন, 25 মে : গত বছর ঘূর্ণিঝড় আমফানের পর সুন্দরবন তথা উপকূলবর্তী এলাকাগুলিতে টেলি-যোগযোগ ব্যবস্থা পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছিল । ফলে ঝড়ের পর বিচ্ছিন্ন দ্বীপ এবং প্রত্যন্ত এলাকাগুলির সঙ্গে কন্ট্রোল রুমের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে । তাই আমফান থেকে শিক্ষা নিয়ে ঘূর্ণিঝড় যশের মোকাবিলায় টেলি-যোগাযোগে বিশেষ জোর দিয়েছে দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন ।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই টেলিকম অপারেটরদের সঙ্গে বেশ কয়েকটি বৈঠকও করেছেন প্রশাসনিক আধিকারিকরা । সেখানে নির্দেশ দেওয়া হয়েছে, ইয়াস আছড়ে পড়ার আগেই সরকারি ও বেসরকারি টেলিকম সংস্থার কর্মীদের প্রয়োজনীয় সামগ্রী নিয়ে পৌঁছে যেতে হবে সুন্দরবন এবং উপকূলের প্রত্যন্ত এলাকাগুলিতে । প্রত্যেক জায়গায় বিডিও-র সঙ্গে সমন্বয় রেখে কাজ করবে দলগুলি । প্রত্যন্ত এলাকাগুলিতে টেলিকম সংস্থার প্রযুক্তিবিদরা থাকবে ।

ইতিমধ্যেই বেসরকারি টেলিকম সংস্থাগুলির 15টি দল পৌঁছে গিয়েছে সুন্দরবন উপকূলের দ্বীপ ও প্রত্যন্ত এলাকায় । দুর্গত এলাকার দায়িত্বে থাকা আধিকারিক এবং কুইক রেসপন্স টিমগুলিকে যোগাযোগের জন্য 38টা স্যাটেলাইট ফোন দেওয়া হবে । কর্তব্যরত পুলিশ অফিসারদের কাছে থাকবে আরটি মোবাইল । যার সাহায্যে তাঁরা যে কোনও প্রয়োজনে মহকুমা শাসকের দফতরের কন্ট্রোল রুমে যোগাযোগ রাখতে পারবেন ।

স্যাটেলাইট ফোনে সুন্দরবন ও দ্বীপ অঞ্চলের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা প্রশাসনের

আরও পড়ুন : দড়ি দিয়ে বাঁধা হল জাহাজ, বন্ধ বন্দরের কাজ; চূড়ান্ত প্রস্তুতি ডকে

অন্য দিকে, হ্যাম রেডিও নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনকেও কাজে লাগাতে চাইছে জেলা প্রশাসন । ঝড়ের সময় কোনও ব্যক্তি নিখোঁজ হয়ে গেলে, তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবেন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা । এই প্রসঙ্গে দক্ষিণ 24 পরগনার জেলাশাসক পি উলগানাথন জানান, ‘‘আমফানের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এ বার অন্যান্য ব্যবস্থা তৈরি রাখার পাশাপাশি টেলি-কমিউনিকেশন এর উপর বিশেষ নজর দেওয়া হয়েছে ৷’’

Last Updated :May 25, 2021, 5:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.