ETV Bharat / state

CPM Leader Sujan Chakraborty: দলদাসের মতো আচরণ! রাজ্য পুলিশ দিয়ে পঞ্চায়েত ভোট নয় দাবি সুজনের

author img

By

Published : Jun 11, 2023, 10:28 AM IST

Updated : Jun 11, 2023, 11:38 AM IST

Etv Bharat
সিপিএম নেতা সুজন চক্রবর্তী

মনোনয়ন পত্র জমা দেওয়ার দিন থেকে জায়গায় জায়াগায় অশান্তি চলছে ৷ এমতাবস্থায় রাজ্য পুলিশ দিয়ে পঞ্চায়েত নির্বাচন করা সম্ভব নয় দাবি করেছে বিরোধী রাজনৈতিক দলগুলি । এবার সরকারি কর্মচারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী ৷

রাজ্য পুলিশ দিয়ে পঞ্চায়েত ভোট নয় দাবি সুজনের

বারুইপুর, 11 জুন: রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন । আগামী 8 জুলাই রাজ্যেজুড়ে পঞ্চায়েত নির্বাচন ৷ এক দফায় নির্বাচন সম্পন্ন কারর সিদ্ধান্ত নিয়েছে কমিশন । রাজ্যের পরিস্থিতি নিয়ে রাজ্য পুলিশ দিয়ে রাজ্যের পঞ্চায়েত নির্বাচন করা সম্ভব নয় এই মর্মে ইতিমধ্যেই রাজ্যপালের দ্বারস্থ হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি ।

ইতিমধ্যেই শনিবার দক্ষিণ 24 পরগনার বারুইপুরের সিপিএমের দলীয় কার্যালয় থেকে সিপিএমের বর্ষিয়ান নেতা সুজন চক্রবর্তী সাংবাদিক সম্মেলন করেন ৷ এই প্রসঙ্গেই তিনি বলেন, "রাজ্য পুলিশ দিয়ে নির্বাচন করা কোনওভাবেই সম্ভব নয় । নির্বাচনের দিন ঠিক হয়ে যাওয়ার পর থেকে জেলায় জেলায় অশান্তির ঘটনা ঘটেছে । রাজ্য পুলিশ তা প্রতিরোধ করতে সক্ষম নয় । গোটা রাজ্যে বুথ সংখ্যা 60 হাজার ৷ কিন্তু রাজ্যে মোট পুলিশের সংখ্যা 42 থেকে 45 হাজার ৷ বুথের তুলনায় পুলিশের সংখ্যা অনেকটাই কম । রাজ্য পুলিশ কিভাবে বুথগুলিতে নিরাপত্তা দেবে । এর দায় কার! নির্বাচন কমিশনের ।" পাশাপাশি তৃণমূল নেতা কুণাল ঘোষকেও কটাক্ষ করেন সুজন।

এই সাংবাদিক বৈঠকে সিপিএম নেতা সুজন চক্রবর্তী দাবি করেন, রাজ্য পুলিশ একটি বিশেষ দলের হয়ে কাজ করছে ৷ সেটা বিগত কয়েকটি ঘটনায় পরিষ্কার হয়ে গিয়েছে ৷ এদিন ভাঙরের ঘটনা প্রসঙ্গেই সিপিএম নেতা সুজন চক্রবর্তী জানান, আইএসএফ প্রার্থীদের মনোনয়ন দেওয়াকে কেন্দ্র করে একটি সরকারি কর্মচারীকে মারধর করা হয় । সরকারি কর্মচারীকে মেরে তার নাক ফাটিয়ে দেওয়া হয়েছে । রাজ্য পুলিশ তৃণমূলের দলদাস হয়ে কাজ করছে বলে দাবি করেছেন সুজন। বিরোধীদের কোনওভাবে আটকাতে পারছে না রাজ্যের শাসকদল । তাই পুলিশকে ব্যবহার করা হচ্ছে ।

আরও পড়ুন: পঞ্চায়েত ভোটে কংগ্রেসের সঙ্গে জোটের ইঙ্গিত সুজনের, উত্তর 24 পরগনায় সিপিএমের প্রার্থীতালিকা প্রকাশ

পাশাপাশি তিনি আরও বলেন, "তৃণমূল ও রাজ্য পুলিশ যৌথভাবে বিরোধীদের মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে ৷ ফলস্বরূপ বিরোধীদের আটকাতে না পারলে সরকারি কর্মচারীদের কেও আঘাত করতে হচ্ছে ।" কুণাল ঘোষকে কটাক্ষ করেই সিপিএম নেতা জানান, কুনাল ঘোষের কথা যত কম বলা হয় ততই ভালো। রাজ্যপাল ও রাজ্যের পুলিশকে তিনি অসম্মান করছেন। এর পাশাপাশি সংবিধানকেও অসম্মান করছে তিনি । এছাড়াও 'তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড' অভিষেক বন্দ্যোপাধ্যায় কেও তীব্র কটাক্ষ করেন ৷ কালীঘাটের কাকু প্রসঙ্গে তিনি বলেন,"উনি কালীঘাটের কাকু ৷ ওঁর মালিক অভিষেক।" সিপিএম নেতার মন্তব্য পঞ্চায়েত নির্বাচনের উত্তাপ আরও কয়েকগুণ বাড়িয়ে দিল ।

Last Updated :Jun 11, 2023, 11:38 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.