ETV Bharat / state

বাজি পোড়ানো নিয়ে দিলীপকে কটাক্ষ সুজনের

author img

By

Published : Apr 7, 2020, 3:43 PM IST

দিলীপ ঘোষের কথার কী উত্তর দেবেন? আলো জ্বালানোর সঙ্গে সঙ্গে কোরোনা ভাইরাস পালিয়ে যাবে, সেই আনন্দে সম্ভবত বাজি পোড়াচ্ছেন ৷ বললেন সুজন চক্রবর্তী ৷

Sujan reaction
Sujan reaction

দক্ষিণ 24 পরগনা, 7 এপ্রিল : বাজি ফাটানো নিয়ে দিলীপ ঘোষের মন্তব্যের কড়া সমালোচনা করলেন বামনেতা সুজন চক্রবর্তী ৷ তিনি বলেন দেশজুড়ে লকডাউন চলছে ৷ খেটে খাওয়া মানুষ দুর্দশার মধ্যে রয়েছে ৷ এই অবস্থায় যারা আনন্দের কথা বলছে, তাদেরকে কিছু বলার নেই৷ এইসময় এই ধরনের কোনও মন্তব্য করা উচিত নয় বলেই জানান তিনি ৷

BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে কটাক্ষ করে তিনি বলেন, "দিলীপ ঘোষের কথার কী উত্তর দেবেন? গো-মূত্রে কোরোনা তাড়ানো সম্ভব দিয়ে যারা শুরু করেছিল ৷ থালা জোরে বাজালে কোরোনা ভাইরাস পালিয়ে যাবে বলে যাঁরা মনে করতেন ৷ এখন আলো জ্বালানোর সঙ্গে সঙ্গে কোরোনা ভাইরাস পালিয়ে যাবে, সেই আনন্দে সম্ভবত বাজি পোড়াচ্ছেন ৷"

তিনি বলেন, " সারাবিশ্বে 70 হাজার মানুষ মারা গেছেন ৷ আমাদের দেশে লকডাউন চলছে ৷ মানুষ ভয়ঙ্কর বিপদে ৷ শতাধিক কিলোমিটার হাটছে মানুষ ৷ শুধু পরিয়ায়ী শ্রমিক না ৷ সমাজের সাধারণ, দিন আনি দিন খাওয়া মানুষ সংকটে ৷ তা সত্ত্বেও সকলে লকডাউনকে মেনে নিচ্ছেন শুধুমাত্র কোরোনার বিরুদ্ধে লড়াইয়ে জিততে হবে বলে ৷"

দিলীপকে কটাক্ষ সুজনের

প্রসঙ্গত, সোমবার BJP-র প্রতিষ্ঠা দিবস উপলক্ষে উলুবেড়িয়ায় গিয়ে দিলীপ ঘোষ বলেন, "প্রধানমন্ত্রী আহ্বান দিলে দেশের কোটি কোটি মানুষ তাতে সাড়া দেন । যারা প্রধানমন্ত্রীর বিরোধিতা করেছিলেন তারাই এখন কারা বোম ফাটাল, কারা প্রদীপ জ্বালালে তা নিয়ে প্রশ্ন করছেন । কারা বোম ফাটিয়েছে সেটা পুলিশ তদন্ত করে দেখবে । আর এতে অন্যায়েরই বা কী আছে ? এতদিন মানুষ আতঙ্কে-ভয়ে হতাশ ছিল । তাই একটু আনন্দ করলে বিরোধীদের কষ্ট হচ্ছে কেন ?" বলেও মন্তব্য করেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.